তুষানল

কাঠখোট্টা (মে ২০১৮)

মোঃ নুরেআলম সিদ্দিকী
মোট ভোট ৪৭ প্রাপ্ত পয়েন্ট ৪.৭৬
  • ২৩
  • ২৬
মুঠোভরে স্বপ্ন ছুঁই নিত্য; হাত বাড়ালেই ঘুমখেলা ধুম বৃষ্টিজল।
আষাঢ়, শ্রাবণ সবই তো একাকার জীবনের কাঠগড়ায়;
নির্বিবাদে জ্বলে যাওয়া তুষানলে পুড়ে পুড়ে কিছুই রাখিনি বাকি,
অভিমান, অভিপ্রায় সবই তো মিশেছে উষ্ণ দুপুরের হিমেল হাওয়ায়
তবুও দ্বিধার কাছে আকাঙ্খা জমে জমে হয়েছে পাহাড়।

এই তো রিক্ত-সিক্ত, প্রেম-প্রণয় নিস্তেজ প্রায় কষাঘাতে;
সোনালী কার্ণিশ ছুঁয়ে ছুঁয়ে ব্যর্থতার দমকা বাতাস বুকের ভেতর।
ক্ষুধা, দরিদ্রতা আর হৃদপিন্ডের হাহাকারের প্রতিবাদ গড়ে তুলে দূরন্তপনার বুনোফুল
তবুও মানতে চায় না আমার এ স্রোতস্বিনী দু’চোখ
শুধু আঁধারী আকাশ আর কষ্টার্জিত বর্ণমালার অতৃপ্ত জিজ্ঞাসা।

প্রতিদিনই তো জিঁইয়ে রাখি মনের কষ্ট, সুনসান নীরবতা, নিলামে উঠা বিশ্বাস
মরীচিকার আড়ালে টুকিয়ে রাখি অনুরাগ, অভিযোগ, বিষাদ;
যার সমস্ত হৃদয় জুড়ে যেন শুধু কাঁকর-কংক্রিট কাটা ও গুল্মময় রক্তক্ষরণ।

আজো বুঝিনা জীবনের সূচিপত্র, লেনা-দেনা, সংসার;
তবুও নিজের সাথে নিজের যুদ্ধ চলে প্রতিনিয়ত
সেখানেও পরাজিত হই, আর বুকের জার্নালে পুষিয়ে রাখি সব বেদনা, কঠোরতা
সহ্য করে নিই কখনও ৪৬ ডিগ্রি তাপমাত্রা কিংবা হিমাংকের নিচের আদ্রতা।
জানি মরণ ওৎ পেতে আছে; তবুও দিন শেষে রুমালে গুঁজিয়ে রাখি নৈবদ্য অশ্রুজল
আর নতুন করে স্বপ্ন সাজাই আবার বেঁচে থাকার...!!
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
Muhsin Ahmed দারুণ লিখেছেন প্রিয়
Jamal Uddin Ahmed অভিনন্দন, কবি। আরোও স্বপ্ন সাজান।
-) নিশ্চয় দোয়া করবেন। শুভকামনা নিরন্তর দাদা।
ওয়াহিদ মামুন লাভলু অনেক অভিনন্দন ও শ্রদ্ধা।
-) অনেক ধন্যবাদ ও গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি ।
মাইনুল ইসলাম আলিফ অনেক অনেক অভিনন্দন ভাই। ভাই ছবির ঘরটা খালি কেন?আপনার ছবি না দিয়ে বরং সুন্দর কোন দৃশ্যের ছবি দিয়ে দেন।শুভ কামনা রইল ভাই।
-) অনেক ধন্যবাদ ভাই। ছবি আপলোডে একটু সমস্যা ছিল, আশা করি এখন ঠিক হয়ে গেছে। ভালো থাকবেন ভাই।
Fahmida Bari Bipu অনেক অভিনন্দন নুরে আলম! সেদিনই তোমাকে বলেছিলাম আবার বিজয়ী হতে পারবে, আর এই তো হয়েই গেলে! :)
সে যে ফেব্রুআরীতে বিজয় হয়েছিলাম, আর ভাবিনি পরে বিজয় হতে পারবো। কারণ যে দুর্দশা ছিল, তাতে বিজয় হওয়ার প্রত্যাশা আদোও থাকে না। আর এই বিজয়টা সত্যি অনেক বড় পাওয়া। অনেক অনেক ধন্যবাদ রইল আপু।
বিশ্বরঞ্জন দত্তগুপ্ত অনেক অনেক অভিনন্দন আর সঙ্গে রইল ভালবাসা , শুভকামনা ।
কাজী জাহাঙ্গীর অনেক অনেক অভিনন্দন রইল
সেলিনা ইসলাম অনেক অনেক অভিনন্দন!

লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা ব্যাখ্যায় লেখকের বক্তব্য

কখনো কখনো মানুষের জীবনে অনেক সুখ থাকে। সুখ থাকা সত্যেও মানুষের শান্তি আসে না। কিংবা কখনো কখনো মানুষের জীবন এতটাই কষ্টে পরিনত হয় যে শত কষ্ট ও পরিশ্রম করার পরও সফলতার দিক খোঁজে পাই না। তবুও যুদ্ধ করে। সফলতার জন্য আর একদিন বাঁচতে চাই কিংবা সংসারের জন্য আর একদিন বেঁচে থাকার স্বপ্ন দেখে। যেমন, মরণ ওঁৎ পেতে আছে জেনেও আর একদিন বাঁচতে.....(১) অথবা প্রতিনিয়ত জিঁইয়ে রাখি মনের কষ্ট, সুনসান নীরবতা, নিলামে উঠা বিশ্বাস...(২) এরুপ আরও কয়েকটি লাইন দ্বারা বাস্তব জীবনের কঠোরতার প্রমাণ পাওয়া যায়। যা দৈনন্দিন জীবনে ঘটে থাকে। শেষে বলবো তুষানল কবিতাটি ব্যাখ্যা করলে শতভাগ কঠোরতা বিষয়ের সাথে সামঞ্জস্যতা পাবে বলে মনে করি।

২২ ডিসেম্বর - ২০১৬ গল্প/কবিতা: ৬৯ টি

সমন্বিত স্কোর

৪.৭৬

বিচারক স্কোরঃ ৩.১ / ৭.০ পাঠক স্কোরঃ ১.৬৬ / ৩.০

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ছোটবেলা”
কবিতার বিষয় "ছোটবেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ডিসেম্বর,২০২৪