না-মানুষ

গর্ব (অক্টোবর ২০১১)

মোঃ আক্তারুজ্জামান
মোট ভোট ১১৭ প্রাপ্ত পয়েন্ট ৬.০৬
  • ১১০
  • 0
  • ২০
ঈদের বেতন বোনাসের টাকাটা হাতে নিয়ে হত- বিহবল হয়ে বসে থাকে নুরু কেরানী| দু :শ্চিন্তায় তার কপালে ঘাম জমে যায়| মাথাটাও একটু যেন ঘুরে উঠে- আজকাল এমনটা হয়| একটু অস্থির, একটু দিশেহারা ভাবটা মনে জাগলেই মাথাটা চক্কর দিয়ে উঠে| অথচ একসময় কেউ মাথা ঘুরানোর কথা বললে অনেকটা টিটকারী মেরে সে বলতো- সে কী তোমার মাথাতো দেখছি মাথার জায়গায়ই ঠিক বসে আছে- ঘুরছে না তো!

ছোট ছেলে সুমনটার খুব শক্ত একটা অসুখ হয়েছে বলে মনে হচ্ছে| দুদিন আগে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পর ডাক্তারের কৌশুলী কথা শুনে নুরু কেরানীর বুকে একটা হিম শীতল ভয় একটু একটু করে তীব্র থেকে তীব্রতর হচ্ছে| ছেলেটার চোখের পাতা, হাত পাগুলি যেন একটু একটু করে প্রতিদিনই ফুলে উঠছে, শরীরে চুলকানি হচ্ছে| যন্ত্রনায় অস্থির হয়ে সে রাত দিন উঠ বস করে কাটায়| বেশ কয়েক দিন ধরেই লেখা পড়া বন্ধ করে সে বিছানায় পড়ে আছে| ও হায়ার সেকেন্ডারীতে সেকেন্ড ইয়ারে পড়ে|

বড় ছেলে সুজন একটা গার্মেন্টস ফ্যাক্টরিতে ইলেকট্রিসিয়ানের কাজ করে| ও লেখা পড়াটা করলো না| ক্লাস এইটে উঠেই বলল- আব্বা আমি আর পড়ব না| আমার খুব কষ্ট হয়| শুধু শুধু টাকা পয়সা নষ্ট করার দরকার নেই| তার চেয়ে আমি বরং কিছু করে আপনাকে সাহায্য করি| দুজনে আয় করলে সুমনের লেখাপড়াটাও ভালো হবে|

সুমনের লেখা পড়া ছেড়ে দেয়ার কথায় নুরু কেরানীর কষ্ট হয়েছিল সত্যি কিন্তু বাস্তবতাটুকুও সে বুঝতে পেরেছিল| ছেলের চোখে আত্মসমর্পণের আকুতি ফুটে উঠেছিল- ও লেখা পড়াটাকে ভালোবাসতে পারেনি বা জয় করার চ্যালেঞ্জ হিসেবেও নিতে পারেনি| সত্যি সত্যি ছেলেটা আর পড়ল না| মহল্লার এক লোকের পিছনে ঘুরে ঘুরে মাস তিনেক বিদ্যুতের কি কাজ করলো| তারপর নিজে নিজেই একদিন ইলেকট্রিসিয়ানের চাকুরীটা যোগাড় করে নিল| ছেলেটা নুরু কেরানীর সংসারের বোঝা টানাটা সত্যি সত্যি অনেকটা সহজ করে দিল| ভালই চলছিল দিনগুলি| কিন্তু সুমনের অসুখটা সব তালগোল পাকিয়ে দিল| একদিন ডাক্তার দেখিয়ে এটা ওটা পরীক্ষা নিরীক্ষা করতেই অনেকগুলি টাকা খরচ হয়ে গেল| ঈদ এসে গেছে, ঈদের আগেই আবার সুমনটাকে ডাক্তারের কাছে নিতে হবে| ল্যাব টেস্টের রিপোর্টগুলি দেখাতে হবে|

অফিস থেকে বাড়ী ফিরে রাতে একসময় বেতন বোনাসের টাকাটা গিন্নীর হাতে তুলে দিয়ে বড় অসহায় ভাবে নুরু কেরানী বলল- নাও রাখো| রিপোর্টগুলি নিয়ে সুমনকে আবার ডাক্তার দেখাতে হবে| কত টাকা লাগে কে জানে? ইদ এসে গেল কিছুই করা হলো না| এবার ঈদের জন্য কিছু করার দরকার নেই| আল্লাহ আল্লাহ কর, দেখো ছেলেটা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠে| ঈদের তো আর মাত্র তিন চার দিন বাকী তুমি শুধু ওদের দুভাইকে একটা করে শার্ট কিনে দিও| ঈদে একটু নতুন জামা পেলে ছেলে দুটোর মন ভালো থাকবে|

