কিছু স্মৃতি আর কিছু অভিমান

দাম্ভিক (জুলাই ২০১৮)

মোঃ নুরেআলম সিদ্দিকী
  • ১৫
কেমন যেন তুমি আজ হারিয়ে যাও, কেমন যেন তোমার আজ নীরবতা
মেঘ ছুঁই, স্বপ্ন ছুঁই তোমাকেই শুধু হয় না ধরা।
কোন আশাতে বাড়িয়েছো হাত, কোন আশাতে জমিয়েছো প্রেম
ফোটা ফোটা ঝিনুক জলে ভিজি, নিখাদ সাগরে ডুবি
কেন এত বিষাদ?
কুয়াশার নীল চাদরে ভেসে ভেসে এই তো আমি আছি বেশ;
আহা অবজ্ঞার হাসি, নিঃসঙ্গতার রাত জলস্রোতে কেঁপে উঠে হৃদয়
চোখ বুজে পড়ে থাকি, কাব্য সংসারে তোমায় বুনি
তবুও তুমি নেই!

জানো আজ কষ্ট সই, বেদনার টানে সাত সমুদ্দুর পাড়ি দিই
কখনো কখনো মৌরি ফুলের গন্ধে বিরহ গোপন করি
তবুও তুমি আসো না, পাতার আড়াল থেকে কোকিলের কণ্ঠে গান গাও না!
বিনিসুতোর মালা গাঁথি, বাতাসের কাছে তোমার কথা জমা রাখি
বেদনাকে কেন্দ্র করে নোনাজলের তৃপ্তি মেটাই
তবুও তোমার দেখা পাই না, প্রেমোদ্দীপ্ত কণ্ঠে তুমি আজ আর ডাকো না!

দ্যাখো বুকের ক্যানভাসে জমে গেছে বিষাক্ত সীসা
প্রগাঢ় এক কুয়াশার মাঝে কেটে যায় রাত-দিন
ক্ষুধিদ নিশ্বাসে বিমূর্ত জীবন; হাত পেতে জড়িয়ে ধরি হিম শীতলতা
নিকোটিনের আস্তরণে মোমের শিখার মত প্রজ্বলিত হয় বিরহের দহন
শুধু স্মৃতির এ্যালবামে পড়ে থাকে নষ্ট জীবন, ব্যর্থ সংসার আর বিদগ্ধ ভালোবাসা।
দূরে চলে গেছে বাসন্তী প্রেম, হারিয়ে গেছে পূর্ণিমার আসর;
অথচ প্রাচীর বসিয়েছো ছলনার শহরে, আর দিয়ে গেছো মেঘলা আকাশ
সেখানেই ভাসি আর সেখানেই ডুবি!
বিবর্ণ বালুচরে মিছেই সব প্রত্যাশা গুণি, মিছেই পাঁজরভাঙ্গা হৃদয়ের ক্রন্দনে আকুতি করি।

কিন্তু মেয়ে জানো, তোমার ভালোবাসা ছিল আমার অহংকার
তারুণ্যের সজীবতা, প্রত্যাশার রঙ ও স্পর্শানুভূতি
তোমার নরম আবেশে, অপলক চাহনীতে দোল খাবে আমার প্রাণের বন্দর
জাগ্রত হবে আমার প্রণয়ের এক একটি সুর।

অথচ আজ বুঝেছি, কতটুকু স্বপ্ন বুনেছিলে তুমি
কতটুকু ভালোবাসলে জ্বলে পুড়ে ছাই হয়ে বাঁচার স্বপ্ন আঁকে হৃদয়ের সীমানা
কখনও জেগে উঠে না অনেক প্রত্যাশার এক একটি রুদ্র ইচ্ছেরা;
এই আকাশের সু-বিশাল শূন্যতা ছুঁয়ে এইটুকু ভালোবাসাই বুঝি নিয়ে এসেছিলে?


আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
Jamal Uddin Ahmed অনেক অনেক অভিনন্দন।
বিশ্বরঞ্জন দত্তগুপ্ত ভাই , খুব ভাল লাগছে । অনেক অনেক অভিনন্দন , শুভকামনা ।
নাজমুছ - ছায়াদাত ( সবুজ ) কবিতার সারমর্ম বলার ক্ষমতা আমার নেই । শুধু এটাই বলব যে কবি আপনি পারেন বটে , ঈর্ষা লাগে খুব , আরও বেসি ঈর্ষা যেন করতে পারি এমন সুন্দর সুন্দর কবিতা পড়ে । সুভ কামনা সব সময় ।
অনেক ধন্যবাদ ভাই। ভালো থাকবেন, শুভকামনা রইল
মাইনুল ইসলাম আলিফ চমৎকার কবি , চমৎকার ।অনেক অনেক শুভ কামনা আর ভোট তো থাকতেই হবে।
অনেক ধন্যবাদ ভাই। শুভকামনা রইল
রাহাত প্রণয়ে মাখা অভিমানের পঙক্তিগুলোর জন্য অনেক অনেক ভালো লাগা রইলো।
মোঃ সোহেল রানা ভোটটা দিতেই হলো।
জুনায়েদ বি রাহমান বিরহের কবিতা। ভালো লেগেছে।
অনেক ধন্যবাদ ভাই। শুভকামনা রইল
Jamal Uddin Ahmed আপনার আকুলতায় আমিও ব্যাকুল, ভাই। ভাল লাগল। শুভেচ্ছা।
অনেক ধন্যবাদ শ্রদ্ধেয়
শাহ আজিজ একধরনের অদ্ভুত হতাশা বিরচিত হয়েছে , চমৎকার উপায়ে , গাথুনিতে ------
বিশ্বরঞ্জন দত্তগুপ্ত পূর্বের মতোই কবিতার এক সুন্দর ডালি ... শুভকামনা আর ভোট ।
অনেক ধন্যবাদ দাদা। ভালো থাকবেন, শুভকামনা নিরন্তর

লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা ব্যাখ্যায় লেখকের বক্তব্য

আমরা বিরহের কোন থিম উপস্থাপন করার সময় কিছু না কিছু বৈশিষ্ট্য ও বিষয় বস্তু বজায় রাখার চেষ্টা করি। যদি ভালোবাসার কথা বলি, তাহলে সেখানে আমাদের এক ধরণের অনুভূতি কাজ করে; যাকে আমরা ভালোবাসি, সে যখন নিরুপায় কথা দেয় তখন তাকে নিয়ে আমরা বিভিন্ন স্বপ্ন আঁকি, প্রত্যাশা রাখি, তার প্রতি নিদারুণ বিশ্বাস জমায়। স্বপ্ন, প্রত্যাশা আর বিশ্বাস যখন মনের ভিতর জমে যায় তখন আমরা তাকে কিংবা ভালোবাসাকে নিয়ে বিভিন্নভাবে অহংকার করি। কিন্তু সে ছলনা করলো কি না অথবা ছলনার ফাঁদে ফেলে আমাদের আটকালো কি না সেদিকে আমরা মোটেও ভ্রুক্ষেপ করিনা। আমাদের আশা একটাই সে আসবে। আর যখন সে আসার কথাই বলে তখন আমরা বিভিন্নভাবে তাকে নিয়ে অহংকার করি। :) সুতরাং আমার "কিছু স্মৃতি আর কিছু অভিমান" কবিতাটি যদি এভাবে ব্যাখ্যা করি, তাহলে "দম্ব" বিষয়ের সাথে শতভাগ সামঞ্জস্য পাবে বলে আশা করি।

২২ ডিসেম্বর - ২০১৬ গল্প/কবিতা: ৬৯ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

বিজ্ঞপ্তি

“মে ২০২৪” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ মে, ২০২৪ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী