অন্ধকারের আভায়

মাঝ রাত (সেপ্টেম্বর ২০১৮)

Lutful Bari Panna
মোট ভোট ২৫ প্রাপ্ত পয়েন্ট ৬.৩৫
  • ২৬
  • ১৭
হাত পেতেছি— হাত;
শেষ বিকেলের ক্লান্ত খেয়ায় নামছে ধূসর রাত।
চোখ ভিজেছে, চোখ;
আনকোরা সব দুঃখ জমে এবার পাথর হোক।
লুকিয়ে থাকে— মরণ!
যায়না কষা জীবন জোড়া অলীক সমীকরণ।

ফেরার বাতাস উপচে এলে অধীর হয়ে ভাবি—
হারিয়ে কোথায় গেল আমার ইচ্ছেঘরের চাবি!

রোদ মেলেছি— রোদ!
বিষাদ পুরীর উল্টো ধাবায় ঝলসে ওঠে ক্রোধ।
মন রাখছি মনে।
খোলা হাওয়ার নিবিড় ছোঁয়া, নীলাভ দংশনে—
মিলিয়ে যাচ্ছি, ঘোরে।
আগুন যখন ঘর পেরিয়ে স্তব্ধ বাগান পোড়ে—

গায় মাখি সে তপ্ত শিখা, গায় মাখি জল— নদী।
চাওতো ভেজাও। নয়তো পোড়াও, সবটুকু অবধি।

আনতে গিয়ে জল—
হাতড়ে যখন খুঁজে পেলাম— সমুদ্র অতল!
লবণজলের তীব্র ঝাঁঝে জীবন গুঁজে রাখি—
আশিরনখ অন্ধকারের আভায় বেঁচে থাকি।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
Jamal Uddin Ahmed দেরি হল কবি, অনেক অভিনন্দন!
রঙ পেন্সিল অনেক অনেক অভিনন্দন
ধন‍্যবাদ ভাই
Fahmida Bari Bipu Onek ovinondon..
ধন‍্যবাদ
এলিজা রহমান congratulations
ধন্যবাদ আপু।
কাজী জাহাঙ্গীর অনেক অনেক অভিনন্দন
আহা রুবন অনেক অনেক অভিনন্দন পান্না ভাই।
বিশ্বরঞ্জন দত্তগুপ্ত অনেক অনেক অভিনন্দন ।
নাহিদ জাকী অনেক অভিনন্দন।

লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা ব্যাখ্যায় লেখকের বক্তব্য

এবারের কবিতার বিষয় আঁধার। আঁধার বা অন্ধকার অনেক অর্থে প্রকাশিত হতে পারে। আক্ষরিক অর্থে আলোর অভাবই অন্ধকার। আর কষ্ট–যন্ত্রণা, খারাপ সময়— এগুলোও মানুষের আনন্দ, সুসময় ইত‍্যাদি আলোর বিপরীতে অন্ধকার হিসেবে উপমিত অথবা বিবেচিত। এখানে 'অন্ধকারের আভায়' শিরোনামের কবিতাটি মানুষের দুঃসময়ের একটা স্থিরচিত্র— যা আপাত একটা বিশেষ ছন্দ আর অন্ত‍্যমিলের মোড়কে উত্তমপুরুষে উপস্থাপিত। এই চিত্রকল্পটির সার কথাটি শেষ লাইনে উচ্চারিত— 'আশিরনখ অন্ধকারের আভায় বেঁচে থাকি।' দুঃখ-কষ্ট মানুষকে কিছু প্রাপ্তির সন্ধানও দেয়। এখানে সেটাকেই অন্ধকারের আভা বিবেচনা করা হয়েছে।

০৩ মার্চ - ২০১১ গল্প/কবিতা: ৫৫ টি

সমন্বিত স্কোর

৬.৩৫

বিচারক স্কোরঃ ৩.৮৫ / ৭.০ পাঠক স্কোরঃ ২.৫ / ৩.০

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ছোটবেলা”
কবিতার বিষয় "ছোটবেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ডিসেম্বর,২০২৪