গর্ব আমার দেশ

গর্ব (অক্টোবর ২০১১)

মাহমুদুল হাসান ফেরদৌস
  • ৪৬
  • 0
  • ৬৭
বাংলাদেশ বাংলাদেশ
কোটি প্রাণে বাজে একটি নাম,
বাংলাদেশ বাংলাদেশ
দিয়েছি কি তোমার ভালবাসার দাম?

পাওনি সুখ তুমি পেয়েছ যত ব্যথা,
পেয়েছিলে আশ্বাস যত রাখেনি কেউ কথা।
ভেঙেছে বিশ্বাস তোমার কেড়ে নিয়েছে সব সুখ,
তোমার উপর বোল-ডোজার চালিয়ে ভাঙছে তোমার বুক।

সবার চোঁখে দুঃখী তুমি, অভাগী একজন
তবুও তুমি গর্ব আমার, আছি তোমার পাশে সারাক্ষণ।

গর্ব আমার স্বাধীনতা, গর্ব আমার সোনার দেশ
গর্ব আমার মুক্তিযোদ্ধা আর ভাষা শহীদের রক্তের রেশ।
গর্ব আমার মাটির কৃষক, গর্ব আমার সোনালী ধান
গর্ব আমার ভাটিয়ালি সুর আর লাল সবুজের কলতান।

আমার গর্ব আজ কেড়ে নিতে চায় ওরা কাড়া,
ওরা হায়েনা, হিংস্র জানোয়ার, দস্যু বিবেক হারা।
ওরা করতে চায় স্তব্ধ আমার স্বাধীনতার বুলি,
আমার ভাইকে খুঁচিয়ে মেরে বোনের শরীর নিয়ে খেলছে তারা হুলি।
আমার দেশের সম্পদের দিকে ওরা তাকায় লোভাতুর চোঁখে,
আমাদের সব ছিনিয়ে নিয়ে মারতে চায় ধুকে ধুকে।
আমাদের সব নদীকে দিতে চায় ওরা কবর,
বানাবে প্রাসাদ ওরা আমার দেশের বুকের উপর।
আমার দেশের বুক চিরে তৈরি করছে ওরা ক্ষত,
কষ্টে দেশ উঠছে কেঁদে চোখ বেয়ে আসে জল অবিরত।

দেশ আমার চায়না হতে দুর্নীতিতে সেরা
দেশ চায়না হতে তার প্রিয় সন্তান হারা
দেশ চাইনা হতে কারো হাতে কলঙ্কিত
দেশ চাইনা হতে লাল রক্তে রঞ্জিত।
দেশ চাইনা কারো মাঝে সংঘাত
দেশ চাইনা আপন পর বিবাদ,
দেশ চাইনা হতে মরুভূমি
দেশের চাওয়াগুলো পারবে পূরণ করতে তুমি?

আমাদের গর্ব ছিনিয়ে নিতে পারবেনা কেহ কভু,
দেশের ঋণ শুধবো মোরা প্রাণ যদি যায় তবু।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মিজানুর রহমান রানা আবারও কবিতাটি পড়লাম। বেশ স্ন্দুর। এখন থেকে নিয়মিত লেখা চাই। বাদ দেয়া চলবে না।
মনির মুকুল চরণশেষে অন্ত্যমিল দেয়া হলে মাত্রায় সমতা আনার ব্যাপারটা চলে আসে। হয়তোবা মাত্রা নির্ণয়ের পদ্ধতি জানার পূর্ব পর্যন্ত সময়টাতে মাত্রা একটু কম বা বেশি হয়ে যায়। এটা স্বাভাবিক। তবে একটা চরণের সাথে আরেকটা চরণের মাত্রা সংখ্যার ব্যাবধান যদি অনেক বেশি হয়ে যায় তবে সেই লেখনীটার জন্য কবিতা হয়ে ওঠা কষ্টসাধ্য হয়ে পড়ে। এই লেখাটার মধ্যে প্রাণ আছে, তবে এর অবয়ব গড়ার জন্য উপরের কথাগুলো প্রযোজ্য। শুভকামনা রইল।
সূর্য এই দেশ সৃষ্টির প্রেক্ষাপটে জাতীর গর্ব করার সবগুলো অধ্যায় উঠে এসেছে কবিতায় এটা ভাল লেগেছে। পর্ববিন্যাসটা সমানুপাতিক হলে কবিতাটা আরো বেশি সুখপাঠ্য হতো।
খোরশেদুল আলম অনেক আবেগ আর ভালবাসার প্রকাশ হয়েছে কবিতায়।
মোহাম্মদ আকতার উজ জামান (মুন্না) শেষের দিকটা বেশি ভাল লাগল।
মিজানুর রহমান রানা গর্ব আমার স্বাধীনতা, গর্ব আমার সোনার দেশ গর্ব আমার মুক্তিযোদ্ধা আর ভাষা শহীদের রক্তের রেশ।------------------যারা গর্বকে অহঙ্কার মনে করে ভুল করেন, তাদের জন্যে এই দুটি চরণই যথেষ্ট। কবিকে ধন্যবাদ।
পন্ডিত মাহী শব্দ অলংকরণ, উপমার আরো সুন্দর ব্যবহার আশা করছি...
মোঃ আক্তারুজ্জামান সত্যিকারের গর্ব করার মত বিষয় নিয়েই যথার্থ লিখেছেন, সুন্দর|
মাহমুদুল হাসান ফেরদৌস সবাইকে ধন্যবাদ কবিতাটি পড়ে অনুভুতি জানানোর জন্য।

১৮ মে - ২০১১ গল্প/কবিতা: ২৫ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ভালবাসা”
কবিতার বিষয় "ভালবাসা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ জানুয়ারী,২০২৫