বৃষ্টির ঝামেলায়

বর্ষা (আগষ্ট ২০১১)

আফরোজা অদিতি
  • ১৭
  • 0
বাস থেকে নেমে দাঁড়ালো বাবু। বাবলি হাসান বাবু। ঝুম বৃষ্টি ছিলো। এখন ঝরছে টিপটিপ। বাবু আসছে পাবনা থেকে। নেমেছে গাবতলীতে। যাবে শানত্দিনগর। বাবু, একটা এন.জি.ও'তে আছে। পাবনায় দুই দিনের ট্রেনিং করাতে গিয়েছিলো। আজ না এলেও চলতো, তবে ওই যে কথায় আছে 'ওঠ ছুঁড়ি তোর বিয়া'- ওর মনটাও সেই রকম। একটা কথা মনে হলেই হলো- সঙ্গে সঙ্গে সেটা না করলে ওর ভালো লাগে না। মনে হয়েছে ঢাকা আসবে,অনেক কষ্টে টিকিট ম্যানেজ করে বাসে উঠেছে।

আসতে অবশ্য খারাপ লাগে নি। বাসে ওঠার সময় কড়া রোদ ছিলো। কিছুৰণ পরেই আকাশের মুখ অন্ধকার। তারপর থেকেই শুরম্ন হয়েছে আকাশের কান্না। আষাঢ়ের আকাশ, এর মতিগতি বুঝা ভার। এই হাসি তো এই কান্না। বাবুর সীটটা ভালো জায়গায় ছিলো না। যেচে পড়ে এক তরম্নণ তার সঙ্গে সীট বদল করাতে জানালার কাছে বসতে পেরেছে। তরম্নণের সঙ্গে ছিলো একজন মহিলা। মহিলা ওকে জানালার পাশে দিয়ে নিজে এদিকে বসেছে। বাবু, জনালার কাছে বসতে পেরেছে এই সুখে, মনে মনে ভাগ্যকে ধন্যবাদ দিয়ে বাইরের প্রকৃতি দেখতে দেখতে এসেছে। বৃষ্টিতে গাছের পাতা সুন্দর ঝকঝকে সবুজ। পাতার গায়ে কোথাও কোন ধুলিকণা লেগে নেই। এই রকম সবুজ দেখলে চোখ জুড়িয়ে শীতল হয়ে যায়। ঈশ্বরের কী অপূর্ব সৃষ্টি, কী অপার মহিমা। বুক ভরে নিঃশ্বাস আর চোখ ভরে সুন্দরতা নিয়ে বাবু নামলো ঢাকায়।

যতোৰণ বাসে ছিলো ততোৰণ ভালোই ছিলো। ঢাকায় নেমেই পড়েলো বিপাকে। ঢাকা শহরে বৃষ্টি হলেই সড়ক- মহাসড়ক, ফুটপাত অলি-গলি সব ডুবে যায়। মানুষ চলতে-ফিরতে নাকাল নাজেহাল। বাবুর ছাতা ব্যবহার করতে ভালো লাগে না। ও রেইনকোট ব্যবহার করে। রেইনকোট পরে বৃষ্টিতে হাঁটতে খুব আনন্দ পায় ও। কিন্তু এবারে ব্যাগে রেইনকোট ভরতে ভুলে গেছে। অগত্যা টিপটিপ বৃষ্টিতেই বাস থেকে নেমে শুকনা জায়গা দেখে দাঁড়ালো। এখান থেকে বাসায় যেতে একটা সি.এন.জি অথবা ক্যাব প্রয়োজন।

টিপটিপ বৃষ্টি হলেও ভিজে যাচ্ছে, তাই ব্যাগটা হাতে সামনে ফিলিং স্টেশনের দিকে হাঁটতে থাকে। ওখানে অপেৰা করবে সি.এন.জি'র জন্য। সি.এন.জি খুঁজতে খুঁজতে ক্লানত্দ, হতাশ বাবু দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টিই দেখতে থাকে। শানত্দিনগর কেউ যেতে চাচ্ছে না। একে যানজট তারপরে আবার রাসত্দায় পানি। একবার যদি ইঞ্জিনে পানি ঢুকে যায় তাহলে স্টার্ট বন্ধ হয়ে ঝামেলায় পড়তে হবে। যে কয়জন চালক পেলো, তারা এই ঝামেলায় যেতে চাইলো না।

বাবু একমনে দাঁড়িয়ে আছে। এই ক্লানত্দিতেও ওর মন চলে যায় চার বছর আগের এক ঝুম বৃষ্টিতে। ও তখন থাকতো মগবাজার, ডাক্তার গলিতে। মেইন রোডই ডুবে গিয়েছিলো সেদিন, আর ডাক্তার গলির তো কথাই নেই! হাঁটু পানি। একটু বৃষ্টি হলেই গলিতে রিকশা ঢুকতে চায় না। রিকশার পা-দানী ডুবে যায়, রাসত্দা না দেখ রিকশা টানতে খুব কষ্ট হয়। সি.এন.জি গলির মাথায় এসে নামিয়ে দিয়েছিলো সেদিন ওকে। রিকশার জন্য কিছুৰণ দাঁড়িয়ে থেকে রিকশা না পেয়ে হাঁটছিলো । অল্প পথ। হাঁটছিলো একমনে। একহাতে স্যান্ডেল অন্য হাতে ব্যাগ। পানির ভেতর হাঁটতে ভালোই লাগছিলো। হাঁটতে হাঁটতে মনের ভেতর গুণগুণিয়ে উঠেছিলো -" এক বর্ষায় দেখা হলো দু'জনে---"। আচমকা এক রিকশা এসে পাশে না থেমেই ওর ব্যাগটা হঁ্যাচকা টানে ছিনিয়ে নিয়ে চলে গেলো। আশেপাশে কেউ নেই। চিৎকার করেও কোন লাভ নেই জেনেই ও আর চিৎকার করে নি। দৌড়ে ধরার মতো অবস্থাও ছিলো না। আচমকা ছিনতাই হওয়াতে কেমন যেন থতমত খেয়ে গিয়েছিলো। কী করবে দিশা পাচ্ছিলো না। ঠাঁই দাঁড়িয়েছিলো আর ততোৰণে রিকশা অনেক দূর চলে গিয়েছিলো। সেদিন ব্যাগে টাকা বেশী ছিলো না। ছিলো মোবাইল। মোবাইল সবসময় হাতেই রাখে সেদিন বৃষ্টির জন্য ব্যাগে রেখেছিলো। বাবুর হঠাৎ মনে হলো, আজও কী সে রকম হবে! ও জানে ওর ভাগ্যটা কখনও একটানা সুখে যায় না। আজকের দিনে অনেক ভালো একসঙ্গে ঘটেছে! ও একটু সংস্কারে বিশ্বাস করে। কথায় আছে না- "যত হাসি তত কান্না বলে গেছেন রামসন্না"-। ভালো হলে মন্দ হবেই। আনমনে হাসে বাবু।

পাশে একটা বাস এসে থামে। গ্যাস বা তেল নিতে এসেছে বাসটা। হর্ণ দিচ্ছে ওকে সরে যাওয়ার জন্য। বাসের হর্ণে বাসত্দবে ফিরে আসে ও। ওখান থেকে বের হয়ে হাঁটতে থাকে। দাঁড়িয়ে থাকতে আর ভালোও লাগছিলো না। ফুটপাত ধরে হাঁটছে। কিছুদূর এসে- এসে থামছে যদি কোন বাহন পাওয়া যায়। কিন্তু কোন বাহনই পাচ্ছে না। কি করবে কিছুই ভেবে পাচ্ছে না। এর মধ্যে বৃষ্টি জোরেসোরে শুরম্ন হয়েছে আবার। বৃষ্টিতে হাঁটতে অসুবিধা হচ্ছে। বৃষ্টির ছাট কম লাগে এমন জায়গা দেখে দাঁড়ায় বাবু। কিন্তু জায়গাটা অন্য জায়গার থেকে কিছুটা নির্জন। সামনে কোন ট্রাফিকও নেই। ও দাঁড়িয়ে আছে।

হঠাৎ এই বৃষ্টির মধ্যে একটা ক্যাব আসতে দেখে একটু খুশিই হয়। একটু সামনে এগিয়ে আসে। হাত তোলে। ক্যাবটা ওর সামনে এসে দাঁড়ায়। ক্যাব থেকে নামে দু'জন। একজন নেমে ওর ব্যাগটা নিয়ে ক্যবের ভেতর ঢুকে যায়। ড্রাইভার ব্যাগ নিয়েছে ভেবে, ও ক্যাবে ওঠার জন্য পা বাড়ায়। কিন্তু অন্য তরম্নণ ওর পাশে দাঁড়িয়ে পিসত্দল ঠেকিয়ে ওর পাশে এমন ভাবে দাঁড়ায় যেন ওরা একই সঙ্গের যাত্রী। কিছুৰণ পর ব্যাগটা রাসত্দায় ফেলে দেয় ওরা আর জানালায় হাত বাড়িয়ে কতকগুলো প্যাকেট দেখিয়ে বলে, এগুলো আমাদের। পিসত্দল ঠেকানো তরম্নণ সুড়ুৎ করে ক্যাবের ভেতর ঢুকে গেলে সাঁ করে ক্যাব ওর দৃষ্টির বাইরে চলে গেলো।

