ইচ্ছে ছিল তোমাকে আকাশ দেবো জ্যোৎস্না রাতে নক্ষত্র সমেত জেগে যাবে সারা শহর, লোক-লোকারন্যে হয়ে যাবে সমাবেশ। গত বছরের জমানো সঞ্চয়ে কিনে দেবো বঙ্গোপসাগর স্বপ্ন সাধে, সৃষ্টি সুখে সাজিয়ে তুলবো ভালোবাসার ঘর। মন যে বলে, হিরা-চুন্নি-পান্নায় সাজিয়ে রাখি তোমায় বাসরে রাজ প্রাসাদে রাণী তুমি, সাম্রাজ্যে কর্তা তুমি, রাজ আসরে। যদি মনের মণি কোঠায় রাখি, তবে ছোট হয়ে যায় যে বসন সারা জমিন লিজ নেব যে, সাজাতে প্রিয়া তোমার আসন। দৃষ্টির সীমানা যতো দূরে যায় সবটায় লিখে দেই নাম তোমার তুমি ছাড়া কিসে, সব যেন মিছে, কি আছে জীবনে আমার। সামনের মাসে বেতন পেলেই কিনে দেব সুন্দরবন পাগল ভাবতে পারে আমায় সবাই, বুঝে না তো মন । আকাশ-কুসুম “স্বপ্ন” দেখি, যদিও তা বাস্তবতায় নয় তোমার জন্য পারি সবি, পাছের লোকে যতোই মন্দ কয়। ইচ্ছে আছে আসমান সমান সাধ্য অতি সামান্য ভালোবাসি তোমায় এই প্রেমিক আমি নগণ্য। পৃথিবী জোড়া ভালোবাসা তোমার চরণে লুটাতে রাজী জানো; তোমায় ভালবেসে, ধরতে পারি জীবন বাজী । আকাশ, সাগর, বন দিলে তোমায়, অন্য সবাই শূন্য র’বে চাঁদ তারাতে সুখ খুঁজে যে, সুখ পাবে যে অন্য সবে। ঘাস ফুলেতে সাজিয়ে দিলাম খোঁপা, রক্ত জবা, বেল ফুল, কৃঞ্চচুড়া শিমুল, পাতা বাহারে হও খুশি, বুঝ না ভুল।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
ওয়াহিদ মামুন লাভলু
প্রেমের কবিতা। সত্যিই সাধ না থাকলেও ভালবাসার মানুষটিকে দিতে ইচ্ছে করে অনেক কিছু। মানসম্পন্ন কবিতা। আমার শ্রদ্ধা গ্রহণ করবেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো। আমার জন্য দোয়া করবেন প্লিজ। ভাল থাকবেন।
মোঃ নুরেআলম সিদ্দিকী
বঙ্গোপসাগরের কথা পেয়ে ভাবলাম, কিছুটা লুকানো কষ্ট আসবে; পরে দেখলাম তা তো না, ভাব অন্যদিকে টানছে.... ছন্দের ধারাবাহিকতায় খুব ভালো লেগেছে, শুভকামনা রইল।
খন্দকার আনিসুর রহমান জ্যোতি
গত বছরের জমানো সঞ্চয়ে কিনে দেবো বঙ্গোপসাগর
স্বপ্ন সাধে, সৃষ্টি সুখে সাজিয়ে তুলবো ভালোবাসার ঘর।....// খুব ভালো কবিতা....শুভেচ্ছা রইলো ...সেই সাথে ভোট....আসবেন আমার পাতায়....
মামুনুর রশীদ ভূঁইয়া
ইচ্ছে ছিল তোমাকে আকাশ দেবো জ্যোৎস্না রাতে নক্ষত্র সমেত.. কবিতার প্রথম লাইন থেকে শেষ পর্যন্ত ভালো লেগেছে। ধন্যবাদ কবি। পছন্দ, ভোট ও শুভকামনা রইল। সময় পেলে আমার গল্পটি পড়ে মন্তব্য করবেন।
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
প্রতি মাসেই পুরস্কার
বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।
লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন
প্রথম পুরস্কার ১৫০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।
দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।