চোর পালালে বুদ্ধি বাড়ে

ভোর (মে ২০১৩)

হোসেন মোশাররফ
  • ১৯
চটাস পটাস শব্দ শুনে
ভাবছ বুঝি খাচ্ছে
বেড়াল মাছটা,
একটু পরেই দেখবে কেমন
ল্যাজ উঁচিয়ে যাচ্ছে
হেঁটে চোরটা।

পুটুস পাটুস হচ্ছে কী-সব
নেংটি ইঁদুর কাটছে
কী সেই লেপটা?
একটু দাঁড়াও বুঝবে মজা
পড়লে ধরা আটকে
কলে শেষটা।

কুটুস্ কুটুস্ ওমা আবার
কাঠবেড়ালি নামল
নিচে একটা,
কী খাবে সে পায়না দিশা;
ধান খেয়ে সে ভরল
শেষে পেটটা।

লম্বা সারি দিচ্ছে পাড়ি
একটা দুইটা দশটা
সারি পিপড়া
চিনির বয়্যম হচ্ছে খালি
নিচ্ছে না কেউ পিপড়া
সারির খোঁজটা।

হুক্কা হুয়া শেয়াল মামা
দুপুর রাতে পড়ল
কী সে নামতা?
সকাল বেলায় দেখা দেখা গেল
শূন্য খাঁচা,মুরগি
সব লাপাত্তা।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মোঃ আক্তারুজ্জামান সুন্দর ছন্দময়| খুব ভালো লাগলো|
রোদের ছায়া সুন্দর ছড়া , সহজ শব্দের ব্যবহার । আর বিষয় থেকে হয়তো একটু সরে গেছে কিন্তু শেষের দিকে সকাল বেলার কোথাও বলা হয়েছে । সব মিলিয়ে ভালো লাগা রইল।
খন্দকার নাহিদ হোসেন সহজ সরল ও সুন্দর...। আর কিছু বলতে হবে? ও বিষয় কই?!
সূর্য খুজলে সহজ সুন্দর ছড়ার ছন্দে "বাস্তব গভীরতার" অনেক কিছুই মিলবে। ভালো লাগলো মোশাররফ ভাই।
মিলন বনিক খুব সুন্দর লাগলো...চিত্তাকর্ষক...
স্বাধীন একটা নতুনত্ব আছে, বেশ ভাল লাগল।
Lutful Bari Panna ছন্দ দারুণ, অন্ত্যমিল যেমনই হোক ভাল লাগা রইল আর- লম্বা সারি দিচ্ছে পাড়ি একটা দুইটা দশটা সারি পিপড়া চিনির বয়্যম হচ্ছে খালি নিচ্ছে না কেউ পিপড়া সারির খোঁজটা। এই পঙক্তিটার মধ্যে ভিন্ন কিছু খুঁজলে পাওয়া যাবে।
খন্দকার আনিসুর রহমান জ্যোতি খুব ভাল লাগলো .....তবে মোশাররফ ভাই আপনার লিখার সাথে নামের মিলটা কিন্তু প্রচ্ছদের সাথে একাকার হয়ে আছে ........তাই.......আপনাকে অনেক ধন্যবাদ..........
আবু সাইফ ছন্দটা বেশ ভালো লাগলো! "লম্বা সারি দিচ্ছে পাড়ি একটা দুইটা দশটা সারি পিপড়া- চিনির বয়্যম হচ্ছে খালি নিচ্ছে না কেউ পিপড়া সারির খোঁজটা।" এ অংশটুকু অন্যভাবে হলে কেমন হয়- লম্বা সারি দিচ্ছে পাড়ি পিপড়া সারি একটা দুটা দশটা চিনির বয়্যম হচ্ছে খালি বুঝছে না কেউ পিপড়া সারির লসটা
রফিক আল জায়েদ ভালই তো কবিতা লিখেছেন।

২৫ জানুয়ারী - ২০১১ গল্প/কবিতা: ৪০ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ছোটবেলা”
কবিতার বিষয় "ছোটবেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ডিসেম্বর,২০২৪