কাক ডাকা স্বরে,ঘুম ভাঙ্গে ভোরে,অরুণোদয় পুবাকাশে।দুচোখ মেলে,প্রান যায় খেলেসুমন্দ সমিরন আবাসে।উঠোনের কোনে,উন্মুক্ত বনেদুলিছে সজনে ডাটার দল।উঁকি মেরে যায়,লাউ শাক রাই কছুপাতায় করে জল টলমল।বাঁশ বাগিচায় নরম সুরেজোনাকিরা গান গায় , খোলা বিলে ডাকে পাপিয়ার ঝ...
সবুজ বহে জীবন ধারায়" -- সুন্দর...
শ্যামল সুদূর নীলিমায়
সবুজের মোহে ব্যকুলিত প্রান
সবুজ বহে জীবন ধারায় ।...অনেক অনেক ভালো লাগার মত কবিতা ...দিদিকে সুভেচ্ছা আর ধন্যবাদ
জোনাকিরা গান গায় ,
খোলা বিলে ডাকে পাপিয়ার ঝাঁক
সবুজ কলমি লতায় । // জীবন ও সবুজ প্রকৃতির কবিতা, বেশ ভালো লাগলো।
দুলিছে সজনে ডাটার দল।
উঁকি মেরে যায়,লাউ শাক রাই
কছুপাতায় করে জল টলমল। // khub valo laglo sonchitadi apnakr onek suvechha..
জোনাকিরা গান গায় ,
খোলা বিলে ডাকে পাপিয়ার ঝাঁক
সবুজ কলমি লতায় ।
...............সুন্দর সব কথা দিল সাজানো কবিতা , অনেক ভালো লাগলো।।
কাঁঠালচাঁপা –কৃষ্ণচূড়া সগৌরবে হাসে---------- খুব সুন্দর হয়েছে। সবুজ জড়িয়ে আছে আমাদের পুরো জীবন জুড়ে। বড়ই পাতার গরম জলে স্নানে শেষ হয় সবুজের স্পর্শ।
সবুজ কলমি লতায় । ---------- চমৎকার! ভাল লাগলো বেশ। অভিনন্দন।