আমি জানতাম তুমি
খুশি নিয়ে আসবে
সব অভিমান দূর করবে,
সবার মনে খুশির ছোঁয়া মাতাবে।
লাল নীল হরেক রকম জামা পরে
শিশুরা এখানে ওখানে ছুটবে,
সালামির জন্য বড়দের পটাবে।
কারো আবার হৃদয়ের মন্দিরে
প্রেমের ফুল ফুটবে,
মনের মানুষের হাত ধরে
নীল আকাশে হাড়াবে।
পাখিরা সব আপন কূলায় ফিরবে,
মন হাড়ানো গানের সুরে বাঁশী তাই বাজবে।
আমি জানতাম তুমি জনম জনম এভাবেই আসবে,
অতীতের দুঃখ কষ্ট মান অভিমান ভুলে গিয়ে
আনন্দ খুশির ভেলা নিয়ে প্রতিবছর আসবে।
খুশি নিয়ে আসবে
সব অভিমান দূর করবে,
সবার মনে খুশির ছোঁয়া মাতাবে।
লাল নীল হরেক রকম জামা পরে
শিশুরা এখানে ওখানে ছুটবে,
সালামির জন্য বড়দের পটাবে।
কারো আবার হৃদয়ের মন্দিরে
প্রেমের ফুল ফুটবে,
মনের মানুষের হাত ধরে
নীল আকাশে হাড়াবে।
পাখিরা সব আপন কূলায় ফিরবে,
মন হাড়ানো গানের সুরে বাঁশী তাই বাজবে।
আমি জানতাম তুমি জনম জনম এভাবেই আসবে,
অতীতের দুঃখ কষ্ট মান অভিমান ভুলে গিয়ে
আনন্দ খুশির ভেলা নিয়ে প্রতিবছর আসবে।
আরও দেখুন