অভাগী

বৈজ্ঞানিক কল্পকাহিনী (নভেম্বর ২০১৭)

সেজান খন্দকার
গর্ভধারিণী মা আমি তোর
শোনরে অভাগা,
দশ মাস ছিলি উদরে আমার
সয়েছি অনেক ঘা।

জানলাম যেদিন প্রথম আমি
তুই আমার পেটে,
খুশিতে সবাই আত্মহারা
যেন ভাসি হাওয়াতে।

রাতভর তোর বাবা আর আমি
দেখি অনেক স্বপ্ন,
দিনের বেলায় ফাঁক পেলেও
ধরি একই গল্প।

যেদিন তুই দেখলি প্রথম
চোখদুটো মেলে,
মা হয়েছি বলে আমার
গর্বে বুক ফোলে।

এইটুকুনি পা ফেলে তুই
শিখলি হাটাহাটি,
সেই সাথে তুই আমায় ডাকিস
মা মা বলি।

আমি ভাবি আশ্চর্য তুই
কারো মত নস,
দুষ্টুমিতেও পাই না খুঁজে
তোর কোনো দোষ।

স্বপ্নগুলো পূরণ করার আসল
যখন সময়,
সৈনিক হলাম তখন আমি
তোর রক্ষায়।

ভাল মন্দ অনেক মুহুর্ত
আছে এ ধরায়,
ভাগ করে নিতাম আমরা
ছেলে ও মায়।

মনে কি পড়ে না এ স্মৃতিকথা
এমনি ভোঁতা মাথা,
ভুলে গেলি হায় তুই আমারে
ভুললি নাড়ীব্যাথা।

চার দেয়ালের বৃদ্ধাশ্রম
এমনি শত গাঁথা,
ঝুলিয়া আছে এসব কথা
বেষ্টন করে হিয়া।

সব শেষে তাই দোয়া করি হায়,
থাক অনন্ত সুখে,
কখনও যেন আসতে না হয়
এই মুখপানে।







আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মাইনুল ইসলাম আলিফ ভাল লেগেছে।শুভ কামনা।আমার পাতায় আমন্ত্রণ রইল।
রাকিব মাহমুদ এমন দুর্দশা যেন কোনো মায়ের না হয়। সকল মায়েরা ভালো থাকুন। শুভেচ্ছা আর ভোট রইল। আমার পাতায় আমন্ত্রণ।
মোঃ নুরেআলম সিদ্দিকী ভালো লিখেছেন, খুব ভালো লেগেছে....শুভকামনা রইল
অনেক অনেক ধন্যবাদ। আপনার জন্যও শুভকামনা রইল।

২৮ জানুয়ারী - ২০১৭ গল্প/কবিতা: ৬ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ভালবাসা”
কবিতার বিষয় "ভালবাসা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ জানুয়ারী,২০২৫