বন্ধু তুমি একবার বল
বন্ধু - তুই না থাকলে জীবনটা এমন হত সংখ্যা
comment ১
favorite ১
import_contacts ৮৪১
বন্ধু তুমি কেমন আছো ?
নতুনের আহবানে অচিন শহরে
অচেনা পরিবেশে নতুন মোড়কে।
যে মুখে ছিল পূর্ণিমার চাদেঁর আভা
কেন আজ তাতে বিষণœতার কালো থাবা।
যে চোখের মনিতে ছিল রঙিন আলো
কেন আজ তা, সুন্দর দৃষ্টি হারালো ।
যে কন্ঠে শুনতাম উদ্দীপনার আওয়াজ
কেন আজ তাতে নিশ্চল-নিস্তব্ধতার সাজ।
দেখতে দেখতে সময় যে ফুরাল
বন্ধু তুমি একবার বল
কেন আজ তোমার এমন হল !
নতুনের আহবানে অচিন শহরে
অচেনা পরিবেশে নতুন মোড়কে।
যে মুখে ছিল পূর্ণিমার চাদেঁর আভা
কেন আজ তাতে বিষণœতার কালো থাবা।
যে চোখের মনিতে ছিল রঙিন আলো
কেন আজ তা, সুন্দর দৃষ্টি হারালো ।
যে কন্ঠে শুনতাম উদ্দীপনার আওয়াজ
কেন আজ তাতে নিশ্চল-নিস্তব্ধতার সাজ।
দেখতে দেখতে সময় যে ফুরাল
বন্ধু তুমি একবার বল
কেন আজ তোমার এমন হল !
আরও দেখুন