বাবা

বাবারা এমনই হয় (জুন ২০১৯)

মোঃ নুরেআলম সিদ্দিকী
  • ৭৬
বাইশটি বসন্ত পেরিয়ে এসেছি বলা হয়নি না বলা কথা
সাগরের কাছেও হাজার প্রশ্ন জমায়, উত্তর পাই না!
এই যে উন্মাদ হয়ে হেটে চলি, নিরুত্তাপ ঢেউ খেলি জমিনে
অটোক্রেসির নিয়ম, ক্রেবেস চক্র....., সাইন্টিফিক সূত্র কোনকিছু বাদ রাখি না;
কখনো মেঘ, কখনো বৃষ্টি আর কখনো রৌদ্রতেজে বিষণ্নতা আঁকাই মন,
তবুও যেন মিলে না, মিলাতে পারি না এ সমীকরণ!

এইদিক-ঐদিক তাকায়, শোকেস দেখি, তন্নতন্ন করে খুঁজি ডায়েরীর পাতা;
একান্ত পুড়ি, একান্ত নির্দ্বিধায় জমে সমস্ত আঁধার-
অমন করে মিনতি আঁকি, বৃষ্টির স্রোতে আকাশকে লিখি,
অমন করে অদৃশ্য দেয়াল ভেঙে বুকের ভিতর বিমর্ষ শব্দ তুলে দিই
কিছুই হয় না, কোনভাবেই ফলাফল শূন্য ছাড়া আর কিছু আসে না!

কখনো বজ্রকণ্ঠে নীলামে তুলি শ্রাবণ, কখনো পাগল হয়ে চুলকায় এলোচুল
কখনো থমকে দেয় বিষণ্নতার এক একটি লাল প্লাকার্ড,
বুকের ভিতরে দুমড়ে ফেলি, মুছড়ে ব্যাকুল হয় পরাণ!

তুষানলে পোড়া কত দিন পেরিয়ে রাত.....বিষাদের শহরে বয়ে চলা নির্ঘাত সেই কতটি বছর,
বাবা সে যে তুমি চলে গেলে, আর এলে না!
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
রঙ পেন্সিল মন ছুঁয়ে গেলো। অনেক শুভকামনা
সেলিনা ইসলাম সন্তানের জীবনে বাবার অনুপস্থিতি বড় ক্ষতের সৃষ্টি করে। যা কোন কিছুতেই মুছে দেয়া সম্ভব নয়। প্রতি মহুর্ত অপেক্ষা...! চমৎকার কবিতায় শুভকামনা রইল।
Ahad Adnan বিষাদের শহরে উদভ্রান্ত পংক্তিমালা। শুভকামনা।
নাজমুছ - ছায়াদাত ( সবুজ ) বাবার শোকে বিদস্ত কবির মন, উদাসীন হয়ে তার কাটে দিন রাত, ব্যাকুল তাকে হারানোর বেদনায় । অনেক চমৎকার লেখা, স্বভাব এমন যে লেখক অবিরাম লেখে যায় ।
খুব অনুপ্রেরণা জাগলো। অনেক ধন্যবাদ ভাই
মোঃ মোখলেছুর রহমান দাদা ভাই প্রথম দিন লেখাটি খুজে পাইনি। যা হোক বরাবের মত চমৎকার!

লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা ব্যাখ্যায় লেখকের বক্তব্য

পৃথিবীর শ্রেষ্ঠ একজন মানুষ "বাবা"। নিজে পুড়ে, কষ্ট পায় তবুও সন্তানকে দেয় না। সন্তানের মুখের একটু হাসির জন্য নিজে হাজার কষ্ট সহ্য করে নেয়। আবেগে অনেকে বলে মেঘ, বৃষ্টি, বরফ, আগুন..... কি, বাবারা বুঝার চেষ্টা করেন না! আমার এই "বাবা" কবিতাতে আমি একটা আকুতি তুলে আনার চেষ্টা করেছি মাত্র। একবছর বয়সে বাবাকে হারিয়েছি। বাবাকে দেখার অনুশোচনা কোন সন্তানেরই না থাকে? আর বাবাকে ছাড়া এক একটা পরিস্থিতি যেন প্রতিদিন তুষানলে পোড়া আগ্নেয়গিরি। জানি মৃত ব্যক্তি আর আসবে না, আর জেগে উঠবে না--- (অবয়ব কিয়ামত ছাড়া)। তবুও বাবাকে না দেখার যে অন্যরকম একটা আকুতি, সেই আকুতিটাকে আবেগে বলা হয়েছে..... আর এলে না। আশা করি, কবিতাটি বিষয়ের সাথে সামঞ্জস্যতা পাবে।

২২ ডিসেম্বর - ২০১৬ গল্প/কবিতা: ৬৯ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

বিজ্ঞপ্তি

“এপ্রিল ২০২৪” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ এপ্রিল, ২০২৪ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী