পৃথিবীতে যত আলো
যত উজ্জলতা
চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্রের
নিয়মের ব্যবধানে
সবই তোমার জন্যে
তোমারই অবদানে।
সাগরের অন্তিম প্রশান্তি
দূর্বাদলের নিঃস্বদ্ধ্ব সবুজ বিতরণ
বৃক্ষের নিঃস্বার্থ ছায়া দান
পরম শান্তির মাতম দোলা
সবই তোমার জন্যে
তোমারই অবদানে।
জীবণের স্পন্দনে
এত সুর এত আনন্দ
নব নব আশ্চর্য আবিষ্কার
এত গর্ব এত আয়োজন
এত সুখ
সবই তোমার জন্যে
তোমারই অবদানে।
যত উজ্জলতা
চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্রের
নিয়মের ব্যবধানে
সবই তোমার জন্যে
তোমারই অবদানে।
সাগরের অন্তিম প্রশান্তি
দূর্বাদলের নিঃস্বদ্ধ্ব সবুজ বিতরণ
বৃক্ষের নিঃস্বার্থ ছায়া দান
পরম শান্তির মাতম দোলা
সবই তোমার জন্যে
তোমারই অবদানে।
জীবণের স্পন্দনে
এত সুর এত আনন্দ
নব নব আশ্চর্য আবিষ্কার
এত গর্ব এত আয়োজন
এত সুখ
সবই তোমার জন্যে
তোমারই অবদানে।
আরও দেখুন