পানসি

কষ্ট (জুন ২০১১)

প্রজ্ঞা মৌসুমী
  • ১১৩
  • ৪৭
জলপীড়িতে বসা আদরের দোয়েল
ঘাট থেকে জলে যেত সকাল-বিকেল।
পা ভিজিয়ে খেলতি তুই দোয়েল নিয়ে
আমার দোয়েল সে গেলো্ তোর হয়ে!

জোনাকির সংসার ছিল ঘর জুড়ে
আয়নায় আলো দিত রাত-দুপুরে।
বুকের জোনাকী আমার হয়ে গেল পর
তোর চুলে বাসা বাঁধে- শুণ্য এ ঘর।

দোয়েল গেল, গেল জোনাকিরা চলে
একলা পানসি আমি জেগে থাকি জলে।

জলে ডুবেছিলি মেয়ে এতকাল ধরে
অতল দরদ ছিল চোখের গভীরে।
আজ তোকে মাটি এসে নিয়ে গেলো দূরে
সবুজ ঘাসের দেশে অনেক আদরে।

পিপঁড়ের পালকিতে দরদ অতল
পায়ে পায়ে সরে আসে নিরিবিলি জল
আমার ঘরের চালে ছিল যত মেঘ
ছায়া হয়ে পাড়ি দিল জলের আবেগ।

মেঘ গেল, জল ছেড়ে গেল মেয়ে চলে
একলা পানসি আমি জেগে থাকি জলে।

রূপবতী উঠোনে রেখে গেলি নদী
সে স্রোতে পানসি আমার অদ্যাবধি
পা-ভেজা জল ছুঁয় পানসির শরীর
হুহু করে জল উঠে বুকের গভীর...
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
Hasan ibn Nazrul বাহ্ অত্যন্ত চমৎকার হয়েছে
Amzad hossain খুব ভালো লাগলো
ভালো লাগেনি ৫ সেপ্টেম্বর, ২০১৯
প্রজাপতি মন বড় বিস্ময় লাগে হেরি তোমারে! কথা হতে এলে তুমি হৃদি মাঝারে? আমার অতি প্রিয় কবিগুরুর এই গান দিয়ে তোমায় বরণ করে নিলাম. মাঝে মাঝে খুব অবাক হই তুমি কি করে এত সুন্দর করে লিখ? তোমার ভাবনাগুলো খুবই চমত্কার! আর তোমার মনটাও অনেক সুন্দর! আমি যে তোমার লেখার এক গুনমুগ্ধ পাঠক হয়ে গেছি আমারি অজান্তে. তোমার তুলনা শুধু তুমি. না এটাকে চাটুকারিতা ভাবলে ভুল করবে. কারণ প্রজাপতি মন কোনো চাটুকারিতা পছন্দ করেনা. তার যা ভালো লাগে সে নির্দ্বিধায় বলে দেয় । তোমার লেখার প্রসার ছড়িয়ে পড়ুক পুরো দেশে। শুভকামনা রইলো।
alokito ondhokar অসাধারন লাগল।
alokito ondhokar অসাধারন লাগল।
সঞ্চিতা অভিনন্দন আপু বিজয়ী হবার জন্য- পূণ বিজয়ী ভব!
মোহাঃ ফখরুল আলম অনেক সুন্দর হয়েছে।
A. H. M. SHIHABUL HAQUE LITON আহ হা এভাবে কি বলতে হয়!
সূর্যসেন রায় আপু,আপনার কবিতাটি যে জয়ী হবে তা আমি প্রথমেই বলেছিলাম ।সত্যিই আপু,আপনি এমন কবিতা লেখেন যেখানে আমি হারিয়ে যাই মহাকালের হিসাবে ।তাই আর কমেন্ট করতে পারি না ।আপনার একজন অন্ধভক্ত হয়ে ও বলি এ প্রশ্ন টা কি করা যায় !তারপর একগাল হেসে বলি,আমি যা চিন্তা করেছি এখন ,তা আপুর কবিতার সময় আপুর মত ধরা দিয়েছে ।তারপর ও আপনার কবিতায় চিন্তা করতে পেরে যা শিখি সত্যিই আমার কাছে অবাক লাগে ......আগামীর মহতী কবির(মহিলা কবি বলা ঠিক হবে না )কবিতায় কমেন্ট না করলেও কৃতজ্ঞা জানাতে দ্বিধা করি না ।

১০ এপ্রিল - ২০১১ গল্প/কবিতা: ৩৪ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ছোটবেলা”
কবিতার বিষয় "ছোটবেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ডিসেম্বর,২০২৪