আমি এই ধরণীর মায়া ত্যাগ করেছি ভেবনা কেও আমি একেবারেই হারিয়ে গেছি বিয়োগবিধুরা অশ্রুসিক্ত পদ্যের চরণগুলোর মাঝে খুঁজে দেখ আমাকে এই গোধূলির সাঁঝে দেখবে সেখানে আমার আত্নরূপ মিশে আছে।
ছোট গল্পের অনাকাঙ্ক্ষিত শেষ পরিণতিটাকে দেখে যদি চোখে জল আসে বুঝে নিও আমি তোমায় ছুঁয়ে গেলাম তোমার ওই চিবুকে ঠাঁই করে নেব তখন অবুঝভাবে পরম ভালোবেসে আকাশের দিকে একবার তাকিয়ে দেখ মুক্ত তার উদারতার কথা যদি ভুলেও ভাব শুনে রাখ আমি বলে গেলাম ওই গগনের নীল রঙের সাথে আমি ঘুরে বেড়াই দিবারাত্র।
চেয়ে দেখ ধানক্ষেতের আলের দিকে অনুভবে জেগে উঠবে আমার হেঁটে চলা কোকিলের কণ্ঠের করুণ সুর শুনে মনে হবে এ বুঝি আমারই কথা যেগুলো ছিল না বলা। এত কিছুর পরও তুমি আমায় হাজার খুঁজেও কাছে পাবেনা আমি তো স্বর্গপথের অন্তিম পথিক এই নিসর্গলোকের ধরা ছোঁয়ার বাইরে জীবনপথের ওপারে দাঁড়িয়ে কেও আমায় চিনতে না পারলেও আমি তোমায় চিনে নেব ঠিক!!!
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
ওয়াহিদ মামুন লাভলু
গোধূলির সাঁঝে কারো আত্মরূপ যদি মিশে থাকে তবে সে সত্যিই চিরতরে হারিয়ে যায়নি। কিন্তু ছোট গল্পের অনাকাংখিত পরিণতিতে চোখ জল এলে যদি ধরে নেওয়া যায় যে কেউ ছুঁয়ে গেল, তবে তা তো বেদনার ইঙ্গিত দেয়, মনে হয় সে তো হারিয়েই গেছে। ধান ক্ষেতের আলের দিকে তাকালে অনুভবে যদি কারো হেঁটে চলা কল্পনায় ভেসে ওঠে তবে তো ধরে নেওয়া যায় যে কেউ একদিন ছিল কিন্তু এখন সে নেই। পুরো কবিতা জুড়ে প্রেমের বেদনার ছোঁয়া পেলাম। অনেক মানসম্পন্ন কবিতা। আমার শ্রদ্ধা গ্রহণ করবেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো। আমার জন্য দোয়া করবেন প্লিজ। ভাল থাকবেন। নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা নিবেন।
মাইনুল ইসলাম আলিফ
জীবনপথের ওপারে দাঁড়িয়ে
কেও আমায় চিনতে না পারলেও
আমি তোমায় চিনে নেব ঠিক!!! অনেক সুন্দর একটি কবিতা।পছন্দ,ভোট আর শুভ কামনা রইল।আমার পাতায় আমন্ত্রণ।
মামুনুর রশীদ ভূঁইয়া
আমি তো স্বর্গপথের অন্তিম পথিক
এই নিসর্গলোকের ধরা ছোঁয়ার বাইরে
জীবনপথের ওপারে দাঁড়িয়ে
কেও আমায় চিনতে না পারলেও
আমি তোমায় চিনে নেব ঠিক!!!.. কবির কল্পনা শক্তির কাছে হার মানেনি আবেগ। অনেক সুন্দর। লিখতে থাকুন। ভবিষ্যতে আরো সুন্দর সুন্দর কবিতা প্রত্যাশা করি। সময় পেলে আমার গল্পটি পড়বেন। ভোট, শুভকামনা ও অবশ্যই পছন্দ থাকল। ধন্যবাদ।
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
প্রতি মাসেই পুরস্কার
বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।
লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন
প্রথম পুরস্কার ১৫০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।
দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।