প্রিয়তমেষু

দাম্ভিক (জুলাই ২০১৮)

Md.Zahid Bin Haq
  • ৪২
বদ্ধ ঘরে রুদ্ধ জীবন,
আঁধারের ক্রীতদাস।
খুঁজে পেলো আজি উত্তর মন,
নিয়তিরই উপহাস।

যারে আমার সব ভেবেছি,
যতনে নিয়েছি বরে,
সেইতো সবেরে পর করেছে,
গোপনে গিয়েছে সরে।

কায়ায় ছিলেম মুগ্ধ যে তার,
চোখ কান যেন বন্ধ।
দেখেও দেখিনি দোষ গুণ তার,
প্রেমেতে ছিলেম অন্ধ।

প্রতিবারে তার রাখতে গিয়েছি,
একটি কথার দাম।
রোষানলে তার হয়ে গেছে ছাই,
আপনারই ধরাধাম।

কারো কাছে কভু প্রয়োজনে তাও,
করেনিকো মাথা নিচু,
অহংবোধে ছুটে গেছে সে যে,
লক্ষ্যেরই পিছু পিছু।

জানতে চেয়েছি লক্ষ্যটা তার,
বলেছে কপট হেসে,
দেবেনাকো ছাড়,বলে বারবার,
মুখে মুখে ভালবেসে।

খুঁজে গেছে সুখ প্রতিবারে তার,
অাত্ম মর্যাদায়,
নিজ সম্মানে পর অপমানে,
কুড়ে কুড়ে খেলো হায়।

নিজের কথারে রাখতে সে ঠিক,
অার সবারেই নষ্ট,
করেছে সবারে নিজ ছলনায়,
হয়ে গেছে পথভ্রষ্ট।

হাটেনিতো সেই রাস্তাতে একা,
টেনে নিয়ে গেছে সাথে।
বরে নিয়ে তারে হেরেছি আমিও,
আলোহীনা কোনো রাতে।

সারাটি জনম সাথে নিয়ে তারে,
ভেবেছি যে পাবো সুখ।
সুখ নাশী সেই সত্ত্বাই মোরে,
সুখ কেরে দিল দুখ।

শুধায় সবাই কোনবা সেজন,
যার কথার এত দাম।
দাম্ভিকতা ছিল যে আমার,
প্রিয়তমেষুর নাম।

ধরেছিলেম আমি হাতটি যে তার,
বাকি সব হাত ছেড়ে।
তুলতে চেয়েছি তারে প্রতিবার,
নিজেই যে গেছি পড়ে।

দম্ভ নামী সেই প্রেয়সী,
ভেঙে মোরে প্রতিবার।
অহংকারেই ডুবালো আমায়,
দাম্ভিক হুংকার।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
ওয়াহিদ মামুন লাভলু যারে ভাবা হয়েছিল সবকিছু, সে যদি গোপনে সরে গিয়ে থাকে তবে সেটা অত্যন্ত বেদনাদায়ক। --- অন্যকে প্রতিবার তুলতে চেয়ে নিজেই পড়ে যাওয়ার মধ্যে অনেক আত্মত্যাগ রয়েছে। ভাল লাগল। আমার শ্রদ্ধা গ্রহণ করবেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো।
অনেক ধন্যবাদ ভাই।আপনিও আমার শ্রদ্ধা গ্রহন করবেন।দোয়া করবেন যেন আরও ভাল লিখতে পারি।
Md.Zahid Bin Haq অনেক ধন্যবাদ।দোয়া করবেন যেন আরও ভাল লিখতে পারি।
মোঃ নুরেআলম সিদ্দিকী দম্ভ নামী সেই প্রেয়সী, ভেঙে মোরে প্রতিবার। অহংকারেই ডুবালো আমায়, দাম্ভিক হুংকার। ভালো লাগলো। আরও ভালো লিখতে হবে। অনেক শুভকামনা রইল।

লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা ব্যাখ্যায় লেখকের বক্তব্য

প্রিয়তমেষু কবিতাটিতে রূপক অর্থে একজন প্রেয়সীর কথা বলা হয়েছে যে কিনা প্রকৃতঅর্থে দাম্ভিকতার প্রতিরূপ।এখানে দম্ভকেই প্রেয়সী হিসেবে দেখানো হয়েছে।যাকে বরণ করে নেবার ফলে জীবনে নেমে এসেছে অভিশাপ।প্রেয়সীর কায়াতে মুগ্ধ হবার ফলে দাম্ভিকতার ফলাফল যে কত ভয়াবহ হতে পারে তা ভুলে যেয়ে শেষে আফসোস করতে হচ্ছে। এখানে প্রিয়তম দ্বারা দাম্ভিকতাকেই বোঝানো হয়েছে।আর প্রেয়সী তথা দম্ভের সাথে পরিণয়ের ফলে তার ক্ষতিকর দিক দেখানো হয়েছে।

১৫ মার্চ - ২০১৬ গল্প/কবিতা: ২ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "স্থিতিশীলতা”
কবিতার বিষয় "স্থিতিশীলতা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ নভেম্বর,২০২৪