দুদিন পর অফিস থেকে ফেরার পথে নুরু কেরানী সুমনের ল্যাব টেস্টের রিপোর্টগুলি নিয়ে আসে| রাতে শুয়ে পড়ার আগে গিন্নিকে একবার স্মরণ করিয়ে দেয়- সব গুছিয়ে রেখো| কাল একটু আগেই অফিস থেকে ফিরব, সুমনকে ডাক্তারের কাছে নিতে হবে| আর ভালো কথা ওদের জন্য কেমন শার্ট কিনে আনলে দেখাও তো দেখি!
-তুমি-ই কিনে দিও| তোমার রাজপুত্তুর্দের ওসব জক্কি ঝামেলা আমি একেবারেই সইতে পারব না| কেরানী গিন্নি মুখ গোল আলুর মত করে রাখে|

বাজারের কাজটা বরাবরই কেরানী গিন্নী করে থাকে| নুরু কেরানী বাজার করলেই 'ধরা'- দোকানীদের চাতুরীর জাল ছিড়ে একটুও বেরুতে পারে না সে| কদাচিত তরিতরকারীর বাজারে গেলে- এটা দাও আধা কেজি, ওটা দাও এক কেজি, দু আটি শাকও দিয়ে দাও| সব শেষে মোট দামটা সে দোকানীকে দিয়ে দেয়| বাসায় ফিরলে গিন্নী যখন জানতে চায়- করল্লা কত কেজি নিল গো? নুরু কেরানী তখন উত্তর দিতে পারে না| দোকানীর সাথে দর দাম করাটা একদমই এড়িয়ে যায় সে| যে একাজটা খুব ভালো করতে পারে সেই মানুষটা কী কারণে ছেলে দুটোর জন্য শার্ট কিনাটাকে ঝক্কি মনে করছে নুরু কেরানী তা বুঝতে পারে না|

- কেন কি হলো? মাত্র দুটো শার্ট কিনার মাঝে আবার জক্কি ঝামেলার কি আছে? নুরু কেরানী অবাক হয়ে স্ত্রীর মুখের দিকে তাকায়|
-তোমার ছোট সাহেবজাদার শুধু শার্টে হবে না| একজোড়া জুতো লাগবে| তাও যে সে জুতো না| এক জোড়া জুতোর দাম নাকী বারো'শ টাকা| সারাটা দিন কত করে বললাম, বোঝালাম, দেখ তোর একটা অসুখ আগে সুস্থ হয়ে নে| বেচে থাকলে কত জুতো কিনতে পারবি| শেষের দিকে নুরু গিন্নির গলাটা ধরে আসে|
- ও তো মানুষ না! নুরু কেরানীর অসহায় গলায় হতাশা আর কষ্ট ফুটে উঠে|

সুমনটা বরাবরই এরকম| যা চাইবে তা চাই- ই চাই| ওটা না পাওয়া পর্যন্ত আর নিস্তার নেই| ও অনেকটা উচ্চাভিলাষী, তাই ওর নজরটাও উপরের দিকে-টিভি, পত্র পত্রিকার বিজ্ঞাপনের দামী দামী জিনিস পত্র দেখলে ওর চোখ দুটো উজ্জ্বল হয়ে উঠে| নিজেকে ও সব সময় পরিপাটি করে রাখায় ব্যস্ত| সংসারের কোনো কাজে কোনো সময় ও হাত লাগিয়ে দেখে না| এমন কি গোসল করার পর গোসল খানায় ভিজা কাপড় চোপড়গুলিও একটু তুলে রাখে না| অর মধে গুণ বলতে একটাই জিনিস আছে- ও খুব ভালো ছাত্র| অন্য দিকে সুজনটা হয়েছে ওর বিপরীত চরিত্রের| সময় পেলেই মাকে সবজি কুটা থেকে শুরু করে ঘর ঝাড়ু দেয়া, সবার কাপড় চোপড় ধোয়া কোনটাই বাদ যায় না| অফিস টাইমের বাইরেও এর ওর বাসায় ছোট খাটো কাজের জন্য ডাক পড়লেই ছুটে যায়| চাকুরীর বাইরে টুকিটাকি কাজ করে বাড়তি টাকাটা দিয়ে মাছটা, সবজিটা কিনে আনে| মাঝে মধ্যে বেশি টাকা পেলে বাবার জন্য, মায়ের জন্য নয়তো সুমনের জন্য কাপড় চোপড়ও কিনে আনে|

