শীতকে আত্মীয় ভেবে

শীত (জানুয়ারী ২০১২)

আহমেদ সাবের
  • ৮৯
  • 0
ভোরের সবুজ ঘাসের সাদা আস্তরণে ঝলসে উঠে তারেকের তরবারি।
ঘন কুয়াসা নীল পাহাড়ের সীমানায় শ্বেত ভাল্লুক হয়ে
পাথুরে প্রাচীরে আঁকিবুঁকি কাটে আপন খেয়ালে।
বাগানের হাসনাহেনার পাতায় ফুকুশিমার হলুদ ছড়িয়ে পড়ে, আর
গাম-ট্রির বনকে ঘিরে রাখে ধোঁয়ার বর্ষাতি।
আমার পায়ের পাতায় বাজে ঝরা পাতাদের কলগান।


আমি, অচেনা পথিক এক, লাল কাঁকরের পথ ধরে ধরে
এক পা দু পা করে এসে দাঁড়িয়েছি, একটা পথের সীমানার কাছাকাছি।
অজানা গন্তব্যে যেমন ভয় থাকে, তেমনি
আশঙ্কা ছিল শীতের ঝরা পাতাদের মুকুরে নিজের ছায়াকে দেখে ভয় পাব।
কিন্তু দিনের শেষে, কেমন অজান্তেই তাদের টেনে নিয়েছি বুকে।
তারাও অবলীলায় মর্মরিত হাস্যে বলে উঠে, কেমন আছ গো বন্ধু?
গন্তব্য তো এসে গেল প্রায়। মাথায় গজিয়ে উঠে পেঁজা তুলার পাহাড়,
আত্মার গভীরে কালো ধোঁয়া ছাড়া রেলগাড়ি ডেকে উঠে কু কু ......কু, আর
“হাওয়ামে লাল দোপাট্টা” উড়িয়ে কেউ ছুটে যায় কৈশোরের ষ্টেশন ছেড়ে।


দুঃখ তো কিছুই নেই, এক জনমের প্রাপ্তির বদৌলতে;
চাওয়া আর পাওয়ার দাঁড়িপাল্লায়, পাওয়ার পাল্লাটাই ভারী। আর
জীবন নদীর ওপারে সবুজের আস্তরণ দেখে প্রাণটা ভরে উঠে আনন্দে।
সেখানে নতুন কুঁড়িদের প্রাদুর্ভাবের আভাষ, প্রভাত সূর্যের মত জ্বলজ্বল করে।
তাই মনে হয়, শীতকে আত্মীয় ভেবে অনায়াসে চলে যাওয়া যাবে
নতুনের জয়গান গেয়ে, শীতের সাম্পান ধরে শীতের কুটিরে।

আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এস, এম, ফজলুল হাসান তৌহিদ উল্লাহ শাকিল: । আগামী ১৭ ই ফ্রেব্রুয়ারী গল্প কবিতার বর্ষপূর্তি অনুষ্ঠানে সম্পৃক্ত হওয়ার লক্ষ্যে একটি ইভেন্টের আয়োজন করেছি । যেহুতু নেট ছড়া সম্ভব নয় তাই নেটের মাধ্যেমে করছি ।গল্প কবিতায় প্রকাশিত আপনি আপনার সেরা লেখাটি এখুনি পাঠিয়ে দিন এই লিঙ্কে [ আরও... আরও দেখুনতৌহিদ উল্লাহ শাকিল: । আগামী ১৭ ই ফ্রেব্রুয়ারী গল্প কবিতার বর্ষপূর্তি অনুষ্ঠানে সম্পৃক্ত হওয়ার লক্ষ্যে একটি ইভেন্টের আয়োজন করেছি । যেহুতু নেট ছড়া সম্ভব নয় তাই নেটের মাধ্যেমে করছি ।গল্প কবিতায় প্রকাশিত আপনি আপনার সেরা লেখাটি এখুনি পাঠিয়ে দিন এই লিঙ্কে [ আরও দেখুন। আগামী ১৭ ই ফ্রেব্রুয়ারী গল্প কবিতার বর্ষপূর্তি অনুষ্ঠানে সম্পৃক্ত হওয়ার লক্ষ্যে একটি ইভেন্টের আয়োজন করেছি । যেহুতু নেট ছড়া সম্ভব নয় তাই নেটের মাধ্যেমে করছি ।গল্প কবিতায় প্রকাশিত আপনি আপনার সেরা লেখাটি এখুনি পাঠিয়ে দিন এই লিঙ্কে [ http://www.golpokobita.com/messages/compose/to/7161 ] । সময় অনেক কম . সকল বন্ধুকে বলছি আর দেরী করবেন না | শেষ তারিখ : ২-২-২০১২ |
ভালো লাগেনি ২৮ জানুয়ারী, ২০১২
মনির মুকুল শেষ লাইনটা বেশ অলংকরণসমৃদ্ধ। লেখনী বরাবরের মতই চমৎকার।
ভালো লাগেনি ২৭ জানুয়ারী, ২০১২
মামুন ম. আজিজ গুরুগম্ভির কবিতা। বেশ
ভালো লাগেনি ২৫ জানুয়ারী, ২০১২
আহমেদ সাবের ধন্যবাদ Monir Khalzee , নিনা , মাহবুব খান , ইয়াসির আরাফাত , প্রজ্ঞা মৌসুমী , ঝরা , পন্ডিত মাহী - আমার কবিতাটা পড়ে, মন্তব্য করবার জন্যে। আমার কম্পিউটারটা ভাইরাসে আক্রান্ত হয়েছিল। তাকে গত কয়েকদিন শশ্রুষা করে নিরাময় করে তুললাম। তবে বেচারা এখনো বড় দুর্বল। তাই মন্তব্যের উত্তর দিতে দেরী হল বলে দুঃখিত। একই কারনে অনেক লেখা এখনো পড়ে উঠতে পারিনি বলে তাদের লেখকদের কাছে ক্ষমা প্রার্থী।
পন্ডিত মাহী তারুন্যকে এভাবে কেউ স্বাগত জানিয়েছে কিনা আমার জানা নেই! মামা আপনার এবারের কবিতাও অনেক অনেক ভালো লাগলো।
ভালো লাগেনি ১৯ জানুয়ারী, ২০১২
ঝরা অনেক সুন্দর
ভালো লাগেনি ১৮ জানুয়ারী, ২০১২
প্রজ্ঞা মৌসুমী সাবের ভাই ইদানিং আপনার কবিতাগুলো নাড়া দেয় ভীষণ। একটা অন্যরকম বোধ স্পর্শ করে। 'শীতের সাম্পান' উপমাটা ভারী সুন্দর। এরকম আরো অনেক সুন্দর শব্দ-উপমায় ভরা কবিতাটা খুব ভালো লাগলো। অফুরন্ত শ্রদ্ধা আপনার জন্য।
ভালো লাগেনি ১৭ জানুয়ারী, ২০১২
ইয়াসির আরাফাত দারুন কিন্তু এই লেখায় ভোটিং বন্ধ রাখা হয়েছে।
ভালো লাগেনি ১৭ জানুয়ারী, ২০১২
মাহবুব খান আপনার কবিতায় যথেষ্ট গভীরতা আছে /ভালো
ভালো লাগেনি ১৬ জানুয়ারী, ২০১২
নিনা অনেক সুন্দর কবিতা । নিরবে ভোট দিতে হতাশ হলাম ।
ভালো লাগেনি ১৬ জানুয়ারী, ২০১২

০৭ ফেব্রুয়ারী - ২০১১ গল্প/কবিতা: ৩৫ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "স্থিতিশীলতা”
কবিতার বিষয় "স্থিতিশীলতা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ নভেম্বর,২০২৪