ভালোবাসার ব্যাধি

কষ্ট (জুন ২০১১)

Robin
  • 0
  • ১০
ভালোবেসে যদি কখনও কেউ দূরে সরে যায়
এর চেয়ে কঠিন দুঃখ মানুষের কাছে সইতে পার দায়
আর যদি সেই ভালোবাসা নিঃস্বার্থ হয়,
তবে তো কোন কথাই নয়,
সইতে না পেরে বোকার মত ঘটায় দুর্ঘটনা
অবশ্য ভালোবেসে এ জগতে সুখি হতে পারিই কয়জনা

তাইতো বলি দূরে চলে যাও বাঁধা দিবোনা
কিন্তু অনুরোধ মোর তোমার কাছে-
কখনও তুমি মোরে ভুল যেন বুঝোনা।
এ জগতে কেউ কারো জন্য থাকে না বসে
সবাইকে একদিন যেতে হবে কবরে, তার সময় শেষে
তুমিও এতদিন চলে যাবে জানি
তুমি থাকবে সব সময় মোর নয়ন মনি।
এ জগতের কোন কিছুই স্থায়ী নয়,
সবাই একদিন পরলোকে দীর্ঘস্থায়ী হয়,
একদিন আমাকেও এ ভুবন ছেড়ে চলে যেতে হবে।
এ জগতে কেউ যাবে আগে, কেউ বা পরে,
হয়ত আমিও চলে যাবো সবার অগোচরে।
তাই বলে কিছু থেমে থাকবে না
সকল কিছুই চলবে তার আপন গতিতে।
হয়তো দু,এক ফোটা চোখের জলে,
মুছে যাবে সব, অতীত তাই বলে।
দুখে ভরা মোর জীবনের জলধি
এটাই মোর জীবনের একমাত্র ব্যাধি
জানিনা কখনও দুঃখের হবে কি সমাধি।
সুখের দ্বারা ভরবে কি মোর হৃদয়ের পরিধি।
জগতে মানুষ একবারই মরে
কেউ বা আগে কেউবা পরে,
মরার আগে, পাবো কি দেখা
মোর মনের সেই রমণীটারে,
কুন্তল তাহার খুবই বড়
দেখতে তাহা ভ্রমর কালো।
চোখ বুলালেই ঘুম এসে যায়
তুমার ঘ্রাণে এ মন পাগল প্রায়।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
sakil অনেকগুলো লেখা পরে এটা বুজতে পারছি ভালবাসার বিপরীতে কষ্টের অবস্থান বেশি মনে হয় . আর সে কারণে সবাই ভালবাসার কষ্টটাকে প্রাধান্য দিয়েছে বেশি . ভালো হয়েছে .
মামুন ম. আজিজ কবিতা ভাল হয়েছে। কিন্তু অনেক পড়ে এটা পড়ছি তো, আর ভালবাসা জনিত কষ্ট পড়তে পড়তে একটা ঝিমুনি চলে এসেছে ভালবাসা আর কষ্ট এই দুয়ের এত মিল দেখে দেখে।
খোরশেদুল আলম কিছু মেসেস পেলাম কবিতায় ভালো তবে আরো যত্ন নিলে আরো ভালো হত।
আশা ভালো লাগল ভাইয়া, চালিয়ে যান। আরো ভালো কিছু উপহার দেয়া আপনার পক্ষেও সম্ভব। শুভ কামনা রইল।
মাহমুদা rahman আরো ভালো করতে হবে বুঝলে.....ছন্দমিল না থাকলেই ভালো হত বেশি....
মোঃ আক্তারুজ্জামান সুন্দর লিখেছেন- শুভো কামনা রইলো|
সূর্য পুরো কবিতা জুড়ে শুধু মৃত্যু ভয় তাড়া করেছে। আসলে প্রিয়াকে চাওয়াটা এখানে বড় না মৃত্যুর ভয় দেখানোটা বড় বুঝতে পারলামনা....... কবিতায় ডালপালা বেশি বিস্তৃত না হলেই ভাল, তাতে কবিতার আকাঙ্খার চ্যুতি ঘটে.........
শিশির সিক্ত পল্লব অনেক ভাল লাগলো বন্ধু......কন্তিু পাঠক কম....সমস্যা নাই লিখে চল....একদিন এর বর্হি:প্রকাশ ঘটবেই....ভোট পেলে
মোঃ ইকরামুজ্জামান (বাতেন) মারহাবা ভাই Robin আপনার হাতের যশ অনেক ভালো।কবিতা ভালো হয়েছে বিশেষকরে (সকল কিছুই চলবে তার আপন গতিতে। হয়তো দু,এক ফোটা চোখের জলে, মুছে যাবে সব, অতীত তাই বলে। দুখে ভরা মোর জীবনের জলধি এটাই মোর জীবনের একমাত্র ব্যাধি জানিনা কখনও দুঃখের হবে কি সমাধি।) এই লাইন গুলো খুবই ভাল হয়েছে। চালিয়ে যান । শুভ কামনা রইল।

১৬ জানুয়ারী - ২০১১ গল্প/কবিতা: ৬ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

বিজ্ঞপ্তি

“মে ২০২৪” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ মে, ২০২৪ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী