ইস কেন যে হলোনা

ঈর্ষা (জানুয়ারী ২০১৩)

জাজাফী
  • ১১
  • ৬৮
আলোর মেলাতে ক্রিকেট খেলা নিয়ে সারা দিন সে কি হৈচৈ। কারা জিতবে কারা হারবে সে নিয়েই বিভিন্ন প¶ের সমর্থকদের মধ্যে কথার যুদ্ধ চলতে চলতে এক ফাকে কেউ একজন ঢিল ছুড়ে মারলো। আর তখনই শুর“ হয়েগেল দুই প¶ের মারামারি । যে যা হাতের কাছে পেল তাই দিয়েই তাড়া করলো অন্য প¶কে। এই দাঙ্গায় অল্প একটুর জন্য মাথা ফাটা থেকে র¶া পেল মুনিম। সেই নিয়ে এলাকার বিভিন্ন মানুষের বিভিন্ন মনোভাব দেখা গেল। অদ্ভুত সেই মনোভাব যা ভাবতে গেলে যে কারো মাথা ঘুরতে থাকবে। এলাকার ডাক্তার হাতেম আলী এম বি বি এস। আসল এম বি বি এস নাকি নকল তা কেউ জানেনা। তার পরও সবাই তার কাছেই ধারনা দেয়। সে চিকিৎসাও দেয় ভাল। তবে ফি নেয়ার সময় কসাই চামার। রোগীর পকেট ফাকা করতে সে দিধা করেনা। মুনিমের মাথা একটুর জন্য ফাটেনি এ নিয়ে সবার মনের মধ্যেই কম বেশি চিš—া ছিল। হাতেম আলীর চিš—া ইস কেন যে মাথাটা ফাটলোনা! ফাটলে আমার কাছে আসতো। আমি চিকিৎসা করে হাজার খানেক টাকা কামিয়ে নিতাম। শালা রজব আলী বাড়ি মারবি একটু জোরে মার যাতে মাথা ফেটে যায় তা না যেন না খেয়ে এসে বাড়ি মেরেছে। একটু থেতলেও যায়নি। এতো গেল ডাক্তার হাতেম আলীর চিš—া। এবার আসা যাক ওষুধের দোকানদার করিম শেখের চিš—ায়। তারও একই চিš—া ইস একটু জোরে মারলেইতো মাথাটা ফেটে যেত। আর আমি শ তিনেক টাকার ওষুধ বিক্রি করতে পরতাম। তাতে অš—ত লাভ থাকতো একশো বিশ টাকা। একই চিš—া আলেয়া প্যাথলজি সেন্টারের কামাল উদ্দিনের। মাথাটা না ফাটায় তারও যে লস হয়ে গেল। কয়েকটা টেষ্ট করাতে পারলেই কেল­া ফতে হয়ে যেত। টুপাইস কামাই করা যেত কিন্তু তার আর হল কই। একজন মানুষের মাথাটা একটুর জন্য ফাটেনি এটা হওয়া উচিৎ সবার জন্য আনন্দের। কিন্তু তা না হয়ে এখানে ঘটেছে তার সম্পূর্ণ উল্টো। ডাক্তার ওষুধের দোকানদার এবং প্যাথলজি সেন্টারের মালিকের পরে আরও একজন আছে যার কাছে মাথা না ফাটাটা চরম ¶তি বলে বিবেচিত। আর সে হলো সেকেন্দার আলী। সে নতুন একটা ভ্যান কিনেছে। এই এলাকায় তার ভ্যান ছাড়া আর কারো কোন ভ্যান নেই। মুনিমের মাথা ফাটলে ডাক্তারের চেম্বারে নেয়ার জন্য নিশ্চই তার ভ্যান লাগতো। তারও কিছু ইনকাম হতো। কিন্তু মাথাটা না ফাটায় তার অনেক লস হয়ে গেল। এ জন্য বেচারার চিš—ায় এবং রাগে এক প্যাকেট আকিজ বিড়ি শেষ করতে হয়েছে। বার বার নিজেই নিজেকে বলছিল বেটা রজব আলী আরেকটু জোরে