আঁধারেই চলে যেতে হয় সব ছেড়ে

মাঝ রাত (সেপ্টেম্বর ২০১৮)

এই মেঘ এই রোদ্দুর
  • ১০১
সে হারায়ে গেলো অন্তহীনে, তার ছায়াটা কোথাও নাই
সে একাকি আঁধারের গহীনে অথচ জীবনে কতই
ছিল রোশনাই।

বুক ফুলিয়ে স্বগর্বে গর্বিত মানুষ দম্ভে ভরা মন
বাতাসে উড়ত তার অহংকার আর আকাশে উড়ত
বিজয় কেতন।

হুংকার ছেড়ে সেতো নিয়ে নিতো সব বিজয় ছিনিয়ে
অশুদ্ধতার পথটি ধরে তার জীবনের শুরু আর
মিথ্যে সাথে নিয়ে।

চলার পথটি তার প্রশস্থ আগে পিছে পাহারাদার
বুকপকেটে কখনো ফুল ছিলো না রিভলবার
লাগতোই তার।

অপরাধের মাত্রাটা ধীরে ধীরে সীমাহীন হতে থাকে
সম্পদের পাহাড়ে সে বসে ভাবে পৃথিবীর বাদশা,
সে বিভোর থাকে।

পেট পর্বত আকাশ ছুঁই, মুখমণ্ডলে কালছে দাগ
বিবৎস দেখতে লাগে তারে, চেহারায় নেই তার নূর,
রক্তচক্ষু রাগ!

বয়সের ভারে নুয়ে তবু হিংস্র স্বভাবটা যায় রয়ে
নাঙা তলোয়ার হাতে ছুটে রক্ত পিপাসায়, বুকে ছুরি,
বন্যা যায় বয়ে।

মৃত্যু চিন্তাও পারেনি দমাতে অশুদ্ধতার পথ থেকে
নেতিয়ে পড়া জীবনে সহসা ছুরি বসায় কে, পিছনে
অন্ধকারে ঢেকে।

রাস্তায় লাশটি তার কেউ এসে না ধরে, না দেখে ছুঁয়ে
পিঁপড়া কীট পতঙ খায় ছিঁড়ে অহংকারীর শরীর
সে নিথর শুয়ে।

যেতে হয় সবাইকে সব কিছু রেখে আঁধারে একাকি
শূন্য নি:স্ব হয়ে, হাতে আমলনামায় পাপ পূণ্যি নিয়ে
মোহদের দিয়ে ফাঁকি।


আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
রঙ পেন্সিল শুভ কামনা রইলো
ভালো লাগেনি ২৫ সেপ্টেম্বর, ২০১৮
অনেক ধন্যবাদ
মোঃ মোখলেছুর রহমান আপনার কবিতা বরাবরই কাব্যময়, যেহেতু সদস্য হওয়ার পর্বেই আপনার কবিতা পড়েছি,ভোট ও শুভকামনা রইল।
আন্তরিক ধন্যবাদ ভাইয়া
মোঃ নুরেআলম সিদ্দিকী রাস্তায় লাশটি তার কেউ এসে না ধরে, না দেখে ছুঁয়ে পিঁপড়া কীট পতঙ খায় ছিঁড়ে অহংকারীর শরীর সে নিথর শুয়ে। খুব সুন্দর একটি কবিতা। তবে এভাবে ছন্দ না লিখে, গদ্যের নিয়মে লিখলে আরও দারুণ একটি কবিতা পাইতাম। তবুও অনেক ভালো লেগেছে। অনেক শুভকামনা রইল
মাইনুল ইসলাম আলিফ সুন্দর কবিতা রোদ্দুর।শুভ কামনা আর ভোট রইল।আসবেন আমার পাতায়।
রুহুল আমীন রাজু N/A আমি আপনার লেখার ভক্ত সেই আগে থেকেই । এবারের কবিতাও নিরাশ করেনি আমায় ... অনেক ভাল লাগলো ।অনেক শুভ কামনা। আমার পাতায় আমন্ত্রন রইল ।

লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা ব্যাখ্যায় লেখকের বক্তব্য

আমরা যতই অহংকারী হই না কেনো, এই দুনিয়ার মোহের পিছু যতই দোঁড়াইনা কেনো, আমাদেরকে সব ছেড়ে সেই আঁধারেই চলে যেতে হবে। সেই ত আসল ঠিকানা। এখানে একজন ক্ষমতাবান লোকের দুনিয়াতে অন্যের সম্পদ নিজের করে নেয়ার জন্য খুন খারাবীর মত অপরাধ ঘটনার বিষয় উঠে এসেছে।

০১ মার্চ - ২০১১ গল্প/কবিতা: ১৬৬ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "হতাশা”
কবিতার বিষয় "হতাশা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ সেপ্টেম্বর,২০২৫