অদৃশ্য কষ্ট

কষ্ট (জুন ২০১১)

সোশাসি
  • ২৪
  • 0
  • ১৯
জীবন যুদ্ধে হেরিয়া শেষে রয়েছি পরে তীরে ,
স্রোতসিনীর একুলে আমি,ওপারের বাসনা প্রাণে ।
ক্ষুদ্র সময়ের তীব্র যাতনা রুখিতে ব্যর্থ ধরে মোর কাঁধে ,
দুর্গম প্রান্তরে হাটিতে হাটিতে ক্লান্ত প্রভু ক্ষম মোরে ।
জীবন সায়াহ্নে ঘনায়াছে মেঘ ডুবিতেছে তার তরী ,
ফুরিয়া আসিছে আয়ুকাল বুঝি শঙ্কিত হয়ে থাকি ।
আর্থহীন পথচলা মোর পড়েছি ভীষণ সিন্ধু পাড়েই,
পাড় কর প্রভু মোরে ,আমি ভস্ম আগ্নেয়গিরি।

দুর্বল হইতেছে স্বজন-সংহতি কমিছে পথ গতি ,
হৃদয় দহিত বাসনা তাই করি তোমার আরতি ।
নিক্ষেপেছিলে ধরে ধরণিতে
বেধে মায়ার বেড়াজালে ,
বৈরাগীর বেশে গৌরকি কেন তা লঙ্গিছে বাহু বলে ?
তুমি সর্বশক্তিমান-মানুষ করিয়াছ মহান ,
তবে কেন অবহেলিত মান করিল ব্রাহ্মণ ।
পাণ্ডুলিপি ভরি পরিতেছে শৃঙ্গ সম পাপ ,
সম্পাদেছি বহু অকার্য বহু পথ ঘুরে
আকুতি, কর এবার মাফ ।

হতাশার পা পিষ্ট করিয়াছে ডুবিতেছি মহা স্রোতে ,
কোথায় আলোর কণিকা , খুঁজে ফিরছি দ্বারে দ্বারে ।
চোখে দেখিতেছি ঘোর আধার ঘেরিয়া আশঙ্কা ,
কানে বাজিতেছে অদ্ভুত ঘণ্টা শঙ্কিত মোর কায়া ।
দেহ ভাসছে শ্যাওরার ন্যায় দুর্গম গিরি স্রোতে ,
মধ্য পথে থমকে থমকে চলিছে অজানা পথে ।

আমি দৈবোপহত ,বধির হারিয়েছি সবই এই জগত সংসারে ,
পবর্তসম কষ্ট গ্রাস করে রখিয়াছে প্রভু ছাড়েনা কোন বজ্রে ।
গড়িয়াছি ভঙ্গুর , বাঁকা ত্যাড়া একটুকু সুখের আঁশে ,
তখই পুড়িয়ে দগ্ধ হয়েছি একা বিকল সত্তার অন্তরালে ।
অদৃশ্য কষ্টের চাদরে আবৃত রয় যদি এই ক্ষুদ্র দেহ,
তোমার মর্মে তিমির রাত্রি অশ্রু বিসর্জন কি বৃথা গেল ?
ভাগ্যের গুড়ি না কভু সরে সবে বলে ,
তাই কি প্রভু কিছুই লেখনি মোর ললাটে !
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
সোশাসি ধন্যবাদ আপন ভাই ............
Muhammad Fazlul Amin Shohag Bondhu Aj Aber Porlam. Tomer Govir vabnar Lekha
মোঃ আক্তারুজ্জামান সাধু চলিতের মিশ্রনটা এড়িয়ে চলবেন, সমকালীন শব্দাবলী ব্যবহার করুন| অনেক ভালো করবেন| শুভো কামনা|
ঝরা খুঁজে ফিরছি না হয়ে যদি খুঁজে ফিরিতেছি দ্বারে দ্বারে হলে কবিতার শব্দ্চয়ন আরও ভাল হত ।সুন্দর লেখা ।
খোরশেদুল আলম অনেক ভালো ভালো মন্তব্য আছে এখানে এগুলো মেনে চল্লে অবশ্যই লেখা আরো ভালো হবে। কবিতা ভালো হয়েছে।
সূর্য কবিতার প্রয়োজনে অনেক শব্দের ভগ্নরূপ বা ভিন্নরূপ ব্যবহারের প্রয়োজন হয়। আর সেগুলো ব্যবহারের ক্ষেত্রে "প্রত্যয়ের" শুদ্ধ রূপটা ব্যবহারও জরুরী, বানানগুলোও ঠিক করার দরকার................. আধ্যাত্মিক ভাবের লেখা এবং বেশ পরিণত,,,,,,,,, সফল হওয়ার দোয়া থাকলো।
খন্দকার নাহিদ হোসেন কবির চিন্তা ভাবনাগুলো আলাদা যা আমার কাছে খুব ভাল লাগলো। তবে কবির কিছু কিছু শব্দের ব্যবহার অনেক পুরনো মনে হল। যেমন- দৈবোপহত, তিমির, নিক্ষেপেছিলে...। কবি হয়তো শব্দগুলো দ্বারা কবিতায় কাঠিন্য আনতে চেয়েছে তবে তার হয়তো কোন দরকার ছিলনা। কবির চিন্তার ঘভীরতাই কবিতায় সেই কাঠিন্যটুকু এনে দিয়েছে। আশা রাখি কবি সামনে বিষয়টা নিয়ে ভাববে।
সোশাসি শাকিল ভাই আপনাকে ধন্যবাদ | আমি ঠিক বুঝতে পারলাম না |
sakil প্রভু তো অনেক কিছুই লিখেছে আপনার ললাটে আপনি সময় করে দেখে নেবেন . আর একটি কথা কিছু মনে করবেন না আপনার যে ছদ্দ নাম তার অর্থ কি যদি ভালো অর্থ না থাকে তাহলে আপনার সত্যি কারের নাম প্রদানে দোষ কোথায় . ভালো কবিতার জন্য তোমাকে অনেক ধন্যবাদ . শুভকামনা থাকলো .

০৩ এপ্রিল - ২০১১ গল্প/কবিতা: ১৫ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "নগ্নতা”
কবিতার বিষয় "নগ্নতা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ মে,২০২৪