দ্বিধার কিংবা দ্বিধাকে

ঘৃণা (সেপ্টেম্বর ২০১৬)

তাসনিয়া আহমেদ
  • ৫১
সোনা কিংবা রূপোর কাঠি নয়;
ঘুমন্ত তোমার কপাল থেকে চুল সরিয়ে দিতে গিয়ে থেমে গিয়েছিলাম আমি।
হিমালয়সমান দ্বিধা এসে বরফ করে দিয়েছিল আমার হাতকে;
সেই হাত কপালে ছোঁয়ালে চমকে উঠতে তুমি।

সেদিনের কথা মনে আছে? যেদিন তুমি কালিদাসের নায়িকা হয়েছিলে?
আষাঢ়স্য প্রথম দিবসে তোমার কাছেও কি এসেছিল যক্ষ মেঘ কোন বিরহী বার্তা নিয়ে?
তাই কি তোমার কণ্ঠে ছিল উদাত্ত আহ্বান, অঝোর ধারায় ভেজার?
সে ডাকে সাড়া দিতে চেয়েও দিতে পারি নি।

কিংবা সেদিন,যেদিন দুধের ফেনার মতো জোছনার চাদর ঢেকে দিয়েছিল এই পৃথিবীর নদী-বন-প্রান্তর;
বিশ্বাস করো, সেদিন আমিও চেয়েছি তোমাকে জোছনার ফুলে সাজাতে।
হয় না।
কোন এক নির্বোধ,মূক দ্বিধা এসে ছেয়ে ফেলে আমাকে।
মহাসাগরের ব্যাপ্তির মতো, নিঃসীম আকাশের মতো, ক্লান্তিহীন এক দ্বিধা।

আরেকবার আমাকে ক্ষমা কোরো তুমি।
একদিন আমি পারবো।
প্রথম কদম ফুলে কিংবা শুক্লপক্ষের সর্বশেষ তিথিতে নয়;
কোন এক চন্দ্রভূক অমাবস্যায় তোমার হাত ধরে ঠিকই বলবো,
"চলো গৃহত্যাগী হই।"
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মিলন বনিক কোন এক চন্দ্রভূক অমাবস্যায় তোমার হাত ধরে ঠিকই বলবো, "চলো গৃহত্যাগী হই।"...অপূর্ব সুন্দর পরিসমাপ্তি...ভালো লাগলো...শুভকামনা
ভালো লাগেনি ১৫ সেপ্টেম্বর, ২০১৬
কাজী জাহাঙ্গীর লেখা দেখে মনে হচ্ছে বেশ পরিপক্ক, সু স্বাগতম, আগাও তবে দ্বিধাহিন দৃপ্ত পায়, অনেক শুভ কামনা, ভোট ত অবশ্যই, আর আমন্ত্রন আমার পাতায়।
Lutful Bari Panna বেশ আকর্ষণ ছত্রে ছত্রে।
Rashed Chowdhury ভালো লেগেছে , শুভ কামনা আর আমার পাতায় আমন্ত্রণ রইলো
জালাল উদ্দিন মুহম্মদ অনন্য ও অনবদ্য কথামালা । খুব ভালো লাগলো। শুভকামনা প্রিয় কবি।

২৩ আগষ্ট - ২০১৬ গল্প/কবিতা: ১ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "হতাশা”
কবিতার বিষয় "হতাশা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ সেপ্টেম্বর,২০২৫