মারতে পারলিনা! এত কিছুর পরও কিন্তু লোকের প্রত্যাশা কমেনি। মুনিমের বাবা মায়েরও মাথা ফাটা নিয়ে অনেক চিš—া। তারা নামাজ পড়ে প্রার্থনা করলো আল­াহ তোমার অনেক দয়া। আমাদের সš—ানকে বিপদের হাত থেকে বাচিঁয়েছ। এমনিতে আমাদের হাতে তেমন টাকা কড়ি ছিলনা। ছেলেটা ভাল আছে বলে অনেক বাঁচা বেঁেচ গেছি। এই হল একজনের বিপদের দিনে অন্য জনের চিš—া ভাবনা।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
পন্ডিত মাহী একটা বার্তা দেবার চেষ্টা। অনু-গল্প হিসেবে উতড়ে গেছে। আরো গোছানোর দাবি রাখে গল্পটি।
ভালো লাগেনি ২৬ জানুয়ারী, ২০১৩
মোহাম্মদ ওয়াহিদ হুসাইন .........................চিন্তা নিয়ে চিন্তার চমতকার একটা গল্প চিন্তা করে লিখেছেন। ভাল লাগল। প্যারা করে লিখলে দেখতে আর পড়তেও সুবিধা হয়। সুভেচ্ছা রইল।
ভালো লাগেনি ২৫ জানুয়ারী, ২০১৩
মিলন বনিক সুন্দর ভিন্ন মাত্রার গল্প...ভালো হয়েছে....
ভালো লাগেনি ১৪ জানুয়ারী, ২০১৩
আহমেদ সাবের দেশে বন্যা হয়, আড়তদাররা আঙ্গুল ফুলে কলাগাছ হয়, ভাইয়ে ভাইয়ে মামলা হয়, উকিলদের হাসি আকর্ণ বিস্তৃত হয়। এতে আমাদের ঈর্ষান্বিত হবার কিছুই নেই!!! গল্প ভালো লেগেছে।
ভালো লাগেনি ১৪ জানুয়ারী, ২০১৩
স্বাধীন বিধাতার হয়েছে যত বিপদ, কার আবেদন রেখে যে কারটা পুরণ করবেন! এ জন্যই হয়তো প্রবাদটা এসেছে "কারো সর্বনাশ/কারো পৌষ মাস" ছোট কিন্তু সুন্দর মজার..
ভালো লাগেনি ১৩ জানুয়ারী, ২০১৩
তাপসকিরণ রায় অনেকটা অণু গল্পের মত—ভাব,ভাবনা ভালো লেগেছে।
ভালো লাগেনি ১০ জানুয়ারী, ২০১৩
মো. ইকবাল হোসেন ছোট গল্প কিন্তু বেশ তাৎপর্যপূর্ন। ভাল লাগল । তবে বানানগুলো শুদ্ধ হলে আরও ভাল লাগত।
ভালো লাগেনি ৬ জানুয়ারী, ২০১৩
বিজয় দিয়ে লিখেছিলাম তাই এখানে বানানে সমস্যা দেখা যাচ্ছে। পরবর্তী লেখা গুলো অভ্রদিয়ে লিখবো
ভালো লাগেনি ৭ জানুয়ারী, ২০১৩
এফ, আই , জুয়েল # গর্পটা ছোট হলেও অনেক মজার ও চমৎকার ।।
ভালো লাগেনি ৪ জানুয়ারী, ২০১৩
আপনাকেও ধন্যবাদ কষ্ট করে পড়ার জন্য। বানান ভুলের বা সমস্যার কারনে হয়তো পড়তে একটু কষ্ট হয়েছে।
ভালো লাগেনি ৫ জানুয়ারী, ২০১৩
আজিম হোসেন আকাশ ভাল লাগল। ধন্যবাদ।
এশরার লতিফ বেশ লাগলো গল্পটি. ধন্যবাদ.

১৯ জানুয়ারী - ২০১১ গল্প/কবিতা: ২৯ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ছোটবেলা”
কবিতার বিষয় "ছোটবেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ডিসেম্বর,২০২৪