সালাম বাংলাদেশ

বাংলাদেশ (ডিসেম্বর ২০১৯)

আসাদ ইসলাম
  • ৫৮
সবুজ ঘেরা শ্যামল ছায়ায় সোনার বাংলাদেশে
সালাম তোমায় জন্মেছি মা বীর বাহাদুর বেশে
সোনার দেশের আলো হাওয়া
ভুলায় আমার নাওয়া-খাওয়া
যত দেখি ততই দেখি ক্লান্তি নাহি আসে
সালাম তোমায় জন্মেছি মা বীর বাহাদুর বেশে।
ছোট্ট নায়ের মাঝি হয়ে ছোট্ট গাঁয়ে গিয়ে
ঘরে ঘরে দেখি সেথায় প্রহর গোণে মায়ে,
বীর বাহাদুর আসলে পরে
হরেক খাবার সাজবে ঘরে
প্রিয়ার চোখে ভালোবাসায় শান্তি অবশেষে
সালাম তোমায় জন্মেছি মা সোনার বাংলাদেশে।
হরেক রকম মানুষ এথায় হরেক রূপের শোভা
প্রীতি ডোরে সবাই রহে নয়তো কেহ নোভা।
সুখে দুখে পাশে থাকে
মনে মনে কাছে রাখে
দেশের মায়ায় ভালোবাসায় জীবন কাটে হেসে
সালাম তোমায় জন্মেছি মা বীর বাহাদুর বেশে।
এমন দেশের ঘরে ঘরে স্বাধীন মানুষ আজ
পরাধীনের শিকল পড়ে খুইয়েছে যে লাজ।
একাত্তরের যোদ্ধা ভুলে
চেহারাতে মুখোশ গোলে
ঘরের কোণে বৃদ্ধ হয়ে কেমনে থাকে বেঁচে
মাগো, তোমায় কে বাঁচাবে? বীর বাহাদুর এসে?
আসবে না মা! আলসে ওরা আজো আছে ঘুমে
তোমার প্রবল ডাক শুনে ফের জাগবে তারা ভূমে।
মাগো! তুমি তাইতো ডাকো সারা বাংলাদেশে,
সালাম তোমায় আবার জানাক বীর বাহাদুর এসে।।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
MD. MOHIDUR RAHMAN লেখা চালিয়ে যিবেন আশাকরি...
আসাদ ইসলাম অসংখ্য ধন্যবাদ প্রিয় কবিদের। আমার কবিতায় মন্তব্য করার জন্য।
Hasan ibn Nazrul বাহ্ চমৎকার লিখেছেন প্রিয় কবি। আমরা সত্যি ভাগ্যবান সোনার এই দেশে জন্মলাভ করে। বাংলাদেশ ভৌগলিকভাবে যেমন বিচিত্র তেমনি এর জনতার মধ্যেও বৈচিত্র্য দেখা যায়। বীর, কাপুরুষ বা উদার অনুদার নানা রকম! তবে জাতি হিসেবে আমরা অবশ্যই শান্তি প্রিয়।
নাজমুল হুসাইন মাগো! তুমি তাইতো ডাকো সারা বাংলাদেশে, সালাম তোমায় আবার জানাক বীর বাহাদুর এসে।।ভালো লেখার চেষ্টা করেছেন,লিখে যান।
সাইদ খোকন নাজিরী অসাধারণ লিখনি ।ভাবনা ভাল।

লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা ব্যাখ্যায় লেখকের বক্তব্য

বাংলার প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণনা করে এ দেশে জন্মে নিজেকে ধন্য মনে করা হয়েছে। বাংলার চিরাচরিত রূপ ফুটিয়ে তোলা হয়েছে। সব শেষে একাত্তরের মুক্তিযুদ্ধের কথা স্মরণ করিয়ে ঘুমিয়ে থাকা জাতিকে জাগতে বলা হয়েছে। দেশ মাতাকে আহবান করা হয়েছে সে যেন তার সেই বীর সন্তানদের আবার ডাকে, আবার তারা যুদ্ধ করবে অন্যায়, আর দূর্নীতির রোষানলে পরা বাংলাদেশকে রক্ষা করবে।

১০ নভেম্বর - ২০১৯ গল্প/কবিতা: ২ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ছোটবেলা”
কবিতার বিষয় "ছোটবেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ডিসেম্বর,২০২৪