“আহা! তুমি কাদছো কেন? সামলাও নিজেকে।”
দূর সম্পর্কের এক চাচা এসে বললো আমায়।
আমি তবু কান্না করেই চলেছি, জলহীন কান্না।
এতক্ষণ ধরে কাঁদতে কাঁদতে জল শুকিয়ে গেছে।
আমি আজ নিজেকে কিছুতেই সামলে উঠতে পারছি না।
কেন যেন মনে হচ্ছে এই পৃথিবীতে থাকার
আর কোনো কারণ আমি খোঁজে পাচ্ছি না।
থেকে কি লাভ? এই স্বার্থপর পৃথিবী আমায় কি দিয়েছে?
দেয়নি বললেও চলবে না, দিয়েছে এক পাহাড় সমান যন্ত্রণা।
সে যন্ত্রণা বলে বুঝানো যায় না, পুরো দেহকে গ্রাস করে ফেলে।
সে যন্ত্রণায় যে পড়ে সেই একমাত্র বুঝে, আর কেউ বুঝে না।
আমি কি কোনো দোষ করেছিলাম? কোনো ভুল করেছিলাম?
তবে আজ কেন এমন হলো? তাকে ভালোবাসায় ভুল কি বলো?
অশ্রুশিক্ত হৃদয় আমার আজ করবে ভীষণ কান্না।
নিঃস্বার্থ ভালোবাসার এ কেমন দাম আমি আজ পেলাম?
যাকে এতো ভালোবাসি সেই আজ অন্য কারো ঘরে।
এতো যন্ত্রণা! বুক ফেঁটে যাচ্ছে আমার! আমি বাঁচতে পারবো না।
আমাদের কারো কোনো দোষ নেই, ভালোবাসায় কোনো ভুল নেই।
দুজন দুজনকে খুব ভালোবাসি আকাশছোঁয়া ভালোবাসা,
তার থেকে মোটেও কারো ভালোবাসায় একবিন্দু কম হবে না।
কিন্তু হায়! সেই ভালোবাসা পরিবার-পরিজন মেনে নিলো না।
সমাজ এটাকে খুব খারাপভাবে দেখলো, বিষচোখে তাকালো।
সেই বিষচোখের যন্ত্রণায় পুরে পুরে ছাঁই হয়ে যাচ্ছি আমি।
সেই বিষচোখ আমার থেকে ওকে দূরে সরিয়ে বহুদূরে নিয়ে গেলো।
আর আমি শূণ্য পড়ে থাকলাম নিজের ঘরে, একদম শূণ্য।
তবুও মনে হয় আমার, ওকে ছাড়া এ দুনিয়ায় আমি আর বাঁচবো না।
সত্যি তো আমার আর বেঁচে থেকে কি লাভ? জীবন নিঃস্ব হয়ে গেছে।
এখন শুধু দম ফুরানো বাকি! দম ফুরালেই আমি এই যন্ত্রণা
থেকে চিরজীবনের জন্য মুক্তি পাবো, আর সইতে হবে না।
মরার আগে আমার শেষকথা হবে, “তুমি তো বেঁচে রবে!
আমার মতো তোমায় শূণ্য হাতে কষ্টের সাথে মরতে হবে না।
ভালো থেকো তুমি, সুখে থেকো তুমি অতীত ভেবো না।
অতীত ভেবে ভেবে আর কান্না করে জল ফেলো না।
মনে রেখো, নাইবা পেলাম তোমায়, তবুও আমি কবু ভুলবো না।
জীবন ছিন্ন-ভিন্ন হয়ে গেলেও পকৃত ভালোবাসা কবু মরে না”
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা
ব্যাখ্যায় লেখকের বক্তব্য
ভালবাসা যে যন্ত্রণা হতে পারে এখানে তাই বলা হয়েছে।
২৬ জানুয়ারী - ২০২২
গল্প/কবিতা:
২৯ টি
বিজ্ঞপ্তি
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
প্রতি মাসেই পুরস্কার
বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।
লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন
প্রথম পুরস্কার ১৫০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।
দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।