হয়নি মিলন

একটি বিয়ে (আগষ্ট ২০১৯)

তোজাম্মেল হক খোকন
মোট ভোট ১৪ প্রাপ্ত পয়েন্ট ৪.৩৬
  • ১৫
  • ১৭

ছিলো কত আশা,
আর ভালোবাসা,
জীবনে,

মনে সব আশা,
করবো খোলাসা,
মিলনে।

মোর এ চাওয়া,
হলোনা পাওয়া,
তোমাকে,

যোগ্য নয় বলে,
দূরে ঠেলে দিলে,
আমাকে।

কত না এঁকেছি,
কত না দেখেছি,
স্বপন,

জীবনটি ভরে,
কতই না করে,
যতন।

যদি না ই হবে,
কেন স্বপ্ন তবে,
দেখালে?

কত ঘুরে ফিরে,
রোজ নদী তীরে,
বিকালে।

কথা দিয়ে ছিলে,
এক সাথে মিলে,
থাকবে,

ভাবিনি তো আমি,
এভাবে যে তুমি,
ভাগবে।

ভুলিব না প্রিয়,
রাখবো তোমায়,
মনেতে,

থাকবো আশায়,
পাইতে তোমায়,
কাছেতে।

বন্ধ দু’নয়নে,
তোমায় স্বপনে,
দেখবো,

সপ্নে সাথী সেজে,
কল্পনার মাঝে,
বাঁচবো।

হয়নি মিলন,
হতাশ জীবন,
নয়তো,

মরণের পর,
পাবে দেখা মোর,
হয়তো।

সেই শুভক্ষণে,
হৃদয় মিলনে,
দু’জনে,

হবে পূর্ণ আশা,
সব ভালোবাসা
সেদিনে।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
ফয়জুল মহী এক রাশ মুগ্ধতা ।
ভালো লাগেনি ১৭ ফেব্রুয়ারী, ২০২০
সাইদ খোকন নাজিরী প্রেমিক পুরুষ।মজা পেলাম।চলুক এভাবে...........
Jamal Uddin Ahmed অভিনন্দন, কবি।
ভালো লাগেনি ১৭ সেপ্টেম্বর, ২০১৯
মোঃ নুরেআলম সিদ্দিকী অনেক অভিনন্দন ভাই
ভালো লাগেনি ১৬ সেপ্টেম্বর, ২০১৯
মাইনুল ইসলাম আলিফ অনেক অনেক অভিনন্দন ও শুভ কামনা।
ভালো লাগেনি ১৬ সেপ্টেম্বর, ২০১৯
বিশ্বরঞ্জন দত্তগুপ্ত শুভকামনা সহ অনেক অভিনন্দন ।
ভালো লাগেনি ১৬ সেপ্টেম্বর, ২০১৯
জুলফিকার নোমান অনেক অনেক অভিনন্দন ও শুভ কামনা।
ভালো লাগেনি ১৬ সেপ্টেম্বর, ২০১৯
Fahmida Bari Bipu শুভেচ্ছা ও অভিনন্দন।
ভালো লাগেনি ১৬ সেপ্টেম্বর, ২০১৯
মোঃ নুরেআলম সিদ্দিকী বেশ জমালেন কবি, খুব ভালো লেগেছে... শুভ কামনা কবি।।

লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা ব্যাখ্যায় লেখকের বক্তব্য

কবিতাটিতে কবির প্রিয়া সাথে মিলন না হওয়ার দুঃখ বা বেদনা প্রকাশ করা হয়েছে । সাধারণত প্রেমিক তার প্রেমিকার সাথে কোন একদিন মিলন হবে এই আশায় প্রেম করে । তাদের মিলন'কে কেন্দ্র করে অনেক আশা নিয়ে স্বপ্ন দেখতে থাকে । কিন্তু বাস্তবে মিলন হতে হলে প্রেমিকার পরিবারের চাহিদা অনুযায়ী প্রেমিককে যোগ্য হতে হয় । কবিতাটিতে প্রেমিকের সেই যোগ্যতা না থাকার কারণে তাদের মিলনে স্বপ্ন সফল হয়নি । তাই কবিতার নাম দেওয়া হয়েছে "হয়নি মিলন" । এটা প্রেমিকার সাথে প্রেমিকের মিলন'কে কেন্দ্র করে লেখা হয়েছে ।

২৫ জুন - ২০১৯ গল্প/কবিতা: ৮ টি

সমন্বিত স্কোর

৪.৩৬

বিচারক স্কোরঃ ২.৬৮ / ৭.০ পাঠক স্কোরঃ ১.৬৮ / ৩.০

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ভালবাসা”
কবিতার বিষয় "ভালবাসা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ জানুয়ারী,২০২৫