তুমি, আমি

বাংলা ভাষা (ফেব্রুয়ারী ২০১৩)

এশরার লতিফ
  • ৪০
  • ১১৮
কষ্টের রোদে অধীর, দিনরাত ফেটে চৌচির,
রং চটা মনের দেরাজ,
শব্দের মুষলধারায়, বর্ণের কী ইশারায়,
জেগে উঠি ফের স্বপ্নবাজ!
এ আনাড়ি আলো ছেড়ে, টাল মাতাল নক্ষত্রে,
জলপদ্মের পাতা ফেলে পা,
সেই আবছায়া দিনে, বেঁধেছ পদ্যের ঋণে,
শান্তির পর্বতে তুমি শেরপা।
দু আঙ্গুলে মেরে তুড়ি, বন্ধু গাড়ে পিঠে ছুরি,
ভাঙ্গে শিশি নীল সুরভির,
কে কপালে রেখে হাত, জ্যোৎস্না হয়ে জাগে রাত,
টেনে নেয় বুকের গভীর?
আমি বড় ব্যক্তিগত, আড়ালে লুকাই ক্ষত,
যত পারি এড়াই দর্পণ,
আমার এ অপ্রকাশ, অকারণ অবকাশ,
শুধু জানি তোমাতে অর্পণ।
নাড়ি-ছেঁড়া কবিতারা, আঁকাবাঁকা নদী তারা,
টলোমলো, বড় রোগা-ভোগা,
তোমার সাগরে এসে, দ্যাখো কী নিমেষে মেশে,
ঝলোমলো, সোনায় সোহাগা।
যদি দূরে ঠেলি ভাষা, এলিওট মনে ঠাসা,
হাতে হাত সিল্ভিয়া প্লাথ,
ফিরে দেখি দরোজায়, নজরুল দাঁড়িয়ে ঠায়,
আলো জ্বেলে রবীন্দ্রনাথ।
নাগরিক মন ঘিরে, আকরিকে তুমি হীরে,
ঘুরা পথে বন্ধু-প্রবর,
আসুক ঝড় বাতাস, উড়বে না বাহান্ন তাস,
এ তো নয় তাসের ঘর।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
আসন্ন আশফাক আপনি একটি ছকের মধ্যে কবিতা লিখেছেন, যা সত্যি কষ্টসাধ্য. আর শেষের //আসুক ঝড় বাতাস, উড়বে না বাহান্ন তাস, এ তো নয় তাসের ঘর।//দারুন উপমা
ভালো লাগেনি ১৯ ফেব্রুয়ারী, ২০১৩
অনেক ধন্যবাদ, থিসিস জমার কারনে আগে উত্তর দিতে পারিনি বলে দুঃখিত।
নাইম ইসলাম আমার কাছে এটি বাংলা কাব্য ভান্ডারের উল্লেখযোগ্য অংশ। দুর্দান্ত লতিফ ভাই!
ভালো লাগেনি ১৭ ফেব্রুয়ারী, ২০১৩
অনেক ধন্যবাদ, থিসিস জমার কারনে আগে উত্তর দিতে পারিনি বলে দুঃখিত।
Lutful Bari Panna দুর্দান্ত রকম মুগ্ধ করা কবিতা। একদিকে সাংঘাতিক সমৃদ্ধ অন্য দিকে মুগ্ধ করা অন্ত্যমিলের কারুকাজ। দুএকটা জায়গায় হাল্কা ছন্দপতন লাগলেও কবিতাটির সার্বিক শক্তিমত্তার কাছে তা খড়কুটোর মত উড়ে গেল।
ভালো লাগেনি ১৬ ফেব্রুয়ারী, ২০১৩
অনেক ধন্যবাদ পান্না ভাই , থিসিস জমার কারনে আগে উত্তর দিতে পারিনি বলে দুঃখিত।
আহমেদ সাবের "ঘুরা পথে বন্ধু-প্রবর," রা যতদিন আমাদের মাঝে থাকবেন, "আসুক ঝড় বাতাস, উড়বে না বাহান্ন তাস,"। চমৎকার কথামালা। চমৎকার ছন্দ ও উপমা। ছন্দ মেলাতে গিয়ে দু'এক যায়গায় মাত্রা মিলেনি বলে আমার মনে হলো।
ভালো লাগেনি ১৫ ফেব্রুয়ারী, ২০১৩
অনেক ধন্যবাদ, থিসিস জমার কারনে আগে উত্তর দিতে পারিনি বলে দুঃখিত।
মোহাঃ ফখরুল আলম কবিতা ভালো লাগলো...অনেক শুভ কামনা
ভালো লাগেনি ১৫ ফেব্রুয়ারী, ২০১৩
অনেক ধন্যবাদ, থিসিস জমার কারনে আগে উত্তর দিতে পারিনি বলে দুঃখিত।
ঐশী দু আঙ্গুলে মেরে তুড়ি, বন্ধু গাড়ে পিঠে ছুরি, ভাঙ্গে শিশি নীল সুরভির, কে কপালে রেখে হাত, জ্যোৎস্না হয়ে জাগে রাত, টেনে নেয় বুকের গভীর? ========== অনেক ভাল লাগলো ভাইয়া ।
ভালো লাগেনি ১২ ফেব্রুয়ারী, ২০১৩
অনেক ধন্যবাদ, থিসিস জমার কারনে আগে উত্তর দিতে পারিনি বলে দুঃখিত।
ভাবনা অসাধারন কবিতা । খুবি ভাল লাগল ।
ভালো লাগেনি ১২ ফেব্রুয়ারী, ২০১৩
অনেক ধন্যবাদ, থিসিস জমার কারনে আগে উত্তর দিতে পারিনি বলে দুঃখিত।
Md. Mainuddin অনুপম ভাষার বিন্যাস আর নিখুঁত শব্দ গাঁথুনি দ্বারা তৈরি অসম্ভব সুন্দর মায়াবী আবহের এক অসামান্য কবিতা।। খুব খুব ভালো লাগলো।।অনেক শুভ কামনা।
ভালো লাগেনি ১১ ফেব্রুয়ারী, ২০১৩
অনেক ধন্যবাদ, থিসিস জমার কারনে আগে উত্তর দিতে পারিনি বলে দুঃখিত।
বশির আহমেদ এ আনাড়ি আলো ছেড়ে, টাল মাতাল নক্ষত্রে,/জলপদ্মের পাতা ফেলে পা,/সেই আবছায়া দিনে, বেঁধেছ পদ্যের ঋণে,/শান্তির পর্বতে তুমি শেরপা। উপমা সমুহ এত নিখুত ভাবে ব্যবহারের ফলে কবিতা হয়ে উঠেছে অসাধারণ ।
ভালো লাগেনি ১০ ফেব্রুয়ারী, ২০১৩
অনেক ধন্যবাদ, থিসিস জমার কারনে আগে উত্তর দিতে পারিনি বলে দুঃখিত।
এস.কে.দোয়েল সুন্দর লেখা। পড়ে মজা পেলা। ধন্যবাদের সাথে ভালবাসা।
ভালো লাগেনি ৬ ফেব্রুয়ারী, ২০১৩
অনেক ধন্যবাদ, থিসিস জমার কারনে আগে উত্তর দিতে পারিনি বলে দুঃখিত।

০১ মার্চ - ২০১১ গল্প/কবিতা: ৫২ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "অবহেলা”
কবিতার বিষয় "অবহেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ এপ্রিল,২০২৪