ভালোবাসার শেষ চিঠি

আঁধার (অক্টোবর ২০১৭)

শাহীন নীল
  • ৩৪
আজকে তোকে ফোন দিলাম,
রিসিফ করার আগেই কেটে দিলাম,
ভয় হয়েছিলো যদি তুমি বুঝে যাও আমি,
তাহলে ভাব্বে এখনো আমি তোমার প্রতি দুর্বল।

আর এটাই ভেবে যদি আবার আমাকে কাদাও,
সেই ভয়ে নাম্বার চেন্স করেই ফোন দিলাম।
হয়তো তুমি ভেবেছো কি ভিতু আমি,
হ্যা,আমি খুব ভিতু,
শুধু তোমাকে হারানোর ভয় আমার মনে তাড়া করে বেড়ায় সেই ভয়ে আমি ভিতু।

সাহস হয়না তোমাকে বলার,
কেমন আছো তুমি,
আমাকে কি ভুলে গেছো,
না এখনো আমাকে আগের মতই,
মনে রেখেছো,
আমার জন্য কি আজো রাত জাগো,
একা একা শিরির মাঝে বসে,
মোবাইল হাতে নিয়ে আমার ছবি দেখো।

তুমি হয়তো ভেবেছো আমি ভুলে গেছি,
না এটা ভুলা যায় না,
আমি কি পাড়বো তোমাকে ভুলতে পারবোনা,
আমি চাইলেও,
আমার মন তা চায় না।

আমি একা একা চলতে এখন শিখে গেছি,
তবে রাত জাগাটা ভুলিনি আজো,
খুব বেশি মনে পরে তোমায়,
তুমি আমি সারারাত জেগে গল্প করা,
কত বাহানা করতে তুমি,
আমি চুপ করে শুধু দেখতাম।

জানো আমি আজো দেখি,
কিন্তু সেই রাতে মত না,
এখন দেখি রাত ভরে তোমার ছবি,
আর ছাপ করি চোখের জল দিয়ে,
এই মনের দুটি আখি।

স্বপ্নহীন ছিলাম তুমি স্বপ্ন দেখালে,
একা ছিলাম তুমি এলে,
এখন ক্রমে ক্রমে সব বদলে নিলে তুমি,
শুধু চেয়ে চেয়ে থাকি আমি,
তবুও আমি তোমাকেই ভালোবাসি,
তবুও স্বপ্ন তোমাকে নিয়েই দেখি।

আর কিছু লেখার মত ভাষা নেই আমার কাছে,
তবুও বলবো এই শহরের যেখানেই থাকো,
ভালো থেকো সুখে থেকো,
যেনো কষ্টে কাটা তোমার শরীরে না বেধে,
এখানেই সমাপ্তি দিলাম।।

ইতি,
তুমি হীন আমি।।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
প্রজ্ঞা মৌসুমী পুরো কবিতায় যদি দশ-এগারোটা বানানই ভুল থাকে, সেটা তো ভাবনার কথা। কবিতার শুরু হলো তুই দিয়ে, পরের সম্বোধন তুমি। লেখার আবেগ ভালো। কিছু কথা ভালো লেগেছে। চেষ্টায় আরো ক্রিয়েটিভিটি বাড়বে। শুভ কামনা
ধন্যবাদ কবি,আসলে বানান ভুল মানুষের ই হয়,বুঝিয়ে দেয়ার জন্য ধন্যবাদ
তা ঠিক! মানুষের আছে ভুল করার অধিকার। তবে কী, অধিকার বেশি হলে তাকে বলে যথেচ্ছাচার। পাঠক হয়তো মনে করতে পারে- লেখাটা হয়তো লেখক ভালো করে রিভিউ করেননি কিংবা লেখক আসলে ভুল বানানই জানেন। তো এজন্যই বলা আর কি।
আপনাকে ধন্যবাদ, আসলে কি বলবো,নতুন নতুন লেখি তো।
গোবিন্দ বীন স্বপ্নহীন ছিলাম তুমি স্বপ্ন দেখালে, একা ছিলাম তুমি এলে, এখন ক্রমে ক্রমে সব বদলে নিলে তুমি, শুধু চেয়ে চেয়ে থাকি আমি, তবুও আমি তোমাকেই ভালোবাসি, তবুও স্বপ্ন তোমাকে নিয়েই দেখি।ভাল লাগল,আমার পাতায় আমন্ত্রণ রইল।
ধন্যবাদ প্রিয় বন্ধু।
খন্দকার আনিসুর রহমান জ্যোতি হুম....প্রেম পত্র....ভালো প্রয়াশ..........
ধন্যবাদ প্রিয় বন্ধু পাঠক
পন্ডিত মাহী আরো চেষ্টা দরকার। শুভকামনা রইল
ধন্যবাদ প্রিয় পাঠক বন্ধু
মোঃ নুরেআলম সিদ্দিকী কেমন যেন- গল্পের মত লাগলো। সামনে আরও যত্ন নিবেন, এমন প্রত্যাশায় শুভকামনা সহ ভোট রইল.... ভালো থাকুন নিরন্তর..
ধন্যবাদ প্রিয় বন্ধু,সুস্থ থাকোন।
কাজী জাহাঙ্গীর আবেগটা বেশ প্রখর, বানানের প্রতি আরো যত্ন নিতে হবে বেশ কিছু চোখে লেগেছে। চর্চা অব্যাহত রাখবেন আর আমাদেরে ভালো লেখা উপহার দিবেন , এই প্রত্যাশায় অনেক শুভকামনা আর ভোট থাকল।
ধন্যবাদ প্রিয় বন্ধু।।সুস্থ থাকোন।

১১ আগষ্ট - ২০১৭ গল্প/কবিতা: ৬ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "স্থিতিশীলতা”
কবিতার বিষয় "স্থিতিশীলতা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ নভেম্বর,২০২৪