ওই প্যাকেটে যে ড্রাগ আছে বিহ্বল বাবুর তা বুঝতে বাঁকি থাকে না! কিন্তু ওই প্যাকেটগুলো ওর ব্যাগে এলো কেমন করে, সেটাই বুঝতে চেষ্টা করছে। মনে পড়ে বাসে চেকিংয়ের কথা। বিশ্বসত্দ সুত্রে পুলিশ খবর পেয়েছে, বাসে ড্রাগ নিয়ে আসছে কেউ।

ওর ব্যাগ ছোট তাই নিচে লাগেজ বঙ্ েদেয় নি। মাথার উপরে বাঙ্কে রেখেছিলো। চেকিং হওয়ার পর ওর ব্যাগে তো নয়ই, বাসের কারও কাছেই কিছুই পায় নি। কিন্তু এখন বুঝতে পারছে কেন পায় নি। এখন বুঝতে পারছে কেন জায়গা ছেড়ে দিয়েছিলো ওরা। কেন ওই মহিলা চেকিং হওয়ার পর ওর ব্যাগটার চেইন লাগিয়ে দিয়েছিলো। ও নিশ্চিত হয়েছে এখন, ওই চেইন লাগানোর সময় কৌশলে প্যাকেটগুলো চালান করেছিলো ওর ব্যাগে।

ওদিকে চেকিং অফিসার বোধহয় ভেবেছিলো ব্যাগটা ওই মহিলার। না হলে ওর লাগেজ কোথায় জিজ্ঞেস করবে কেন অফিসার। ওর তখন কিছুই মনে হয় নি। ও শুধু আঙুল দিয়ে ব্যাগটা দেখিয়ে দিয়েছিলো। ওর মনে পড়ে মহিলাকে আর চেক করে নি চেকিং অফিসার। চেকিং অফিসার হয়তো ভেবেছে ওরা একসঙ্গে যাচ্ছে। দীর্ঘশ্বাস ফেলে বাবু, নাহ, চলতে- ফিরতে আরও সাবধান হতে হবে ওকে। হতাশ বাবু আরও হতাশ হয়ে ছুড়ে ফেলা ব্যাগটার পাশে বসে বসে ভিজতে থাকে।

পরদিন সকালে পত্রিকা খুলে দেখতে পায়, ওর পাশে বসা সেই মহিলাসহ তিন তরম্নণের ছবি। নিচে লেখা ইয়াবা সহ এক মহিলা এবং তিন তরম্নণ গ্রেফতার।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মিজানুর রহমান রানা বৃষ্টিতে গাছের পাতা সুন্দর ঝকঝকে সবুজ। পাতার গায়ে কোথাও কোন ধুলিকণা লেগে নেই। এই রকম সবুজ দেখলে চোখ জুড়িয়ে শীতল হয়ে যায়। ঈশ্বরের কী অপূর্ব সৃষ্টি, কী অপার মহিমা। -----------শুভ কামনা রইলো।
সূর্য বেশ ব্যতিক্রম গল্প, ভালই লাগলো। তবে প্রথম দিকে বাক্যগুলো একঘেয়ে লেগেছে।
মাহমুদা rahman রাজধানীর প্রকৃত চিত্র...বাহ..ভালো লাগলো
মামুন ম. আজিজ যাক নায়কা তো বেঁচে গেছে। শূভ কামনা । চালিয়ে যাও
M.A.HALIM স্বাদ আছে সুবাস আছে বানান গুলো খেয়াল রাখতে হবে। শুভ কামনা রইলো।
আহমাদ মুকুল ভিন্ন স্বাদের গল্প। ভালই লাগল।

০২ এপ্রিল - ২০১১ গল্প/কবিতা: ২৮ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "স্থিতিশীলতা”
কবিতার বিষয় "স্থিতিশীলতা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ নভেম্বর,২০২৪