এমন করে কি খোঁজো, বাজাও কি বিষণ্নতার বীন___ অমন করে তাকিয়ে থাকো রোজ; নিঃসঙ্গতার মেঘ, দক্ষিণা প্রবল হাওয়া, শ্রাবণের উথলে উঠা জলে বয়ে চলে গভীর নিঃশ্বাস! কি চেয়েছো, কি পেয়েছো আর কি হারিয়েছিলে যোজন- বিয়োজনে এমন বরষা চোখে, নিবিড় বৃষ্টিপাতে কেন হল দুঃখ পোয়াতি রাত!
ইচ্ছেগুলো কি এখনো খোঁজে শতরঙ্গা বেলী ফুল___ নীল রঙের নীলাচলে, ফুলের পাপড়ি মেলে, ভেজা চিঠির সন্ধ্যারাগে যেমন হৃদয়ে জাগে তীব্র প্রেম! তুমুল যুদ্ধ চলে কি এখনো অনুতপ্তের সাথে_ অভিমান, অনুরাগ যেমন লুকিয়ে হঠাৎ করে বুকের ভিতর ঝড় তুলে, অগণিত অভিযোগ সুতীব্র প্রতিবাদে স্মৃতির সঙ্গমে এসে যেমন উড়াই দোপাট্টা শাড়ির আঁঁচল!
দ্যাখো এখনো খুব প্রতীক্ষা জাগে, নিকোটিনে পুষি ক্লান্ত বিকেল দ্যাখো স্বপ্নগুলো এখনো ইথারে জমা, মুঠোভরে জাগাই তবু নীরবতার উচ্ছ্বাস___ গাঢ় অন্ধকার রাতে কি যেন বলে বিষাদ, কি যেন আঁকে অভিমানিত দুচোখ, শূন্যতার বেলকনিতে খেলা চলে অনুশোচনা আর উন্মুক্ত রুদ্রতালের; কেন লুকিয়ে গেলে হঠাৎ, রেখে গেলে যুগল প্রেম বিষণ্নতার হৃদয়ে জ্বলে কষ্টের প্রহর! তবুও উপেক্ষা করি সমস্ত আবেগ তবুও বৃষ্টিস্নাত শহরে, শাসিত সমাজে, বারণ সংসারে অপেক্ষায় থাকি রোজ!
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
সেলিনা ইসলাম
অর্থালংকারে আর শব্দের কারুকাজে অসামান্য কবিতা! শুভ কামনা নিরন্তর।
কাজী জাহাঙ্গীর
আবেগ, উপমা’র চিত্রাংকনে এক কথায় অসাধারন কবিতা। তবে সিদ্দিকী ভাই ‘কী’ আর ‘কি’ এর ব্যবহারটা আর একটু পরিষ্কার করা দরকার, না হয় পড়তে গিয়ে ভাবটাকে হোচট খেতে হয়, আশা করি বিষয়টা ভাববেন। অনেক শুভকামনা আর আবেগে ভরা ভোট রেখে গেলাম...
লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা
ব্যাখ্যায় লেখকের বক্তব্য
একটা গান চির স্মরণীয় "সবার জীবনে প্রেম আসে, তাই তো সবাই ভালোবাসে, ১ম যারে লাগে ভালো, যায় না ভুলা কবু তারে____?? আসলে সবার জীবনে প্রেম আসে। হয় তো কেউ ধরে রাখতে পারে, আর কেউ ধরে রাখতে পারে না। থাকুক আর না থাকুক দুটোর একটাও ভুলে যাওয়া যায় না। টুকরো টুকরো করে যুক্ত হয়ে থাকে স্মৃতির এলবামে। হয় তো কেউ কেউ অপেক্ষারও প্রদীপ জ্বালান এবং ইতিহাসে কেউ কেউ জ্বালিয়েছিলেনও। যেমন লাইলি মজনু।
সুতরাং আমার " অপেক্ষা পুষি বরষা চোখে" কবিতাটি ব্যাখা করলে বিরহের অপেকবষা চিত্রে "প্রেম" বিষয়েে সাথে সম্পূর্ণসামঞ্জস্যতা পাবে বলে মনে করি।।
২২ ডিসেম্বর - ২০১৬
গল্প/কবিতা:
৬৯ টি
বিজ্ঞপ্তি
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
প্রতি মাসেই পুরস্কার
বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।
লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন
প্রথম পুরস্কার ১৫০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।
দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।