কি কান্ড কি কান্ড সবই লাগে অদ্ভুতূড়ে!

ভৌতিক (নভেম্বর ২০১৪)

এই মেঘ এই রোদ্দুর
  • ৩১
  • ৭০
যেথায় করছি বসবাস শহরে বা নগরে
নিত্যই ঘটনা ঘটে যাচ্ছে সব অদ্ভুতূড়ে
ভূত আছে কি নেই, তাতে কার কি আসে যায়
ব্যস্ত এই শহরে নাকি সবাই ভূতের দেখা পায়।
যত্তসব কান্ড সবই লাগে অদ্ভুতুড়ে ।

মধ্যরাতে মানুষ দেয় যদি শান্তির ঘুম
কখন যে কে হয়ে যায় অজান্তেই গুম।
গুম ঘটনা, আজকে অমুক কালকে তমুক
ঘটনা ঘটিয়ে সন্ত্রাসী গুটিয়ে হয় শামুক
মানুষ গুমের কান্ড কি নয় অদ্ভুতূড়ে!

রাস্তার মাঝখানে মানুষ কাতড়ায় খুনে লাল
খুন করে নেতার ছত্রছায়ায় লুকায় পঙ্গপাল
জনসম্মুখে তড়পিয়ে হায়! মরে মানুষ
হেঁটে চলে পাশ ঘেঁষে কারো নেই হুশ;
ব্যাপারখানা কি আজব অদ্ভুতূড়ে!

দরজায় খিল এঁটে শান্তির ঘুম ঘুমায় মা শিশুরা
তালা দিয়ে ঘরে আগুন ধরিয়ে দেয় পাষন্ডরা
মায়ের মমতা সন্তানের ভালবাসা জ্বলে পুড়ে ছাই
সোনার দেশে এমনতরো হায়েনা সন্তান কেন পাই!
যেথায় বিচার নেই কোনো! কি অদ্ভুতূড়ে!

নগরের ফ্লাটে ফ্লাটে কত কান্ডই দেখি ঘটে যেতে
খবরে আসে স্বামীর স্ত্রীর লাশ পড়ে আছে মেঝেতে
রক্তের বন্যায় গোসল করে পালায় হায়েনারা
এহেন কান্ডগুলো বলুন ঘটায় কে বা কারা ?
ভাবেন তো ঘটনাগুলো নয় কি অদ্ভুতূড়ে!

টেলিফোন-বিদ্যুত বিল দিতে গিয়ে নাজেহাল
টাকা দিয়ে মিটিয়ে বিল জীবনের হাল টালমাটাল,
তো! পরের মাসে হাতে একখান বিলশীট
চক্ষু চড়কগাছ, মেজাজটা হয় খিট-মিট
হায় আল্লাহ! বিলবাজিটাও দেখি অদ্ভুতূড়ে!

বিল করেছেন টেন্ডারে এক দুই নয় তিন গুণ বেশী
অধিক ব্যয়ে নাকি স্ব-পরিবারে মোটা করবেন পেশী
ভৌতিক বিল করে পুড়লে নিজ পকেটে
বউ মোড়ালেন স্বর্ণের চুড়ি আর লকেটে,
আহ কি কান্ড কি কান্ড সবই অদ্ভুতূড়ে!

এক টাকা ব্যয় হলে বিলে লিখে দেন দশ
নীতি ছেড়ে গিলেন শুধু অবৈধ কড়ির রস
অফিস আদালতে, ব্যবসা কিংবা টেন্ডারে
দেখে যাই নিরবে উড়াও ন্যায়ের ঝান্ডারে!
কিছুই নয় শুধু লাগে সব অদ্ভুতুড়ে।

(এসব কিছুই নয় ভাই,
অবনতি অবক্ষয় নৈতিক
যত কান্ড ঘটে যায় যাক,
ভৌতিক সবই ভৌতিক।

দেশটা আমার তোমার
তবুও সম্পত্তি পৈত্রিক
তার সম্পদ আমার হয়
ভৌতিক সবই ভৌতিক।

দেশরে ভালবাসি শুধু
আবেগ দেখাই চৈত্তিক
তাই বুঝি লাগে সবই
ভৌতিক সবই ভৌতিক।

আসেন সবে আগে করি
নিজের ন্যায়-নীতি ঠিক
লাগবে না কিছুই তবে
ভৌতিক সব ভৌতিক।)




আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
রাজন খান অনেক ভালো লেগেছে আপা। আপনার জন্য অনেক অনেক শুভ কামনা রইলো এবং পরবর্তীতে আরও অনেক ভালো লেখা পড়বার প্রত্যাশা করবো।
মোস্তফা সোহেল অসাধারন আপনার ভৌতিক কবিতা।ভাল থাকবেন।
আন্তরিক ধন্যবাদ ভাল থাকুন
মোহাম্মদ সানাউল্লাহ্ চমৎকার লিখেছেন তো ! ভাল লাগল।
অনেক ধন্যবাদ ভাল থাকুন
মোঃ মুস্তাগীর রহমান সুন্দর লেখা....শুভ কামনা..............
আমির ইশতিয়াক ভাল লিখছেন আপু। আমার পেইজে আমন্ত্রণ রইল।
গোবিন্দ বীন বেশ ভাল চমৎকার।। "আমার চলতি সংখ্যায় কবিতা গুলো পড়ার আমন্ত্রণ করে গেলাম। আশা করি আমার পাতায় আসবেন "
ইনশাল্লাহ পড়ব আশা রাখছি । অনেক ধন্যবাদ দাদা ভাল থাকুন
Jyotirmoy Golder অনেক ভালো লাগলো............আপনার জন্য অনেক অনেক শুভ কামনা রইলো....এবং পরবর্তীতে আরো ... ভালো লেখা পড়বার প্রত্যাশা করবো.....
ধন্যবাদ জ্যোতি দা ভাল থাকুন সাথেই থাকুন
শামীম খান দারুন লিখেছেন । শুভকামনা আপনার এবং দেশের জন্য ।
আন্তরিক ধন্যবাদ ভাল থাকুন সাথেই থাকুন
ওয়াহিদ মামুন লাভলু অনেক গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন। খুব ভাল লাগল। শ্রদ্ধা জানবেন।
অনেক ধন্যবাদ আপনার প্রতিও শ্রদ্ধা রইল

০১ মার্চ - ২০১১ গল্প/কবিতা: ১৫৮ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ছোটবেলা”
কবিতার বিষয় "ছোটবেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ডিসেম্বর,২০২৪