যাপনচিত্র

পার্থিব (আগষ্ট ২০১৮)

ডঃ সুজিতকুমার বিশ্বাস
  • ৬৫৮
বেঁচে থাকে জয় পরাজয়
যেন সহজ যাপনচিত্র;
কোনোটাই আজ কাম্য নয়
গল্পের আসর মাঝে মিত্র।

সেই সংগীতে অন্ত্যাক্ষরী
আঁকা রবে মৃত চিত্রগাঁথা
মনে মনে আজ তারে স্মরি
তোমার মননে আমি শ্রোতা।

প্রত্যেক পাতায় দিনলিপি
সবেতেই কিছু কিছু দাগ;
খোলা থাকে সহজাত ঝাপি
সিংহের মতো অনুরাগ।

শেষকালে খুঁজে চলি চিহ্ন
জয়-পরাজয় সব ভুলে;
এখানে তুমিও অবতীর্ণ
চলে এসো আপনার কূলে।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মিলন বনিক সুন্দর অন্ত্যমিল...ভালো লাগলো। আমার পাতায় আমন্ত্রণ।
মোঃ মোশফিকুর রহমান অসাধারণ চমৎকার একটি কবিতা, আপনার জন্য শুভকামনা ও সর্বোচ্চ ভোট রেখে গেলাম!
রাহাত পার্থিব বিষয়টি উপস্থাপনার ভঙ্গিমাটা ভালো লাগলো। শুভেচ্ছা।
মোঃ নুরেআলম সিদ্দিকী শেষকালে খুঁজে চলি চিহ্ন জয়-পরাজয় সব ভুলে; এখানে তুমিও অবতীর্ণ চলে এসো আপনার কূলে। সুন্দর আবেদনময় কবিতা, খুব ভালো লেগেছে।
মাইনুল ইসলাম আলিফ সুন্দর কবিতা লিখেছেন দাদা।শুভ কামনা আর ভোট রইল।আসবেন আমার পাতায়, আমন্ত্রণ রইল।
কবিরুল ইসলাম কঙ্ক ভালো বেশ । ভোট ও শুভেচ্ছা থাকলো ।

লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা ব্যাখ্যায় লেখকের বক্তব্য

আমার কবিতাটি বিষয়ের সাথে সমঞ্জস্যপূর্ণ। বেঁচে থাকার মাঝে জয় পরাজয় যেন সহজ যাপনচিত্র হয়ে ওঠে। প্রতি ক্ষেত্রে আমাদের তার সাক্ষাত পেতে হয়। আমরা বুঝি এর কোনোটিই আজ কাম্য নয়; তবু তা সত্য হয়ে ধরা দেয়। সব সময় এক প্রতিযোগিতা আমাদের আবদ্ধ করে রাখে। সংগীতের অন্ত্যাক্ষরীর মতো মৃত চিত্রগাঁথা গুলি যেন স্মরণে মননে থেকে যায়। তাই শেষকালে চিহ্ন খুঁজে চলার এক শপথ নেওয়া হয়েছে।

২৫ জানুয়ারী - ২০১৭ গল্প/কবিতা: ১৫ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "অবহেলা”
কবিতার বিষয় "অবহেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ এপ্রিল,২০২৪