১৪ ফেব্রুয়ারী

অন্ধ (মার্চ ২০১৮)

নাঈম রেজা
  • ২৩
১৪ফেব্রুয়ারী ভালবাসা দিয়ে শুরুকরি
এ আনন্দের কথা না বলে কেমনে থাকতে পারি?
প্রিয়ার মুখের মিষ্টি মিষ্টি হাসি
ফেব্রুয়ারী তাই তো তোমাই ভালবাসি ।

মনে কত দুঃখ বেদনা ভরা দিন
চারিদিকে শুধুই আমি ঋণ ।
ফেব্রুয়ারী তোমার আনন্দে উৎফুল্য,
তুমি’ই বলে দাও তোমার
কার সাথে করব সমতুল্য ।।
তোমার স্বরণে আজ মেসে
বিরানী-পোলয়া খাওয়ার আয়োজন
ছোট খাট বোনভোজন ।

গানে গানে গেয়ে যায়
কত জনের সুক,
১৪তোমার এই দিনে
ভেসেছিল কত মা-বোনের বুক!

কেউ বোঝে না এই দিনের কষ্ট
অকারণে কত অর্থ করেছে লোকে নষ্ট ।

১৪মানে দেশে মানুষ দেশকে ভালবাসে
১৪আমাদের অন্তরের সাথে গেছে মিশে,
বাংলাদেশ লাল-সবুজের বিজয় নিশান
সেই থেকে শান্তি পেল বাংলার কৃষান ।
বর্তমানে প্রেমিক প্রেমিকার প্রেম লিলা
কত প্রেমিক প্রেমিকা খেলছে প্রেম খেলা,
গভির রাতে চিন্তা প্রিয়ার জন্য একটা লালগোলাপ
সকালে উঠে আগে করব প্রিয়ার সাথে আলাপ ।

কলেজ পথে বসে থেকে প্রিয়ার নাই দেখা
প্রেম দিবসে শুরু করলাম প্রিয়ার চিঠি লেখা,
উড়ালদিয়ে পক্ষি আমার গেল চলে দুরে
এই দিনটা আবার কবে আসবে ঘুরে?

দুঃখে গ্লানির মাঝেও তুমি এসেছো
প্রেমের দোলা নিয়ে ।
হাসি মুখে বরন করে নিয়েছি
লালগোলপ দিয়ে ।

তুমি এসেছো ভাল হয়েছে বেশ
তোমাকে পেয়ে শান্তিপেল বাংলাদেশ ।।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
ওয়াহিদ মামুন লাভলু প্রিয়ার মুখের মিষ্টি হাসির কারণেই ভালবাসা দিবসকে এত ভাল লাগে। মনের দুঃখ বেদনা ভালবাসা দিবসের আনন্দে দূর হয়ে যায়। কিন্তু এই দিনে কলেজ মাঠে বসে থেকেও যদি প্রিয়ার দেখা না পাওয়া যায় তবে খুবই দুঃখ লাগে হৃদয়ে, মনটা হতাশ হয়ে যায়। অনেক ভাল লাগল কবিতাটি। আমার শ্রদ্ধা গ্রহণ করবেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো।
সেলিনা ইসলাম বেশ লাগলো। সঠিক বানান এবং শব্দ নির্বাচনে আরও খেয়াল দিতে হবে। আরও সুন্দর সুন্দর কবিতা পড়ার প্রত্যাশায় শুভকামনা।
মামুনুর রশীদ ভূঁইয়া হুম, ভাবছি কি মন্তব্য করব? আস্তে আস্তে কবি হয়তঃ নিজেকে গুছিয়ে নেবেন। তবে কবিতার থিমটি কিন্তু ভালো ছিল। গাথুনিতেও জোর ছিল। শেষ দিকে একটু আনমনা ভাব-কবিদের এরকম হয়; আমারও হয় এরকম। তবে প্রচেষ্টাটির জন্য সাধুবাদ। পছন্দ ভোট সবই থাকল কবির শুভকামনায়। আসবেন আমার পাতায়। ভালো লাগা-মন্দ লাগা জানালে ভালো লাগবে।
সাদিক ইসলাম কবিতার মাঝটা ভালো লাগলো শুরুটা ছাড়া। শুভ কামনা। আমার কবিতায় আমন্ত্রণ।
ম নি র মো হা ম্ম দ শুভকামনা নিরন্তর। ...যখন সময় হবে আমার কবিতার পাতায় একবার ঘুরে যাবেন ,আপনাদের মন্তব্য আমার আগামীর লেখনী!
সালসাবিলা নকি কবি, আপনার প্রচেষ্টা ভালো। শুভাকাঙ্ক্ষী হিসেবে কিছু পরামর্শ দিতে চাই। লেখার আগেই বিষয়বস্তু ঠিক করে ফেলুন, অর্থাৎ আসলেই আপনি কী নিয়ে লিখতে চান, কোন কোন বিষয় আনবেন, একটার সাথে একটা সামঞ্জস্যপূর্ণ কিনা, অন্যদের কবিতা(যারা এই ব্লগে ভালো লিখে বলে প্রসিদ্ধ হয়ে আছেন তাদের) কবিতা বেশি বেশি পড়ুন, লেখা শেষে চেক, রিচেক করে দেখুন ভুল ত্রুটি থেকে গেল কিনা। শুভকামনা রইল
মোঃ নুরেআলম সিদ্দিকী দুঃখে গ্লানির মাঝেও তুমি এসেছো প্রেমের দোলা নিয়ে । হাসি মুখে বরন করে নিয়েছি লালগোলপ দিয়ে । তুমি এসেছো ভাল হয়েছে বেশ তোমাকে পেয়ে শান্তিপেল বাংলাদেশ ।। কবিতা খুব ভালো লাগলো। তবে বানানে আরও সচেষ্ট হওয়া চাই.... শুভকামনা নিরন্তর।

০২ অক্টোবর - ২০১৭ গল্প/কবিতা: ১৫ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ছোটবেলা”
কবিতার বিষয় "ছোটবেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ডিসেম্বর,২০২৪