ভালোবাসার নীলপদ্মগুলো তোমার কাছে জমা আছে

রমণী (ফেব্রুয়ারী ২০১৮)

Masud Rana
  • ১৪
  • ২০
এই যে তুমি পাশে আছো এখন
এই যে এমন সুসময় এই জীবনের
এই যে প্রতি পদক্ষেপে স্মৃতির পাহাড়
এই যে আলোকিত ছায়াপথগুলো,
তোমার মায়াবী আলোয়
এই যে ফিরে পাওয়ার উৎসব
জীবনের সুখ স্মৃতিগুলোর মিলনমেলা,
তোমার মায়াময় ছোঁয়ায়
গড়ে ওঠা এই যে সবুজ বনানী
আর যত অন্ধকারের সমাপ্তিরেখা দৃষ্টিপথ জুড়ে,
জীবনের প্রতিটি পাতায়
এই যে তোমার সরব উপস্থিতি
এই যে আলোর মশাল মিছিল
এই যে তোমার অবাধ চলাচল তাবৎ সীমান্ত পেরিয়ে,
বুকের গোপন গহন জুড়ে
এই যে তুমি জেগে থাকো আসমুদ্রহিমাচল
এই যে দুঃখ-পাহাড় ফুৎকারে সরিয়ে দাও
এই যে জীবনময় ফুলেল উৎসবে রংধনু তুমি
এই যে তুমি ছুঁয়ে যাও জীবনের সব ছায়াপথ,
বুকের অঞ্চল জুড়ে এই যে প্রতিশ্রুতির এতো ভিসাহীন চলাচল
চাওয়া-পাওয়ার হিসাবগুলো এই যে গড়ে দিয়ে যায় জীবনের নতুন তীর
সব আঁধারের শেষেই এই যে জ্যোৎস্না-প্রদীপ হাতে হাসিমুখে তুমি,
এই যে তুমি আছো পাশে, এই যে ছুঁয়ে থাকার পবিত্র অভিলাষ
বুকের লাল জমিন জুড়ে এই যে তোমার প্লাবন ব্যাপ্তি নীল
প্রাপ্তির সীমানা পেরিয়ে ছড়িয়ে পড়া এই যে প্রিয় বকুলের সৌরভ,
দীপান্তরের অবহেলাগুলোকে গ্রাস করে
এই যে তোমার পূর্ণতার বাতিঘর হয়ে কাছে আসা
এই যে তুমি পাশে আছো এখন
এই যে এমন উপভোগ্য সুসময় এই জীবনের,
এই যে ভালোবাসার নীলপদ্মগুলো
তোমার কাছে জমা আছে ॥
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
সাদিক ইসলাম সে আছে তাই ভালো লাগা পুরোপুরি প্রকাশিত নয় অভিব্যক্তি তবে কথামালা ভালো লেগেছে। তাই ভোট ও শুভ কামনা। আমার কবিতা তিস্তা পাড়ের মেয়ে তে আমন্ত্রণ।
সালসাবিলা নকি ভালো লেগেছে। তবে শেষ লাইনটিতে 'এই যে' শব্দদ্বয় ব্যবহার না করে শুধু 'ভালোবাসার নীল পদ্মগুলো তোমার কাছেই জমা আছে' লিখতেন ভালো হতো। 'এই যে' দেয়াতে মনে হচ্ছে কবিতাটি শেষ হয়নি। পরে আরও কিছু আছে। বাক্যের অন্যতম গুণ হচ্ছে বাক্যটি স্বয়ংসম্পূর্ণ হবে, অসমাপ্ত থাকবে না। আশা করছি বুঝতে পারবেন। ধন্যবাদ সুন্দর কবিতাটির জন্য।
Farhana Shormin ভাল লাগল কবি। শুধুই মুগ্ধতা। ধন্যবাদ।
বালোক মুসাফির ভাল লিখেছেন ভাই। কিন্তু আমার কাছে মনে হয় কবিতার মধ্যে "এই যে" শব্দটির বার বার প্রয়োগ কবিটাটিকে একগেয়ে করে তুলেছে। তবুও পছন্দ এবং ভোট রইল। শুভ কামনা সাথে আমার পাতায় আমন্ত্রণ ।
ওয়াহিদ মামুন লাভলু ভালোবাসার ও আবেগের কথায় পরিপূর্ণ চমৎকার কবিতা। যার কাছে ভালবাসার নিলপদ্মগুলো জমা আছে তাকে ঘিরে এত সুন্দর সুন্দর কথা হৃদয় থেকে বের হবেই। অনেক ভাল লিখেছেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো। ভাল থাকবেন।
এই মেঘ এই রোদ্দুর সুন্দর কবিতা। ভোট রইল। আমার পাতায় আমন্ত্রণ
মাইনুল ইসলাম আলিফ কোড করলে পুরো কবিতাই করতে হয়।এক কথায় অসাধারণ।শুভ কামনা পছন্দ আর ভোট রইল।আমার কবিতায় আমন্ত্রণ।
নামকরণটাও খুব সুন্দর হয়েছে।
ম নি র মো হা ম্ম দ এই যে দুঃখ-পাহাড় ফুৎকারে সরিয়ে দাও এই যে জীবনময় ফুলেল উৎসবে রংধনু তুমি এই যে তুমি ছুঁয়ে যাও জীবনের সব ছায়াপথ।ভোট ও শুভকামনা রইল,সেই সাথে পাতায় আমন্ত্রণ...
খন্দকার আনিসুর রহমান জ্যোতি এই যে তুমি জেগে থাকো আসমুদ্রহিমাচল এই যে দুঃখ-পাহাড় ফুৎকারে সরিয়ে দাও এই যে জীবনময় ফুলেল উৎসবে রংধনু তুমি এই যে তুমি ছুঁয়ে যাও জীবনের সব ছায়াপথ, বুকের অঞ্চল জুড়ে এই যে প্রতিশ্রুতির এতো ভিসাহীন চলাচল...../// রমণীর এই যে বিশাল ক্ষমতা তা অসাধারণ ভাবে ফুটে উঠেছে....খুব ভালো....শুভ কামনা রইলো....আসবেন আমার পাতায়.....

০৭ মার্চ - ২০১১ গল্প/কবিতা: ৯ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "স্বাধীনতা”
কবিতার বিষয় "স্বাধীনতা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ফেব্রুয়ারী,২০২৫