স্বর্গে যাওয়া হল কই আর অজস্র নক্ষত্রের মুখ টানে পৃথিবীর পরে, কচিকাচা মানব সন্তান যেন; তাদের ফেলে কি করে স্বর্গে যাই বল? একই রক্ত বহমান শিরায়,কী করে হল হাঁড়ি মুচি ডোম; স্বার্থের আগল ভেঙে দেখি মুক্ত বাতায়ন স্বর্গের পথ চেনে বলে বসে আছে সেথা- পূজোর ফুল হাতে মালিনী।
পান্তার স্বাদ নিতে নিত্য হাতে কাস্তে কোদাল পৃথিবীর বায়ু ভারি হয় নিশ্বাসে, ঘামের স্রোতে নাচে গাঙের ঢেউ দুঃখে কিনারা বেয়ে চলে পেতলের তরী। পদ সেবে বাবু বানালো, দিল কবিতার রসদ হবে না কেন তাদের সাথে বসত।
শুনো বলি পৃথিবীর লোক- কেউই স্বর্গে যেতে পারবেনা বুজে চোখ। গু-য়ের গন্ধের দৈর্ঘ্য মাপোনি যদি কতটা শক্ত তার কিড়েঁর কামড়। কতটা শক্ত ভাঙানো ফসলের ঘুম কতটা শক্ত পেটের দায়ে বিকানো সন্তানের হাসি ।
ক্ষুধার দাবানলে পুড়েছে পেট, পেটের সংসার পুড়েছে স্বর্গের পথ বৈষম্য বারুদে, কর্তারা বসে আছে আগেভাগে অভূত স্বর্গের দুয়ারে করুনার পিচ্ছিল পথে পিচলে পড়ে অনাহারি, ছেঁড়া আঁচলের ফুটো দিয়ে পালিয়েছে ঘুম ফুটপাতে খোলা আকাশে তারাও খোঁজে স্বর্গের পথ তাদের রেখে স্বর্গে যাওয়া হল কই আর।!
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
নাজমুছ - ছায়াদাত ( সবুজ )
মানুষে মানুষে কোন বিভেদ যেন না হয় এটাই আমাদের ব্রত হওয়া উচিত , কিন্তু আমরা টা কোন কালে ভুলে বোকার মত চলছি, যারা অসহায় নিঃস্ব তাদের কে আমরা নিচু চোখে দেকি। এটা ঠিক নয় মানুষ মানুষের জন্য , আমাদের রক্ত লাল। গায়ের রঙ মানুষের মধ্যে বিভেদের দেয়াল হতে পারে না। চমৎকার লেখা ভাই ।
মাইনুল ইসলাম আলিফ
সত্যি ভাই, সত্যিকারের মানুষের কাছে দরিদ্র অনাহারীর সেবা করা স্বর্গ সুখের চাইতে বেশি।ভাল থাকুন, শুভ কামনা রইল। ভোট রইল।আসবেন আমার গল্প আর কবিতার পাতায়।
মোঃ নুরেআলম সিদ্দিকী
ছেঁড়া আঁচলের ফুটো দিয়ে পালিয়েছে ঘুম
ফুটপাতে খোলা আকাশে তারাও খোঁজে স্বর্গের পথ
তাদের রেখে স্বর্গে যাওয়া হল কই আর। খুব আক্ষেপ জমালেন কবিতায়। বেশ মন কাড়লো দাদা। কবিতা দারুণ হয়েছে। বরাবরের মতই অনেক শুভকামনা রইল।
লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা
ব্যাখ্যায় লেখকের বক্তব্য
সুপ্রিয় পাঠক,
স্বর্গ পাওয়ার জন্য সবাই ব্যস্ত ,অথচ হাড়ি মুচি ডোম তথা নিম্ন জাতি/শ্রেণির মানুষের প্রতি অবহেলার অন্ত নেই ,বুঝা হয়না তাদের দুঃখ ব্যথা । মানুষের কল্যাণে জীবন কতটুকু উৎসর্গ তা ভাবিনা। নিম্ন জাতি বা শ্রেণির মানুষেরা কর্তাদের সেবা করেই যাচ্ছে ,অথচ কর্তারা তাদের মারিয়ে স্বর্গের জন্য মহাব্যস্ত ।মুলত পার্থিবে তৈরি করতে হয় স্বর্গে যাওয়ার যান। এ জন্য ভালবাসতে হয় , মূল্যায়ন করতে হয় পার্থিব জীবনকে। পার্থিব জীবন বৃথা তো সবি বৃথা। এভাবেই বিষয়ের সাথে কবিতাটির সামঞ্জস্য করার চেষ্টা করা হয়েছে ।
১৯ মার্চ - ২০১৭
গল্প/কবিতা:
৫৮ টি
বিজ্ঞপ্তি
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
প্রতি মাসেই পুরস্কার
বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।
লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন
প্রথম পুরস্কার ১৫০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।
দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।