মূল্যহীনের প্রশ্ন

প্রশ্ন (ডিসেম্বর ২০১৭)

মোঃ ফরহাদ হোসেন
  • ১৪
  • ৯১
মূল্যহীনেরে মাল্য দিয়েছো
সেকি বুঝে তার মুল্য।
তার কাছে তা ঝরা মালা সম,
বাসি ফুলে গাথা তুল্য।
বুঝেনি জীবনে কি দিলে তাহারে,
খুজেনি গহীনে অর্থ।
ভেঙেছে সকলই মানেনি কখনো,
দিয়েছিলে যত শর্ত।
তুমি দিলে ফুল ভেবে তারে ভুল,
কাটার কাননে ফিরে।
মরিচার পুতি সুতুই গেঁথেছে,
ব্যথা নিয়ে ধীরে ধীরে।
দিলে তারে গতি মরমের সৃত্মি,
মনে করে গেছে ভুলে।
ধরিয়া অথই দ্বি পহর রাতে,
সুখ নিয়ে গেছে তুলে।
যা ছিলো সামনে ধরিবে কেমনে,
সৃত্মি ভ্রম থাকে সদা।
জীবনে কখনো থামেনি তো পথ,
বলেনি গোপন কথা।
মূল্যহীনেরে মাল্য দানের
ভুল ছিলো কিছু কাজ।
সে যে মেকি শুধু বাহিরে বিলাসী,
ভিতরে মেঘের সাজ।
আধারে রটিতে চেয়েছিলে ঘর,
আলোকে রাখিছো ভুলে।
এতো আলো তার সহেনা জীবনে,"
আজি বলে সব খুলে।
অধমে রতন পেলে লাভ কিরে,
মুল্য বুঝেনা তার।
যত আলো দাও দেখিবেনা কভু,
ভালবাসে আন্ধার।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
Farhana Shormin ভাল লেগেছে
মামুনুর রশীদ ভূঁইয়া ছন্দের মিলের চেয়ে ভাবকে প্রাধান্য দিলে আরো ভালো হতো...
নাজমুছ - ছায়াদাত ( সবুজ ) সুন্দর লেখা। পাতায় আসবেন, আপনার সুচিন্তিত মন্তব্য আশা করছি ।
%3C%21-- %3C%21-- Oshadharon. Khub bhalo laglo. Vote rekhe jacchi. Shomoy pele amar lekhati pore dekhben.
এই মেঘ এই রোদ্দুর ভাল হয়েছে। লিখে যান অবিরত। ভোট রইল
মোঃ নুরেআলম সিদ্দিকী শব্দের খেলা গুলো একটু মজাই লেগেছে, আরও ভালো করবেন এমন প্রত্যাশায় শুভকামনা রইল
মিলন বনিক খুব ভালো লাগলো.........
ওয়াহিদ মামুন লাভলু ভালো লিখেছেন। শব্দগুলো পাকা হাতের বলেই মনে হল। চালিয়ে যান।
মাইনুল ইসলাম আলিফ ভাল লিখেছেন।একটু খেয়াল করলে আরও ভাল হবে।শুভ কামনা।সময় পেলে আমার পাতায় ঘুরে আসবেন।

০৮ জানুয়ারী - ২০১৭ গল্প/কবিতা: ১১ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ছোটবেলা”
কবিতার বিষয় "ছোটবেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ডিসেম্বর,২০২৪