বাংলা ভাষা, আ-মরি বাংলা ভাষা
যার জন্য বুকের তাজা রক্তে রাঙিয়ে দেয়া রাজপথ,
শোষণে, নিপীড়নে অতিষ্ঠ
আমার প্রতিবাদী কণ্ঠ,
অবশেষে
ছিনিয়ে আনা অধিকার।
এর ছন্দময় বাহার,
যেন কবির কলমের অলঙ্কার।
এ তো শুধু ভাষা নয়
এ যে জীবনের প্রতিটি মুহূর্তের নিঃশ্বাস,
অর্জন, প্রেরণা, ভালবাসা, বিশ্বাস ।
বাংলা ভাষা
যেন বৃষ্টি ভেজা ললনার
আঁটসাঁট শাড়িতে মোড়া সমস্ত শরীর।
প্রিয়ার অভিমানি ঠোঁট
আলতো চুমু খাওয়া।
মায়ের কোলে ছোট্ট শিশু
অভয়ে ঘুম যাওয়া।
advertisement
বাংলা ভাষা
যেন বৃষ্টি ভেজা ললনার
আঁটসাঁট শাড়িতে মোড়া সমস্ত শরীর।--এ লেখা একজন পূর্ণ বয়স্কের লেখা বলতে হয়--তোমার কলমে আসা মানে বিরাট ব্যাপার!
এ যে জীবনের প্রতিটি মুহূর্তের নিঃশ্বাস,
অর্জন, প্রেরণা, ভালবাসা, বিশ্বাস । -=== -- ভাষার প্রতি কবির গভীর ভালবাসায় অভিভূত হলাম ।
এ যে জীবনের প্রতিটি মুহূর্তের নিঃশ্বাস,
অর্জন, প্রেরণা, ভালবাসা, বিশ্বাস- সুন্দর|
আলতো চুমু খাওয়া।
মায়ের কোলে ছোট্ট শিশু
অভয়ে ঘুম যাওয়া। ভাল লাগল ।