মিলন হবে যদি

একটি বিয়ে (আগষ্ট ২০১৯)

Ahad Adnan
  • ৭১
তোমার সাথে মিলব অথচ আজ আমি দক্ষিণ আর তুমি উত্তরে,
আমার মন থমকে আছে সতেরো আর তুমি পৌছে গেছ
সত্তুরে।
তুমি কথা দিয়েছিলে যেন পৃথিবীর সবচেয়ে সহজ কাজ
বাক্যদান,
মিলনের আশায় তবে কেন ফিকে মরে পড়ে এই হৃদয়ের কাব্য-গান।
আমি এখনও কুয়াশা ভোরে পিছু তাকিয়ে খুঁজে ফিরি প্রেমের সূর্যতাপ,
তুমি যেন গ্রহণের কালে মনে করিয়ে দেয়া অযাচিত এক মূর্ত-পাপ।
মহাসাগরের কৃষ্ণতম অঞ্চলে পড়ছে নাকি পদচিহ্ন ভীষণ গৌরবে,
তোমার মনের তল আজও লুকিয়ে কী ছলে, মাখিয়ে কোন সৌরভে।
চোখে চোখ রেখে স্বপ্ন দেখতে পারে এমন ভাগ্য হয় জগতে ক'জনার,
সেই আশাতেই পেরিয়ে গেল দিন মিলনের, গেল রাত প্রেম রচনার।
তবে কেমন হয় বলো যদি দু'জনে ফিসফাস চলে আসি গোপন চুক্তিতে,
প্রেম করব, মিলব কালেভদ্রে, শুধু বাধা পড়ব না কোন যুক্তিতে।
তোমার জন্য চলে যেতে পারি সত্তুরে, নেমে আসো যদি সতেরোতে,
উত্তর দক্ষিণ এক করে রেখে দেব তোমায় মনের ঠিক ভেতরে'তে।
জলপ্রপাতের মত ঝাপিয়ে পড়তে গিয়ে তোমার বুকের কোমল ভাঁজে,
মিলনের রাত সাজিয়ে দিতে জানি লালনীল রঙিন হাজারো সাজে।
কথা দিয়ে যদি রাখতে জানতে চির-অবোধ্য প্রানের প্রিয়তমা,
পৌনঃপুনিক মিলনের রাতে মুছে দেব জঞ্জাল যত হাইফেন, দাড়ি, কমা।
শেষ ভরসার পরেও আশা থাকে, এমনই নাকি ছিল সবসময়,
তুমি থাকলে পাশে স্বর্গের তুলো করে উড়াবো, দৈনন্দিন এই অয়োময়।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
রুহুল আমীন রাজু সুন্দর প্রকাশ। শুভ কামনা।
মোঃ নুরেআলম সিদ্দিকী পৌনঃপুনিক মিলনের রাতে মুছে দেব জঞ্জাল যত হাইফেন, দাড়ি, কমা। খুব সুন্দর একটি লেখা, বিমুগ্ধ হলাম।। শুভ কামনা রইল।।
রঙ পেন্সিল অনেক দিন পর কবিতা পেলাম। অসাধারন!

লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা ব্যাখ্যায় লেখকের বক্তব্য

মিলন নিয়ে আকুতি, প্রত্যাশা, পাওয়া না পাওয়ার হিসেব, সম্ভাবনা এসব নিয়ে একটি জটিল অংক এই কবিতায়।

২৩ সেপ্টেম্বর - ২০১৮ গল্প/কবিতা: ৪১ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "অবহেলা”
কবিতার বিষয় "অবহেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ এপ্রিল,২০২৪