আশাটুকু থাক

স্বপ্ন (জানুয়ারী ২০১৮)

অমিত কুমার দাস
  • ১০
  • ২৭
আজ আর আমি নেই তোমার ভাবনায়,
হারিয়েছি আমার আমিত্বে।

ভুলে ভালো-ই আছি, বেঁচে আছি!
এই তো সেদিনও ছিলাম প্রিয়জন।
হয়'ত প্রয়োজনের তাগিদে, শেষমেশ বিভাজন।

ফুরিয়েছে সময়,হারিয়েছি আমি।
দূরত্ব বেড়েছে ভুলে থাকা থেকে ভালো থাকায়!

আজ নেই, কিছুই ঠিক নেই!
লুকানো অভিমান নেই,
অশ্রুঝরা চোখ নেই,
ক্লান্ত পথের পথিক নেই,
বুকে চাপা কষ্ট নেই,
একটা বিষণ্ণ দুপুর নেই।

শুধু আছে লুকানো কিছু অভিযোগ, আছে নিদ্রাহীন রাত্রি,
যা কেবল গোপনে আমিত্ববোধকে দগ্ধ করে!

তবুও বেশ সুখেই আছি!
একাকীত্বকে করে আপন।
তুমি'ত ছিলে কেবল-ই স্বপন ,
সাড়া রাত ভালোবেসে আগলে রেখেছি,
রেখেছি চোখের তারায়,
নিদ্রা ভাঙতেই বিলীন হয়ে'ছ।

আমি খুঁজি, শুধু খুঁজি
ফাকা ঘর, অন্ধকার চারিদিক,
খালি পরে আছে দেয়ালে ঝুলে থাকা ফ্রেম,
শূন্য চারদিক; এতো ডাকি সাড়া নেই কারো।
চেয়ে থাকি শূন্যপথে,
তুমি আসবে ভেবে!

অভিমানী?
অভিমানের কি ছুটি হবে না কোনোদিন?
শূন্যতা যে আর ভালো লাগছে না।
শূন্যতার দিকে আজকাল আর তাকিয়ে থাকতে ইচ্ছে হয়না......
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মিজানুর রহমান রানা দারুন লিখেছেন।
ভালো লাগেনি ২৫ জানুয়ারী, ২০১৮
ওয়াহিদ মামুন লাভলু প্রিয়জনের ভাবনায় না থাকলে তখন আমিত্বের মধ্যেই নিজেকে ডুবিয়ে রাখা ছাড়া উপায় থাকে না। শুন্যতা আসলেই ভালো লাগে না, শুন্যতা সবসময়ই দুঃখ দেয় মনে। অনেক মানসম্পন্ন কবিতা। আমার শ্রদ্ধা গ্রহণ করবেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো। ভাল থাকবেন। আপনার শুভকামনা আশা করছি। নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা নিবেন।
ভালো লাগেনি ১৭ জানুয়ারী, ২০১৮
মিলন বনিক সুন্দর কবিতা....
ভালো লাগেনি ১৫ জানুয়ারী, ২০১৮
আমি মিয়াবাড়ির ছেলে ছন্দের দিকে খেয়াল রাখলে আরও ভালো হবে। শুভকামনা।
ভালো লাগেনি ১৪ জানুয়ারী, ২০১৮
নাজমুছ - ছায়াদাত ( সবুজ ) বাহ অনেক আবেগ ঝরে পড়ল কবিতায়, মানুষ যেহেতু সামাজিক জিব, তারা একাকিত্তে থাকতে পারে না। কবি তার আপন মানুষের শূন্য টায় উদাসিন, মন কষ্টে তার দিন রাত এক হয়ে গেসে। সুভেচ্ছা অনেক, আমার পাতায় আমন্ত্রন ।
ভালো লাগেনি ১০ জানুয়ারী, ২০১৮
ছবি আনসারী ভাল লেগেছে কবিতা
খন্দকার আনিসুর রহমান জ্যোতি ফুরিয়েছে সময়,হারিয়েছি আমি। দূরত্ব বেড়েছে ভুলে থাকা থেকে ভালো থাকায়!....// খুব ভালো কবিতা....প্রেম বিরহ নিয়ে অধরার রেশ ....শুভকামনা রইলো....আসবেন আমার পাতায়....
মাইনুল ইসলাম আলিফ অভিমানী? অভিমানের কি ছুটি হবে না কোনোদিন? অধরা থাকবে আর কতকাল? চমৎকার কবিতা।শুভ কামনা আর ভোট রইল।আমার পাতায় আমন্ত্রণ।
মোঃ মোখলেছুর রহমান না পাওয়াকে পাওয়ার কবিতায় ফুটে উঠেছে,কিন্তু শেষে কিছুটা নিরাশা,অধরা পুষ্ট হয়েছে। শুভকামনা সতত।
মোঃ নুরেআলম সিদ্দিকী শুধু আছে লুকানো কিছু অভিযোগ, আছে নিদ্রাহীন রাত্রি, যা কেবল গোপনে আমিত্ববোধকে দগ্ধ করে! চমৎকার একটি কবিতা....

০১ ডিসেম্বর - ২০১৬ গল্প/কবিতা: ৬ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ছোটবেলা”
কবিতার বিষয় "ছোটবেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ডিসেম্বর,২০২৪