দহন

ভালবাসি তোমায় (ফেব্রুয়ারী ২০২১)

Lutful Bari Panna
মোট ভোট ১৫ প্রাপ্ত পয়েন্ট ৪.০৭
  • ১১
  • ২৪৪
জমাট আগুন যতটা পুষেছি বুকে—
নিভৃতে জ্বলুক। তুমিও উড়তে পারো
ছেঁড়াখোঁড়া মেঘে, দ্বিধাহীন ধুকপুকে।
দেখেছো— কেমন রাত্রি নেমেছে গাঢ়!

যতবার একা আসতে চেয়েছি, তুমি–
দেখিয়ে দিয়েছো 'প্রবেশ নিষেধ' লেখা।
যদিও বাতাস, বয়ে গেছে– মৌসুমী।
যদিও আকাশে মিশেছে জলের রেখা।

জানি, দিগন্ত— দূরের কথাই বলে।
জানি, সমুদ্র আসলে ছোঁয় না কিছু।
তবু যতবার আকাশ নেমেছে জলে—
আমি ততবার নিয়েছি তোমার পিছু।

ভ্রান্ত আশারা বারবার পোড়ে ভ্রমে।
ভ্রান্ত স্বপ্ন— আগুন চেনেনা তাও।
যতবার নামি সমুদ্র সঙ্গমে—
ঠিক ততবারই পোড়াও, পুড়িয়ে যাও।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
Yousof Jamil অভিনন্দন
Jamal Uddin Ahmed কবিতাটি ভাল লাগল। পুরস্কারের জন্য অভিনন্দন।
মোঃ নুরেআলম সিদ্দিকী ভাইয়া অনেক অভিনন্দন ও শুভেচ্ছা। এমন লেখা বিজয় না আসলে ভালো লাগে না। আবারো বিজয়ী অভিনন্দন ও শুভেচ্ছা। শুভ কামনা রইল সবসময়।।
doel paki মুগ্ধতা।
ভালো লাগেনি ২৭ ফেব্রুয়ারী, ২০২১
মোঃ নুরেআলম সিদ্দিকী আসলে আপনার লেখার তুলনা হয় না ভাইয়া। আপনার পুরনো লেখাগুলো এখনো আমি মন দিয়ে পড়ি। যতোবার ততোবারেই যেন ভালো লাগে। লেখার স্বাদগুলো এাটু অন্যরকম। যেমন আছে আঁচ, তেমন আছে মধু। ঠিক ততোবার পোড়াও, পুড়িয়ে যাও। বরারবর ভোট ও শুভ কামনা রইল ভাইয়া।।
মোঃ মাইদুল সরকার কাব্যটা সত্যিই মন ছুয়ে যাওয়ার মত।

লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা ব্যাখ্যায় লেখকের বক্তব্য

কাউকে ভালোবাসলে বুকের ভেতরে একটা তীব্র দহন হয়। সে আগুন জ্বলতেই থাকে। সে অপরপক্ষের সাড়া দেবার উপরে নির্ভর করে না। বরং হাজারো বিধি নিষেধ উপেক্ষা করে সে শুধু ভালোবাসতেই স্বাচ্ছন্দ। ভালোবাসার এটাই অমোঘ শক্তি। এখানেই বুক ফুলিয়ে বলা– "তোমাকে ভালোবাসি"

০৩ মার্চ - ২০১১ গল্প/কবিতা: ৫৫ টি

সমন্বিত স্কোর

৪.০৭

বিচারক স্কোরঃ ২.৫৭ / ৭.০ পাঠক স্কোরঃ ১.৫ / ৩.০

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "স্বাধীনতা”
কবিতার বিষয় "স্বাধীনতা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ফেব্রুয়ারী,২০২৫