নুরু কেরানী আর তার গিন্নি দুজনই মন খারাপ করে নি:শব্দ, গুম হয়ে বসে থাকে| এমন সময় সুজন অফিস থেকে ফিরে| ঘামে ভেজা শার্টটা খুলে বারান্দার রশিতে ছড়িয়ে দেয়| তারপর উদোম গায়ে এসে ফ্যানের নীচে বাবার পাশে বসে| বাবা মায়ের দুজনের মুখের দিকে একবার নজর বুলিয়ে মাকে বলে- মা কি ব্যাপার! আপনাদের মন খারাপ ক্যান?

বেশ কয়েক বার খুচিয়ে খুচিয়ে মায়ের মুখ থেকে কথাটা আদায় করে ছাড়ে| তারপর সারা মুখে হাসি ফুটিয়ে বলে- ও যা চায় দিয়ে দেন| আমার কিছু লাগব না|
- তোর লাগবে না কেন? মা অনেকটা খেকিয়ে উঠে|
- আমি বড় না? সুজন হাসে|
- আহারে বড় আমার! বিশ মিনিটের বড় হওয়ায় তোর যদি কিছুই না লাগে| ও কেন মিনিট বিশেকের ছোট হয়ে একটু কম নিতে পারে না?

সুমনের জমজ ভাই সুজন লজ্জা পেয়ে ফিক করে লাজুক হাসি হেসে ফেলে| মাকে বলে- অত কথা বইলেন নাতো| আমার ঈদ টিদে নতুন কাপড় চোপড় এইসব ভাল্লাগে না| তাছাড়া ও ছাত্র মানুষ ওর এসব লাগে| ও যা চায় তা দিয়ে দিবেন| টাকার কথা ভাববেন না| রঞ্জুদের বাসার একটা বড় ওয়েরিং এর কাজ আছে| কালই রাত জেগে কাজটা করে দিব, কাজটা করে দিলেই দুই হাজার টাকা পাব|

পরের দিন সুজন একটু আগে ভাগেই বাসায় ফিরে আসে- তাও সন্ধ্যা পেরিয়ে যায়| রঞ্জুদের বাসার কাজটা করার জন্য সে একটু ব্যস্ত| পরনের জামা কাপড়টা বদলানোর জন্য বারান্দায় যায় লুঙ্গিটার জন্য| অন্ধকারে বারান্ধার লাইটের সুইচটা টিপে দিয়েই সে চমকে উঠে- আব্বা আপনি অন্ধকার বসে আছেন কেন? চাঁদ উঠে গেছে| এবার উনত্রিশ রোজায়ই ঈদ হবে| ঘরে যান গিয়ে দেখেন টিভিতেও ঘোষণা দিচ্ছে|
নুরু কেরানী পাথরের মূর্তির মত চুপ করেই বসে থাকে| ছেলের কথার এক বিন্ধুও তার কানে ঢুকে না| সুজনও একটু অবাক হয়| বাবার কাঁধে হাত রেখে বলে- আব্বা আপনার মন খারাপ?

নুরু কেরানী এবার আর নিজেকে ধরে রাখতে পারে না| দুহাতে মুখ চাপা দিয়ে সে কোনোমত নিজেকে সংযত করার চেষ্টা করে নীচু গলায় বলে- বাবারে, সুমনটা আর বাচবে না| ওর নাকি দুটো কিডনি-ই নষ্ট হয়ে গেছে|

একটা কষ্ট সুজনের হৃদপিন্ডটাকে যেন খামচে ধরে| চোখের সামনে তার জলজ্যান্ত ভাইটা আজ আছে আর দিন কয়েক পরে থাকবে না এই ভাবনাটা তাকে নিমিষেই গ্রাস করে ফেলে| সে ধীব পায়ে বাপের কাছে গিয়ে দাড়ায়| বাপের মাথায় হাত বুলাতে বুলাতে শান্ত গলায় বলে- আব্বা, রোগ থাকলে তার চিকিত্সাও আছে| সুমন দেখবেন ভালো হয়ে যাবে| আমরা ওকে বড় ডাক্তার দেখাবো| নতুন কিডনি লাগাবো|

- ডাক্তার বলেছে তাতে লাখ লাখ টাকার দরকার রে বাপ| নুরু কেরানী ডুকরে উঠে|

-আব্বা আপনি আজই দেশের বাড়ী রওয়ানা দেন| আমাগো বাড়ীটা গিয়া কারো কাছে বিক্রী করে দ্যান| সুজনের চোখের তারায় আলো ফিরে আসে|
- তাতে আর কয় টাকা আসবে রে বাবা| একটা কিডনির দামী নাকি কয়েক লাখ টাকা!
আব্বা আমরা কিডনি কিনতে যাব কোন দু:খে?- বলেই সুজন বাবার দিকে পিঠ করে ঘুরে দাড়ায়| শার্ট টা উপরের দিকে টেনে তুলে কোমরের একটু উপরে মেরু দন্ডের দুপাশে হাতের আঙ্গুল ঘুরিয়ে দুটি বৃত্ত একে বাবাকে দেখানোর চেষ্টা করে|
- আব্বা আমার দুইটা কিডনি আছে একটা সুমনরে দিলে আমার কিছু হবে না| কয় দিন একটু রেস্টে থাইকা, শাক সবজি ফলমূল, বেশি বেশি পানি খাইলে সব ঠিক হয়ে যাবে| আপনি কোনো চিন্তা করবেন না|
নুরু কেরানী পাগলের মত বিস্ফারিত চোখে তাকিয়ে ছেলের কান্ড দেখছিল| একটা গর্ব তাকে সহসাই আচ্ছন্ন করে ফেলে| চোখ দুটি ভরে উঠে, প্রায় বুজে আসা গলায় সে চিত্কার করে বলতে থাকে- ঐ, তুই তো এই লোভ লালসা আর স্বার্থে গড়া দুনিয়ার কোনো সাধারণ মানুষ নারে| তুই ভিন গ্রহ থেকে নেমে আসা কোনো মহা পুরুষ!
এক গর্বিত পিতা সন্তানের বুকে মাথা রেখে পরম নির্ভরতায় কেঁদে চলে......
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
শামীম খান পড়তে পড়তে দুচোখ তপ্ত পানিতে ভরে উঠলো । দারুন লেখা । ভীষণ ভাবে ছুঁয়ে দিয়েছেন মনকে । শুভ কামনা রইল ।
রোদেলা শিশির (লাইজু মনি ) এক গর্বিত পিতার সজল নয়ন তুলে এনেছেন কথার মালায় .......................! অনেক ভালো লাগলো ...!
সালেহ মাহমুদ আক্তার ভাই, মুঠোফোনে অভিনন্দন জানিয়েছি বলে পোস্ট করতে ভুলে গিয়েছিলাম। কিছু মনে করবেন না। বিজয়ের জন্য অভিনন্দন গ্রহণ করুন। ধন্যবাদ।
মোঃ শামছুল আরেফিন অনেক অনেক অভিনন্দন রইল ভাইয়া।
Lutful Bari Panna আখতার ভাই। শুরু থেকেই আপনাকে পাশে পেয়ে আসছি। আজ বিজয়ের দিনে অন্তর্তম শুভেচ্ছা...
মিজানুর রহমান রানা বিজয়ে অভিনন্দন, একটু হাসিমুখ হওয়া প্রয়োজন।
Md. Mostafizur Rahman ব্যস্ততার জন্য গল্পটা আগে পড়তে পারি নাই l এত সুন্দর গল্প এত পরে পড়ার জন্য দুঃক্ষিত না হয়ে উপায় নেই l
রনীল অভিনন্দন আখতারভাই... মিষ্টির অপেক্ষায় রইলাম...
বিষণ্ন সুমন আখতার ভাই .০৪ এর জন্য আপনাকে ধরতে পারিনি ...........কাজেই আপনার কাছে স্পেশাল মিষ্টি কিন্তু পাওয়া রইলো .........হা হা হা হা

২২ জানুয়ারী - ২০১১ গল্প/কবিতা: ৩২ টি

সমন্বিত স্কোর

৬.০৬

বিচারক স্কোরঃ ৩.৮ / ৭.০ পাঠক স্কোরঃ ২.২৬ / ৩.০

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "স্থিতিশীলতা”
কবিতার বিষয় "স্থিতিশীলতা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ নভেম্বর,২০২৪