পারমিতা

প্রশ্ন (ডিসেম্বর ২০১৭)

এস. ইমাম মেহেদী হাসান
মোট ভোট ৫৮ প্রাপ্ত পয়েন্ট ৫.১৩
  • ৩২
এ বুকের মাঝখানটায়-
অনেকটা জায়গা খালি পড়ে আছে,
বহুদিন চাষাবাদ করিনি সেথায়- বপন করিনি কোনো বীজ!
অবজ্ঞায়- অবহেলায়- পতিত জমি- আজ নির্ভয় আগাছার বসতি!
বুনো ঘাস- বুনো লতা...
অচেনা কত্তো রকমের- অযাচিত-উপেক্ষিতের আনাগোনা!
তবুও পাইনি তোর দেখা, যার জন্যে এতো বছরের অপেক্ষা!
তোর মনে আছে পারমিতা?।
স্কুলের ট্রেনটা ইচ্ছে করেই ছেড়ে দিতাম রোজ,
আর অপেক্ষায় থাকতাম ফিরতি ট্রেনের।
যে ট্রেনে ফিরবে আমাদের বন্ধুরা!
মনে মনে ভাবতাম- ট্রেনটা যেন ফিরে না আসে আর!
এখানেই ঠাঁই বসে রবো অনন্তকাল….
কিন্তু বেরসিক ছিলো ট্রেনটা,
সময়ের ব্যাপারে একদম সোজাসাপ্টা।
স্টেশনে পৌছাতেই বিকট হুইসেলের শব্দ-
ভেঙ্গে দিতো স্বপ্ন দেখার নীরবতা!
তারপর –
যে যার মতো বাড়ী ফেরার আয়োজন,
যেন কেউ চিনি না কাউকে- কোনদিন!
এভাবেই অচেনা হবি- একদিন
ভাবতে পারিনি সেদিন!
মনে পড়ে- বইয়ের পাতার ভাঁজে প্রথম চিঠির কথা!
ভুল বানানে লেখা সেই চিঠি - বুঝে নিতে কষ্ট হয়নি একটুও!
যেমন কষ্ট হয়েছিলো- পড়তে শেষ চিঠিটা!
সেই চিঠি লেখার অভ্যাস আজও আছে!
বানানগুলো আগের মতো ভুল হয় না- ওতোটা!
তবে ঠিকানাটা ঠিক মনে নেই,
আজকাল-স্মরণশক্তি কমেছে কিছুটা।
পারমিতা,তোর ওখানে বৃষ্টি হয়?
দু'হাত দিয়ে বৃষ্টি ধরিস?
আদর দিয়ে গায়ে মাখিস?
আমি কিন্তু রোজ ভিজি !
সকাল-দুপুর- গভীর রাতি-
কেউ জানেনা ..কেউ দেখেনা.. কেমন করে -লোনা জলে সাঁতার কাটি!
পারমিতা !
তোর শরীরে সেই বেলী ফুলের কড়া গন্ধটা আজও আছে?
যে গন্ধে উন্মাদ হয়ে ছুটে যেতাম,
বুক ভরে টেনে নিতাম তার নির্যাস।
নাকি নতুন কোনো গন্ধ গ্রাস করেছে তাকে ?
জানিস- আমার শরীরের গন্ধটা আপাদমস্তক বদলে গেছে।
মরা মানুষের লাশ পঁচা গন্ধ এখানে!
কি উৎকট- বিভৎস সে গন্ধ !প্রেমিক মরা গন্ধ।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
কাজী জাহাঙ্গীর অনেক অনেক অভিনন্দন।
এস. ইমাম মেহেদী হাসান ধন্যবাদ ও শুভকামনা রইলো সকল বন্ধুদের প্রতি। গল্পকবিতা ডট কম এর নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি।
ভালো লাগেনি ১৮ জানুয়ারী, ২০১৮
সেলিনা ইসলাম অনেক অনেক অভিনন্দন রইল।
মোঃ মোখলেছুর রহমান অনেক অনেক অভিনন্দন রইল।
মাইনুল ইসলাম আলিফ অনেক অনেক অভিনন্দন প্রিয় বন্ধু।
ভালো লাগেনি ১৫ জানুয়ারী, ২০১৮
মুশফিক রুবেল অনেক অনেক অভিনন্দন রইলো , ভাল থাকবেন
ভালো লাগেনি ১৫ জানুয়ারী, ২০১৮

৩০ সেপ্টেম্বর - ২০১৭ গল্প/কবিতা: ৪ টি

সমন্বিত স্কোর

৫.১৩

বিচারক স্কোরঃ ২.৬৪ / ৭.০ পাঠক স্কোরঃ ২.৪৯ / ৩.০

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ছোটবেলা”
কবিতার বিষয় "ছোটবেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ডিসেম্বর,২০২৪