পরম বন্ধু

বন্ধু (জুলাই ২০১১)

সঞ্চিতা
  • ৬৬
  • 0
কালো মেঘের ঘনঘটায়
নেমেছে বৃষ্টি, অবিরাম বর্ষণ
কখনও রিমঝিম-ফের ঝমঝম।
উদাস মনে করছি গল্প ভাই-বোনে
হেসেই কুটিকুটি পাশের বাড়ির কুটনি বুড়ির কথা
করে মনে।
লক্ষ্মী পুজায় চুরি করতে নারকেল গাছে তুই ,
আমি নীচে পাহারায়- হঠাৎ বুড়ি হাজির
কিরে তোরা?ধরা পরে লজ্জায়-ঘুরছিল যেন বিশ্ব বিভূঁই।
দাদা বলে জানিস সঞ্ছি ?
একবার তুই ভয়ে যাচ্ছিলি মরে
হাহাহা,–অই যে মনিরের ফাঁসি!
জানালায় দেখ মনির আসছে অন্ধকার ঘরে।।
জয় পরাজয় যেটাই হোক
বলতে না পারলে তোরে,
বদ হজমে মনে হয় পেটটা যায় ভরে।
রাস্তাই বেরোলে এটা –ওটা নিয়ে কেবল হাসাহাসি
স্মৃতির খাতা উলটাই আজ ঘটনা রাশি রাশি।
মাথা ব্যাথা হচ্ছে দাদা যদি কভু বলতাম
দিতিস টিপে ,বলতিস হয়েছে -তোর আরাম?
আলাপের মাঝখানে হঠাৎ ; কে যেন দিল ডাক
হাত ছেড়ে বুঝি দাদা পালাল তড়াক,
হুরমুর করে মেলে দেখি চোখ;
এতো নয় সত্যি,ছিল স্বপনের যোগ!
অস্রুসজল অধোমুখে কেবল
দাদা তোরে খুঁজে বেড়াই -
বুঝেছি বন্ধুভাই,
টেনেছিস চিরবিদায়
গেছিস হারিয়ে বহুদূর।
ছিলিনা তো শুধু ভাই
মোরা ছিলাম পরম বন্ধু,
তুই বিনে আজ সবই লাগে ধু-ধু।
স্মৃতি শুধু সম্বল –ধমনী মোর অচল
অস্তিত্ব তোর জানি পৃথিবীতে নাই ।
আছিস তো অন্তরে ,হাজার কাজের ভিড়ে
জানাতে ভুলিনা কোন কথা ।
রেখে গেলি নিদারুন কষ্ট আর অখণ্ড ব্যাথা ।।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
স্বপ্নিল সীমান্ত ভালোর চাইতে ভালো ......
নিরব নিশাচর ..................... খুব সুন্দর.... আপনি দিনে দিনে অনেক ভালো করবেন...
সেনা মুরসালিন বেশ ভালো লেখনী। তবে কিছু বানান ভুল চোখে পড়লো।---ধরা পরে = ধরা পড়ে--- / রাস্তাই বেরোলে =রাস্তায় বেরোলে--- / হুরমুর = হুড়মুড়
রাশেদুল ইসলাম অবেগ্মাখা কবিতাটি অনেক ভালো লাগলো
পন্ডিত মাহী কবিতাটি অনেক জীবন্ত মনে হয়েছে
হেলেন খুব ভালো একটি কবিতা।
আহমেদ সাবের কবিতাটার মাঝপথে এসেও বুঝতে পারিনি, শেষে চোখের জল এনে দেবে। আপনার ব্যাথায় একান্ত সমবেদনা জানাই।
রনীল কে বলে আপনার ভাই বহুদূরে হারিয়ে গেছেন... তিনি বেঁচে থাকবেন আপনার এই কবিতার মাঝে...
sumon miah কিছু সৃতি , কিছু কষ্ট ,আর চোখের কোণে দু ফোটা বিন্দু জল , তোকে ছাড়া এই ধরণীর বুকে (ভাই ) , কষ্টের মাঝে কেমনে থাকি বল । ভাবনা আমার একান্ত । ভাল লাগলো কবিতা ।

২১ মার্চ - ২০১১ গল্প/কবিতা: ২৩ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "স্থিতিশীলতা”
কবিতার বিষয় "স্থিতিশীলতা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ নভেম্বর,২০২৪