শীতের ছড়া

শীত (জানুয়ারী ২০১২)

সৌরভ শুভ (কৌশিক )
  • ৩৫
  • 0
  • ৩২৬
(১)
শীত ও মা
( উৎসর্গ ঃ আহমেদ সাবের,তৌহিদ উল্লাহ্ শাকিল,ইয়াসির আরাফাত ,তধুবফ ইরহ তধশরৎ (ঝযধড়িহ) সহ প্রবাসী সকল বন্ধুর প্রতি)

আসবো শীতে মাগো এবার
তোমার হাতের পিঠা খাবার,
আমায় রেখো আদর করে
আর যাবোনা তোমায় ছেড়ে।
কুয়াশা ঢাকা শীতের ভোরে
মাগো তোমায় মনে পড়ে,
গরম গরম ভাপা পিঠা
লাগতো খেতে বড়ই মিঠা।
পাশে বসিয়ে নিয়ে আমায়
আগুন পোহাতে শীতের সন্ধ্যায়,
সূয্যি মামা উঠলে 'পরে
দিতে আমায় গোসল করে।
ঠান্ডা লাগবে এই ভয়েতে
গরম কাপড়ে জড়িয়ে রাখতে,
শীতের দিনে খেজুর রসে
খেতাম তোমার কোলে বসে।
লেপ কাঁথা গায়ে দিয়ে
গল্প বলতে আমায় নিয়ে,
তুমি ছাড়া তাইতো শীতে
কষ্ট যে পাই দিনেরাতে।
ফায়ার প্লেস কিংবা এসি
গরম কাপড়ে ঠাসাঠাসি,
তবুও ঠান্ডা হয়না দূর
তোমার পরশ অনেক মধুর।
সেই পরশে ঠান্ডা ভুলে
যেতাম ছুটে তোমার কোলে।
তাইতো আসছি এই শীতেতে
আর যাবোনা দূরদেশেতে,
আদর করে রেখো কাছে
আগের মতোাই ভালবেসে।

(২)
নিমন্ত্রন

শীতের ছুটি হলে বন্ধু এসো আমার বাড়ি
সেথায় তুমি দেখতে পাবে খেজুর গাছের সারি।

শীতের ভোরে ভরা থাকে খেজুর রসের হাড়ি
খাবো বসে সবাই মিলে সেখান থেকে পাড়ি।

শীতের সূর্য বড়ই আলসে উঠবে দেরী করে
হাটব মোরা খুব সকালে গরম কাপড় পড়ে।

শিশির ভেজা দূর্বা ঘাসে ভিজিয়ে নেব পা
লাগবে ঠান্ডা বলবে এসে আমার প্রিয় মা।

রাগ করোনা লক্ষী মা, কুয়াশা ঢাকা ভোরে
পিঠা তুমি বানাতে থাকো, আসছি একটু ঘুরে।



গরম হওয়ার জন্য আগুন জ্বালিয়ে পাশে বসে
তাপ পোহাবো সবাই মিলে,গল্প করবো হেসে।

গরম গরম পিঠা হবে, চিতাই, ভাপা,কুলি
চুলোর পাশে খাবো বসে,ঠান্ডা যাবো ভুলি।

শীতের পিঠা খেজুর রস,শিশির ,শিউলি ফুল
আমার বাড়ি না এসে, করোনাকো ভুল।

তাইতো বলি শীতের মজা পেতে যদি চাও
আমার বাড়ি এবার শীতে একটু ঘুরে যাও।।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
নীলকণ্ঠ অরণি ছড়া পরতে ভীষণ মজা...
ভালো লাগেনি ২৮ জানুয়ারী, ২০১২
সাজিদ খান সুন্দর ছড়া কবিতা। ২নং অংশ টা বেশি ভাললাগলো ।
ভালো লাগেনি ২৬ জানুয়ারী, ২০১২
তানজির হোসেন পলাশ ভালো লেগেছে / অনেক ভালো লেগেছে / বেশ /
ভালো লাগেনি ২৫ জানুয়ারী, ২০১২
মনির খলজি প্রবাসী আর আমাদের গ্রামীন ভাবধারায় লিখা দুটো কবিতায় খুব সুন্দর লিখেছেন ...শুভকামনা রইল !
ভালো লাগেনি ২৪ জানুয়ারী, ২০১২
এস, এম, ইমদাদুল ইসলাম শীতের নিরাপত্তা মায়ের কোলে । শীতকে স্মরণ করতে মায়ের আদরের ছোয়া-বেশ ভাল লাগল। আর নিমন্ত্রণ ? মনে হল যেন এটি এখুনি কবুল করি। কবিকে ধন্যবাদ ।
ভালো লাগেনি ১৯ জানুয়ারী, ২০১২
শেখ একেএম জাকারিয়া শীতের ছুটি হলে বন্ধু এসো আমার বাড়ি সেথায় তুমি দেখতে পাবে খেজুর গাছের সারি। শীতের ভোরে ভরা থাকে খেজুর রসের হাড়ি খাবো বসে সবাই মিলে সেখান থেকে পাড়ি।আমি আসব ভাই একদিন আপনার বাড়িতে..
ভালো লাগেনি ১৯ জানুয়ারী, ২০১২
মামুন ম. আজিজ আমাদেরগল্পকবিতার ছন্দের যাদুকর...ছন্দ কি মন না ছুঁয়ে পারে।
ভালো লাগেনি ১৬ জানুয়ারী, ২০১২
নিনা ভালইত লেগেছিল । ভোটিং বন্ধ কেন ? নিরবে ভোট দিয়ে চলে যাব ভেবেছিলাম কিন্তু দেখি ভোটিং বন্ধ !
ভালো লাগেনি ১৬ জানুয়ারী, ২০১২
আহমেদ সাবের প্রথম কবিতাটা প্রবাসী বন্ধুদের উৎসর্গ করার জন্য কবির আন্তরিকতার প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই। কবিতা হিসেবে দ্বিতীয় কবিতাটা ভাল হয়েছে। “তাইতো বলি শীতের মজা পেতে যদি চাও / আমার বাড়ি এবার শীতে একটু ঘুরে যাও।।“ – জলদিই আসছি।
ভালো লাগেনি ১৫ জানুয়ারী, ২০১২

২১ জানুয়ারী - ২০১১ গল্প/কবিতা: ৪৩ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "নগ্নতা”
কবিতার বিষয় "নগ্নতা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ মে,২০২৪