কোমলতা নেই এই মর্মাহত হৃদয়ে

কোমল (এপ্রিল ২০১৮)

ইমরানুল হক বেলাল
  • ১৮
  • ৬১
যেদিন তাঁর চোখে প্রথম দেখেছি জল
কোমলতার ,না ছলনার উপলব্ধি করতে পারিনি,
সেদিনের মতো এর আগে কোনোদিন এমন
মর্মাহত হয়নি।
দিনের শেষে রাত আসে, আকাশের তারাগুলি
অপূর্ব জ্যোৎস্নার আলো ছড়িয়ে দেয় চারিপাশে,
তেমনি গোলাপ বাগান কাঁটাবন রুক্ষ হলো তাঁর
মায়াবী হাতের কোমলতার যাদুর স্পর্শে!
এমন মর্মাহত কোনোদিন হয়নি-
যখন একের পর এক করে পৃথিবীর বুক থেকে বিদায়
নিল আমার পিতা-মাতা ভাই -বোন ,
তখনই মনে হলো আঁধারে আঁধারে ভরা এ জীবন
পৃথিবীতে সুখ বলে কিছুই নেই;
মরুভূমির বালুচরে দাঁড়িয়ে আছি পুরনো আমি সেই।
আর কোনোদিন এমন মর্মাহত হয়নি -
যখন দেখি -আপন মানুষ ছন্দবেশে বুকের গহীনে
বসিয়ে দিল তীর!
তখনই দু'হাতে মুখ ঢেকে বুঝলাম এই কাছের পৃথিবী
কতোখানি দুঃখী কিংবা অস্থির!
এখন আর আগের মতো মানুষের তরে মানুষের
ভালোবাসা স্নেহের পরশ নেই এ জগৎ সংসারে ;
পৃথিবীর আলো কেন এমন অস্তমিত?
কেন এত অদ্ভুত!
যেখানে প্রিয়সী অক্লেশে তার প্রেমিকের বুকে
বসিয়ে দিতে পারে ছুরি!
এই জগৎ সংসারে দুঃখ ছাড়া মানবতার চাষবাস
আর কোনোদিন হবেনা বুঝি?
এমন মর্মাহত আর কোনোদিন হয়নি -
যখন দেখি -মনের মানুষটি আমার সঙ্গে
বিশ্বাস ঘাতকা করলো, সব কিছু আত্মসাৎ করে
চলে গেলো, একবার ও চোখ তুলে ফিরে তাকালোনা,
জলভর্তি চোখে আকাশের দিকে তাকিয়ে ভাবি -
কেন এত নির্দয় এই ভালোবাসার পৃথিবী!
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
নাফ্হাতুল জান্নাত খুব সুন্দর কবিতা...ভালো লাগলো
খন্দকার আনিসুর রহমান জ্যোতি যখন দেখি -আপন মানুষ ছন্দবেশে বুকের গহীনে বসিয়ে দিল তীর! তখনই দু'হাতে মুখ ঢেকে বুঝলাম এই কাছের পৃথিবী কতোখানি দুঃখী কিংবা অস্থির!.....// খুব সুন্দর কবিতা...ভালো লাগলো বেলাল ভাই...
আপনার সুন্দর মন্তব্যই আমার অনুপ্রেরণা প্রিয় কবি ;
জসীম উদ্দীন মুহম্মদ দারুণ লেখনি!!
ধন্যবাদ প্রিয় কবি,
মোঃ মোখলেছুর রহমান এখন আর আগের মত মানুষের তরে মানুষের ভালবাসা স্নেহের পরশ নেই এ জগত সংসারে,,,,কঠিন বাস্তবতা।শুভকামনা কবির জন্য।
আন্তরিক ধন্যবাদ শ্রদ্ধেয় কবি মোখলেছ ভাই, আমার সালাম নিবেন,
শায়লা আক্তার বড়ই মর্মস্পর্শী দুঃখ বেদনার কাব্য! মন ছুঁয়ে গেল পাঠে। ভোট এবং সম্মাননা রইল প্রিয় কবি।
কাজী জাহাঙ্গীর ভাবাবেগ কে ভালভবে নিয়ন্ত্রণ করা শক্তি অর্জন করতে হয়, অন্যথায় পৃথিবী আপনাকে বৃদ্ধাঙ্গুলী দেখাতে দ্বিধা করবে না। মেঘ না চাইতে জলও কি আসে সব সময়। চালিয়ে যান কাব্যের চাষাবাদ । অনেক শুভকামনা ও ভোট রইল।
জ্বী নিশ্চয়ই প্রিয় কবি ভাই , কোনো কিছু পাওয়ার আশা না করেই চেষ্টা চালিয়ে যাচ্ছিল অবিরাম। আমি মনে করি পাঠকদের ভালোবাসা পাওয়াই আনন্দের বিষয় , এরচেয়ে বড় কিছু পাওয়া আর নেই। আপনার উপদেশমূলক মন্তব্যটি অনুপ্রেরণা হিসেবে মনের ভেতর গেঁথে রাখবো ইনশাআল্লাহ!
ওয়াহিদ মামুন লাভলু চোখের জল কোমলতার নাকি ছলনার তা যদি উপলব্ধি করতে না পারা যায় তবে মর্মাহত হতেই হয়। আপন মানুষ ছদ্মবেশে বুকের গহীনে যদি তীর বসিয়ে দেয় তাহলে সেটা খুবই বেদনাদায়ক। অনেক ভাল লাগল। আমার শ্রদ্ধা গ্রহণ করবেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো। ভাল থাকবেন।
ভালো লাগলো শ্রদ্ধেয় প্রিয় কবি আপনার গঠনমূলক মন্তব্য পাঠে। সালাম ও গভীর শ্রদ্ধা রইল আপনার প্রতি।
কাজল কবিতাটি বেশ আবেগঘন। ভাল লাগল। ভোট রইল। আসবেন আমার কবিতাটি পড়ার জন্য।
আন্তরিক ধন্যবাদ প্রিয় কবি বন্ধু।
সাদিক ইসলাম বিষাদের ঘনঘটা। উপমাগুলো সুন্দর। কবিতায় আমন্ত্রণ। শুভ কামনা আর ভোট রইলো।
আন্তরিক ধন্যবাদ প্রিয় কবি বন্ধু।
সাদিক ইসলাম হয়ত ব্যক্তিক বিষণ্ণতা ছুঁয়ে গেছে কবিতার পুরো শরীরে। ব্যক্তি অনুভূতি আর সাম্প্রতিক রোহিঙ্গা সমস্যা মিলে মনকে নাড়া দেয়। কোমলতার বিশ্লেষণ চমৎকার। ভোট ও শুভ কামনা। কবিতায় আমন্ত্রণ।
আপনার মূল্যবান মন্তব্যে আমি আনন্দে আপ্লুত! আপনাকে জানাই আমার ভালোবাসা, সালাম ও গভীর শ্রদ্ধা। সময় করে আপনার পাতায় ঘুরে আসবো। ইনশাআল্লাহ!

২৫ অক্টোবর - ২০১৫ গল্প/কবিতা: ২৯ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ভালবাসা”
কবিতার বিষয় "ভালবাসা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ জানুয়ারী,২০২৫