বির্বত্তমান পৃথিবীর ঘুর্নয়ন চক্রে মানুষের ভাগ্য নাহি বদলায়। যবে সাম,দাম,বেদ দণ্ড চলে রাজ্য বিস্তারে মাতেন কর্তা সম্প্রদায়। রাজা,মহারাজা কত নাম ধরে তারা করে যায় বহুদিন হেথায় শাসন। ধনবান রাজা শক্তির রক্ত চক্ষু মেলে প্রজার সত্ত্বা কেড়ে নিয়ে চালায় নির্যাতন। পাশা খেলে রাজ্য হারানোর কথা সেত অবান্তর কোন ঘটনা নয়। শুধুই বিলাসী নিছক খেয়ালী মনে প্রজার সত্ত্বা হরণ করে লয়। জমির মালিক হলেন প্রভু,প্রজা নহে কভু চাষ করবে সে প্রভু যা চায় নিতে। অর্ধেক যাহা পায় তাও সে হারায় শতেক কর আর ঋণ দিতে দিতে। তাই সঙ্গ বদ্ধ হল ক্রমে ক্রমে প্রজাগনে স্বাধিকার পেতে ক্ষেপে গেল সর্বজন। তাই বিদ্রোহ আগুন জ্বলে উঠে ঘরে ঘরে ধূমধ্বজ ধূম শিখার মতন। তবু তা থামেনি সংগ্রাম চলে যুগে যুগে প্রভু ভৃত্তের চলে পুরা শাসন। মানুষের সত্ত্বা কেড়ে নিয়ে কর্তা ক্ষমতার বলে টিকায় সিংহাসন। তার পর আসে এই দেশে ইংরেজ জাতী আমার দেশের মাটি কেড়ে লয়। নওয়াব ,বাদশা,রাজা মহারাজার শক্তি ধীরে ধীরে করে সব ক্ষয়। দু'শত বছর গোলামীর পরে আবার মানুষ যখন চিনলো নিজ ধন। ইহার জন্য বিদ্রোহ করে করে স্বাধিকার পেতে চেল সর্বজন। তার পর দু'টি ভাগে বিভক্ত হয়ে এই দেশ হলো যে স্বাধীন। কিন্তু আমার এই দেশ বাংলা শুধু রয়েই গেল পরাধীন। আবার মোদের করতে হলো সংগ্রাম লাখো লাখো মানুষ দিল প্রাণ। অবশেষে এ দেশ মোদের স্বাধীন হলো তোমরা কি দেখেছ তাদের দান? না,না, অনেক কিছু বলা হয়নি এখানে অনেক কিছু যে রয়েছে বাঁকি। এই ইতিহাস যাদের আছে সব জানা তাদের জন্য নহে এসব লিখালিখি। আজ যা বলার তাই বলি শুন ভাই বড় হও সবে তবে খুব বড় নয়। দেখছ কি না ক্ষুদ্ধ মানুষ আছে কত ক্ষেপে বড় হলে পরে পদে পদে ভয়। তাই শেষ করে দাও তোমার যত আছে শত অতীতের অভিলাষ। দেখ বুভুক্ষা মানুষ পথে ঘাটে কত না খেয়ে শুধু করে হাহুতাশ। শুন বৰবিধরি কান্না ভাসে কার না খেয়ে তাই পাষাণ ভেধির মূলে। রোগে সোগে ভোগে চলে গেছে প্রাণ জননীর সূর্য, টগ বগ করে যেন রক্ত। তোমরা কভু এত রক্ত দেখনি দেখেছে তারাই যারা অভিশপ্ত।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
বিন আরফান.
প্রোফাইল ব্লগ করা আছে বিধায় লিখতে পারিনি. আপনার (লেখকের) রুহের মাগফেরাত কামনা করছি . আর যিনি আইডি চালাচ্ছেন তাকে ধন্যবাদ মরহুম কবির কবিতা এখানে নিয়মিত প্রকাশ করার জন্য. চালিয়ে যান.
ডা. মো. হুসাইন আলী
মাহফুজা নাহার তুলি আপু,কবিতাটি পড়ে ভালো লাগার জন্য ধন্যবাদ।আর আমি চেষ্টা করবো দাদুর অপ্রকাশিত কবিতাটি গুলো এই গ.ক. মধ্যমে আপনাদের সামনে প্রকাশ করতে।
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
প্রতি মাসেই পুরস্কার
বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।
লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন
প্রথম পুরস্কার ১৫০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।
দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।