নীল রঙ

প্রশ্ন (ডিসেম্বর ২০১৭)

শাহীন নীল
  • ৫৪
আমার খুব ভালো লাগতো নীল রঙ,
নীল রঙ যেনো আমার শরীরে মিশে আছে,
খুব ছোট থেকেই নীল রঙ ভালো লাগে,
ভালো লাগে নীল রঙের টি শার্ট
নীল রঙের প্যান্ট
এমন কি নীল রঙের পাঞ্জাবী,
তাইতো নীল রঙ দিয়ে রুমটাও সাজানো।।

একদিন এক অনুষ্ঠানে,
দেখলাম নীল জামা পড়া একটি মেয়ে,
নীল রঙের টিপ কপালে,
হাতে নীল কাঁচের চুড়ি,
কাছে গিয়ে দেখি
আকাশ থেকে নেমে এলো বুঝি নীলপরী।।

সেদিন থেকে মেনে নিলাম,
তুমি হবে আমার হৃদয়ের রানী,
মনে মনে ভাবলাম আমি।।
বাড়িতে গিয়ে রুমে ডুকে নীল রঙ কে বললাম,
তোদের পর ছায়া খুঁজে পেয়েছি।।

শুনেছি নীল নাকি বেদনার রঙ,
তবুও নীল রঙ,
নীল আকাশ আমার ভালো লাগে,
আমার ঘরটা সম্পূর্ণ নীল রঙের,
নীল রঙের সব চাহিদা।।

খুঁজতে খুঁজতে বেড়িয়ে এলাম বাড়ি থেকে,
কোথায় আছে সেই নীল রঙের জামা পড়া,
আমার নীলাম্বরী।।
খুঁজে খুঁজে ক্লান্ত আমি,
তবুও পেলাম না তার দেখা।।

বেশ কিছুদিন তাকে ভাবতে ভাবতে,
একদিন দেখা হলো এক মার্কেটে,
গভীর মনোভাব নিয়ে দেখলাম তাকে,
হঠাৎ ঘুরে তাকালো আমার দিকে,
বেশ অপূর্ব লাগছিলো তাকে।।

ঠোঁটের রঙ বেরঙে রোমান্টিক মুচকি দিয়ে,
ওঠে গেলো দোকান থেকে,
আমি গিয়ে কিনলাম তার পছন্দের নীল জামাটা,
হাতে নিয়ে জামাটা,
চলে এলাম দোকান থেকে।।

পিছু নিলাম তার,
ঘুরে দেখলো আমাকে,
গালে টোল পড়া তার হাসিতে,
হোঁচট খেতে হলো আমাকে।।
চোখ মেলে দেখি উধাও,
কোথায় গেলো কে জানি,
এত মানুষের ভিড়ে কোথায় পাবো,
আমার নীল রঙের উপ ছায়াকে।।

চোখে জল নিয়ে চলে এলাম বাড়িতে,
জামাটা খুলে রাখলাম আলমারিতে।।
উদাসীনি মন নিয়ে,
আকাশের দিতে তাকিয়ে,
ভাবলাম আর কি দেখা হবে না,
গালে টোল পড়া আমার নীলাম্বরীর সাথে।।

প্রতিদিন দুই একবার দেখি সেই জামাকে,
আর খুঁজে ফিরি সেই নীলাম্বরী কে,
রাস্তাঘাট ঘুরে ঘুরে,
সারাটা দিন উপেক্ষা করে,
আর দেখা মিল্লো না তার।।
খুব যত্ন করে রেখে দেওয়া জামাটা,
একদিন হঠাৎ করে দেখি আলমারিতে নাই,
কোথায় রাখলাম কিছুই মনে নাই,
আজকাল আমার কিছুই মনে পড়ে না,
শুধু তার চেহারা ছাড়া।।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
ওয়াহিদ মামুন লাভলু ভালোবাসার মানুষের সাক্ষাৎ পাওয়া গেল। তাকে কল্পনায় হৃদয়ের রানী বানিয়েও ফেলা হলো। কিন্তু তাকে আর খুঁজেই পাওয়া গেল না। ভীষণ কষ্টদায়ক। অনেক ভাল লেখা। শ্রদ্ধা জানবেন। ভাল থাকবেন।
ভালো লাগেনি ২৬ ডিসেম্বর, ২০১৭
কৃতজ্ঞতা জানবেন প্রিয়
ভালো লাগেনি ১৩ জানুয়ারী, ২০১৮
Farhana Shormin ভাল লাগল। ধন্যবাদ
ভালো লাগেনি ২৫ ডিসেম্বর, ২০১৭
ধন্যবাদ
ভালো লাগেনি ১৩ জানুয়ারী, ২০১৮
মামুনুর রশীদ ভূঁইয়া যেনো কষ্টের নীল চাষী... ভালো লেগেছে...
ভালো লাগেনি ২২ ডিসেম্বর, ২০১৭
ধন্যবাদ প্রিয়
ভালো লাগেনি ১৩ জানুয়ারী, ২০১৮
আসবেন আমার গল্প ও কবিতার পাতায়।
ভালো লাগেনি ১৪ জানুয়ারী, ২০১৮
সাইয়িদ রফিকুল হক বেশ তো। গল্পের মতো মনে হলো। কিন্তু কবিতা তো ২০ লাইনের বেশি হয়ে গেছে। শুভকামনা রইলো।
ধন্যবাদ প্রিয়,কিন্তু এটা একটা অণু গল্প,তবে পোষ্ট করার সময় আমি বুঝিনা, এখানে কবিতা আসলো কেমন করে
ভালো লাগেনি ১৩ জানুয়ারী, ২০১৮

১১ আগষ্ট - ২০১৭ গল্প/কবিতা: ৬ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

বিজ্ঞপ্তি

“এপ্রিল ২০২৪” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ এপ্রিল, ২০২৪ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী