জাল

ঝড় (এপ্রিল ২০১৯)

সালাহ উদ্দিন শুভ
  • ৫৪
সম্ভবত রাত জেগে কাজ করার ফলে ঘুম আসছিল না একটুও।
ভোর ৪টা,
ঝুমঝুম আওয়াজে হাজির হল সে।
কেন যেন ধরে রাখতে পারলাম না নিজেকে,
ঝুমের তালে ইচ্ছেমত নাচলাম পাখা মেলে,
হারিয়ে গেলাম তার কোলাহলে।
ক্ষানিক বাদেই,
বজ্রপাত।
কেন যেন হৃদয়ে আঘাত হেনে দিল,
বৃষ্টির ঝুমঝুম ধ্বনি আর বজ্রের হুংকার,
আমাকে কেন যেন নিথর করে দিল।
কোন এক চাপা আর্তনাদে
মুখ ফসকে বেরিয়ে গেল।
যাহ্‌,

ঘরে ফিরে এসে ঘুমন্ত বাবাকে জড়িয়ে ধরলাম,
বাবাও আমার মাথায় হাতটা বুলিয়ে দিলেন ঘুমের পরশেই।
সারারাত ধরে রাখা এক সমুদ্র জলবিন্দু
বাবার বুকের উপরে ঢেউরে ঢেউরে পরছিল।
এখন চেয়ে আছি দুরভিসন্ধির দিকে,
ঋনখেলাপী এ জীবনের মাঝপথে এসে যদি অংক হিসেব পাল্টে যায়!
তবে আমার আমিকে অচেতন করে এ উপন্যাসটাও মুচকি হেঁসে কড়া নাড়াবে আমার দরজায়।
অভিলাষী এ মন,
মন দিয়ে কি হবে যদি মন যমুনায় ঝড়ের বেগে ঘূর্ণি হয়?
সেই ঘূর্ণিতে একদিন না একদিন আমাকে উড়তেই হবে।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মাইনুল ইসলাম আলিফ ঋনখেলাপী এ জীবনের মাঝপথে এসে যদি অংক হিসেব পাল্টে যায়!// এই পংক্তিতে অংক শব্দটা না থাকলেও মনে হয় চলতো।এটা আমার অভিমত।কবিতা অসাধারণ হয়েছে।ভোট রইল।আসবেন আমার পাতায়।
অসংখ্য ধন্যবাদ আপনার মতামতের জন্যে। এখানে 'অংক হিসেব' বলতে জটিল হিসেবের কথা বুঝাতে চেয়েছি। হিসেব সাধারণ অনেক কিছুরই হতে পারে, তাই জটিল হিসেবকে বুঝানোর জন্যে 'অংক হিসেব' ব্যবহার করেছি। আপনার দৃষ্টিভঙ্গিকে আমি আনন্দের সহিত আমন্ত্রিত করছি। এটা আমার জন্যে অনুপ্রেরণার। ধন্যবাদ
মোঃ নুরেআলম সিদ্দিকী মন দিয়ে কি হবে যদি মন যমুনায় ঝড়ের বেগে ঘূর্ণি হয়? সেই ঘূর্ণিতে একদিন না একদিন আমাকে উড়তেই হবে। চমৎকার বললেন ভাই, অসাধারণ।।
জেনে ভাল লাগল, আপনার মন্তব্যের জন্যে ধন্যবাদ।
রুহুল আমিন ইমন মন দিয়ে কি হবে যদি মন যমুনায় ঝড়ের বেগে ঘুর্ণি হয়? খুব সুন্দর লিখেছেন ভাই।
আপনাকে ধন্যবাদ মন্তব্যের জন্যে।

লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা ব্যাখ্যায় লেখকের বক্তব্য

ঝড় শুধু প্রাকৃতিক দুর্যোগই বয়ে আনে না, মানুষের মনের ঝড়ও ভয়াবহ দুর্যোগ বয়ে আনে মনে। যে ঝড় তাকে কাবু করে ফেলে, দুমড়ে-মুচরে বিমর্ষ করে ফেলে। পঙ্গু জীবনকে টানতে টানতে আবারো একসময় সেই ঝড়েই জীবনের হিসেব নিকেশ পালটে যায়।

০৪ ডিসেম্বর - ২০১৭ গল্প/কবিতা: ৬ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ছোটবেলা”
কবিতার বিষয় "ছোটবেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ডিসেম্বর,২০২৪