ছিলো কত আশা,
আর ভালোবাসা,
জীবনে,
মনে সব আশা,
করবো খোলাসা,
মিলনে।
মোর এ চাওয়া,
হলোনা পাওয়া,
তোমাকে,
যোগ্য নয় বলে,
দূরে ঠেলে দিলে,
আমাকে।
কত না এঁকেছি,
কত না দেখেছি,
স্বপন,
জীবনটি ভরে,
কতই না করে,
যতন।
যদি না ই হবে,
কেন স্বপ্ন তবে,
দেখালে?
কত ঘুরে ফিরে,
রোজ নদী তীরে,
বিকালে।
কথা দিয়ে ছিলে,
এক সাথে মিলে,
থাকবে,
ভাবিনি তো আমি,
এভাবে যে তুমি,
ভাগবে।
ভুলিব না প্রিয়,
রাখবো তোমায়,
মনেতে,
থাকবো আশায়,
পাইতে তোমায়,
কাছেতে।
বন্ধ দু’নয়নে,
তোমায় স্বপনে,
দেখবো,
সপ্নে সাথী সেজে,
কল্পনার মাঝে,
বাঁচবো।
হয়নি মিলন,
হতাশ জীবন,
নয়তো,
মরণের পর,
পাবে দেখা মোর,
হয়তো।
সেই শুভক্ষণে,
হৃদয় মিলনে,
দু’জনে,
হবে পূর্ণ আশা,
সব ভালোবাসা
সেদিনে।
advertisement
পাবে দেখা মোর,
হয়তো।সুন্দর প্রকাশ।আসবেন আমার পাতায়।