আমি বন্ধু হব

বন্ধু (জুলাই ২০১১)

হিমেল মাহমুদ
  • ২২
  • 0
  • ২১
আমি বন্ধু বন্ধু হব আমি প্রকৃতির বন্ধু হব ,
প্রকৃতির বন্ধু হয়ে আমি এই পৃথিবীকে নিস্বার্থ ভালবাসা শিখাব ।
ভেবোনা তোমরা ভেবোনা ,
প্রকৃতির বন্ধু হয়ে কখনো আমি বৈরী হবনা \\
আমি বন্ধু বন্ধু হব আমি আকাশের বন্ধু হব ,
আকাশের বন্ধু হয়ে আমি বিশাল উদারতায়
সমগ্র পৃথিবীটাকে আগলে রাখব ।
ভেবোনা তোমরা ভেবোনা
আকাশের বন্ধু হয়ে আমি মেঘের আচ্ছনতায় পৃথিবীকে ঢেকে দেবনা \\
আমি বন্ধু বন্ধু হব আমি বাতাসের বন্ধু হব ,
বাতাসের বন্ধু হয়ে আমি সহিংস উষ্ণ পৃথিবীটাকে
শান্তির বাতাসে শিতল করে দেব ।
ভেবোনা তোমরা ভেবোনা
বাতাসের বন্ধু হয়ে কখনো আমি দমকা হাওয়া বা ঘূর্ণিঝড় হবনা \\
আমি বন্ধু বন্ধু হব আমি সাগরের বন্ধু হব ,
সাগরের বন্ধু হয়ে আমি মিষ্টি হাওয়ায় মিষ্টি হাওয়ায় সমুদ্রের জলসম অজস্র শান্তির প্রচেষ্টা সারা পৃথিবীতে ছড়াব ।
ভেবোনা তোমরা ভেবোনা
সাগরের বন্ধু হয়ে আমি কখনও উত্তাল ঢেউয়ের গর্জনে তীর ভেঙ্গে
কাউকে উজার করে সর্বস্ব ভাসিয়ে নেবনা \\
আমি বন্ধু বন্ধু হব আমি জলের সাথে বন্ধু হব ,
জলের বন্ধু হয়ে আমি এই পৃথিবীকে নম্রতা আর নমনীয়তা শেখাব ।
ভেবোনা তোমরা ভেবোনা
জলের বন্ধু হয়ে আমি কখনো জলোচ্ছাস হবনা \\
আমি বন্ধু বন্ধু হব আমি সূর্য্যের সাথে বন্ধু হব ,
সূর্য্যের বন্ধু হয়ে আমি ভালবাসার আলোয়
পৃথিবীটাকে উজ্জল করে দেব ।
ভেবোনা তোমরা ভেবোনা
সূর্য্যের বন্ধু হয়ে কখনও আমি কর্কষ রুদ্দুরে পৃথিবীকে উত্তপ্ত করবনা \\
আমি বন্ধু বন্ধু হব আমি চাঁদের বন্ধু হব ,
চাঁদের বন্ধু হয়ে আমি জগতের মূখে সি্নদ্ধ হাসি ফোটাব ।
ভেবোনা তোমরা ভেবোনা
চাঁদের বন্ধু হয়ে আমি কখনও অমাবৎসায় লুকোবনা \\
আমি বন্ধু বন্ধু হব আমি রাতের সাথে বন্ধু হব ,
রাতের বন্ধু হয়ে আমি নিঝুম নিরব হয়ে
প্রেমিক প্রেমিকার মনে প্রেমের শিহরণ এনে দেব ।
ভেবোনা তোমরা ভেবোনা
রাতের বন্ধু হয়ে আমি কখনও কালনিশী হবনা \\
আমি বন্ধু বন্ধু হব আমি ফুলের সাথে বন্ধু হব ,
ফুলের বন্ধু হয়ে আমি এই পৃথিবীটা সৌরবে ভরে দেব ।
ভেবোনা তোমরা ভেবোনা
ফুলের বন্ধু হয়ে আমি গোলাপের কাঁটা হয়ে কারো রক্ত ঝড়াবনা \\
আমি বন্ধু বন্ধু হব আমি বসন্তের বন্ধু হব ,
বসন্তের বন্ধু হয়ে আমি ফুলে ফুলে পৃথিবীটা সাজিয়ে দেব ।
ভেবোনা তোমরা ভেবোনা
বসন্তের বন্ধু হয়ে আমি চৈত্রের কাঠ ফাটা রোদে
অনাবৃষ্টির হাহাকারে কাউকে অতিষ্ট করবনা \\
আমি বন্ধু বন্ধু হব আমি কুকিলের বন্ধু হব ,
কুকিলের বন্ধু হয়ে আমি গানে গানে সুরে সুরে
পৃথিবীটাকে ছন্দময় করে দেব ।
ভেবোনা তোমরা ভেবোনা
কুকিলের বন্ধু হয়ে আমি মধুময় রজনীতে
গভীর নিদ্রায় নিবিষ্ট কারো ঘূম ভাঙ্গাবনা \\
আমি বন্ধু বন্ধু হব আমি বৃষ্টির বন্ধু হব ,
বৃষ্টির বন্ধু হয়ে আমি টিনের চালের রিমিঝিমি শব্দে
অলস মূহুর্তে ঘূম পাড়াব ।
ভেবোনা তোমরা ভেবোনা
বৃষ্টির বন্ধু হয়ে আমি কখনও বজ্রপাত হবনা \\
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
সূর্য সবারই বন্ধু হওয়া যায়না.............. ভালই লাগলো
AMINA ভাল চিন্তা ভাবনা। ভাল লগল। তবে এক কথা বার বার বলায়,এক ঘেঁয়েমিতায় পড়ার অনাগ্রহ তৈরী হচ্ছে।
মামুন ম. আজিজ তোমার বন্ধূ হবার অনাবিল এইসব বাসনা ভালো ভাবেই ফুটে উঠেছে
খন্দকার নাহিদ হোসেন পুনরাবৃত্তি পড়বার সময় রীতিমতো বিরক্ত করলো। "আমি বন্ধু বন্ধু হব" লাইন সাজানোটা কেমন জানি লাগলো। কবি সামনে লিখবার সময় আর একটু ভাববে এই কামনায় থাকলাম।
মোঃ আক্তারুজ্জামান অনেক সুন্দর কবিতা| তবে বানানের দিকে আর একটু খেয়াল রাখবেন|
রেহানা রিমি বন্ধুত্বের চেষ্টা ভালো লাগলো।
আহমেদ সাবের সবার বন্ধু কি হতে পারা যায়। তবুও চেষ্টা টা অনেক ভাল লাগলো।
রাহেলা খানম খুব ভালো লাগলো
Akther Hossain (আকাশ) ভেবোনা তোমরা ভেবোনা , প্রকৃতির বন্ধু হয়ে কখনো আমি বৈরী হবনা ! তাই যেন হয় !

০৬ মে - ২০১১ গল্প/কবিতা: ৪ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ছোটবেলা”
কবিতার বিষয় "ছোটবেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ডিসেম্বর,২০২৪