রতন কুমার প্রসাদ
কঠিন ও উন্নত ধারার কবিতা। ভিন্ন স্বাদ পেলাম। বেশ ভাল লিখেছেন। অসংখ্য শুভেচ্ছা। লেখা থামাবেন না। কারণ আমার নিকট মনে হলো আপনার অনেক সম্ভাবনা আছে।
প্রথমেই স্বাগত ও শুভেচ্ছা পাতায় আসার জন্য।কঠিনতা পরিহার করে ফেব্রুয়ারী সংখ্যায় লেখা পাঠানোর চেষ্টা করেছি,পড়ার জন্য আগাম আমন্ত্রন রইল। আপনার পরামর্শ মনে রইল,ভাল থাকবেন।
মাইনুল ইসলাম আলিফ
আমার কাছে একটু কঠিনই লেগেছে।মুল ভাব টা প্লিজ আমাকে একটু বলবেন প্লিজ,রিকোয়েস্ট রইল।তবে অনেক নতুন সব শব্দের ব্যবহার দেখলাম।পড়তে মন্দ লাগেনি।শুভ কামনা।
মাইনুল ভাই,ভাল আছেন আশাকরি।ভাল থাকুন এই প্রত্যাশা। ভাই যা জানতে চেয়েছেন তা তো অনেক সময় সাপেক্ষ ব্যপার তবু যতটুকু পারি বলছি। যাহোক আমি নিজেও এখনো অনোক কবিতা বুঝে উঠতে পারিনা।প্রথম যখন 'গুবাক তরুর সারি' 'বলাকা' 'সোনার তরী' 'বিদ্রোহী' ইত্যাদি ইত্যাদি পড়ি তেমন বুঝিনি। 'সোনার তরী'তো ইদানিং বুঝলাম। আর আমার কবিতায় সুযোগটা কাজে লাগালাম। জীবনান্দ তো প্রতিদিন নতুন রূপে আবিস্কৃত হয়। তবে (এটা আমার নিজস্ব ধারনা)লেখার দুটি ধারা চর্যাপদ থেকে চলে আসছে,যেটা বিকশিত হয় বিদ্যাপতি ও চন্ডীদাসের মাধ্যমে। বিদ্যাপতিতে শব্দের কারুকাজ, চন্ডীদাসে ভাবের কারুকাজ;পরবর্তী ধারায় শব্দ ও ভাবের সমন্বয় হতে থাকে। কবিগুরু রবীন্দ্রনাথের হাতে তা চরম বিকশিত হয়। আর হ্যাঁ কবিতা লেখা ও বুঝা যত সহজ,বুঝানো তত কঠিন। তবুও চেষ্টা করছি- মুল বিষয় অধরা, একে অনেকেই ধরতে চেয়েছেন, আমিও চেয়েছি।কয়েকজন বিখ্যাত কবি ও দার্শনিকের উদাহরনও টেনেছি।সবার কাছে অধরা অধরাই রয়ে গেছে,কারন অধরাকে কখনো ধরা যায়না। এ ক্ষেত্রে লালন শাহ (যদিও দেখিনি)তার বিখ্যাত ছবিতে মাথায় চুল বাঁধা েদখা যায়,অনেক পরিপাটি কিন্তু অধরার সাথে লালন শাহের তথা তাঁর অনুসারিদের যে অদ্বৈত ভালবাসা,দ্বৈত ভালবাসায় রূপান্তরের জন্য মরিয়া(যদি লালন আখড়ায় গিয়ে থাকেন)একতারার তালে তালে তাঁরা উদাস, দ্বৈত ভালবাসার জন্য দেহে সে পরিপাটিতা নেই। সোনার তরী কবির কর্মগুলো নিয়ে গেল কিন্তু কবি পড়ে রইলেন। কবির চাওয়ার যে আকুতি সেদিকে ইঙ্গিত ; বিদ্রোহী কবির ছেলের অসুস্থতা নিয়ে কবির কোন খেয়াল নেই সেদিকে ইঙ্গিত। দার্শনিক গাজ্জালির বিষয়টা ওনাকে পড়তে হবে, বিশেষ করে 'কিমিয়ায়ে সা'দাত' বইটি।(অনেক বলে ফেললাম,ত্রুটি মার্জনীয়।)
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
প্রতি মাসেই পুরস্কার
বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।
লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন
প্রথম পুরস্কার ১৫০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।
দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।