অদৃশ্য কথোপকথন।

অন্ধ (মার্চ ২০১৮)

Gazi Hayder Sami
  • ৩৮
অনেকদিন পর কথা হলো তোমার সাথে
প্রতিক্ষণ যে কন্ঠের অপেক্ষা থাকি
আজ হুট করে সে কন্ঠ শুনলাম!
তুমি বললে, কি অবস্থা?
আমি বললাম এইতো ভালো।
তারপর তোমার অবস্থা জানতে চাইলুম
তুমি বললে আলহামদুলিল্লাহ্!

এরপর আরো বেশ কিছু কথাই হলো
হাল জীবন সম্পর্কিত।
অনেক কিছুই গোপন করে গেলুম আমি,
তুমিও হয়তো করোনি কিছু কম।

তারপর তুমি বললে,
আচ্ছা আসি ভালো থেকো।
আমি মুখে বললুম,
ভেবো না সেই চেষ্টাতেই তো আছি!!
মনেমনে বললুম,
ভালো থাকতে গেলে ভুলে থাকতে হয়-
সে আমি পারবো না।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
রফিকুল ইসলাম চৌধুরী ভাল লাগল কবিতাটি। ভোট রইল। সাথে শুভকামনা।
ওয়াহিদ মামুন লাভলু প্রতিক্ষণ যে কন্ঠের অপেক্ষায় থাকতে হয়, তার প্রতি ভালবাসার মাত্রাটা সীমাহীন। আর তাকে ছাড়া জীবনে ভাল থাকা একেবারেই সম্ভব নয়। সম্ভব হতো, যদি তাকে ভুলে থাকা যেত। কিন্ত সেটাও তো অসম্ভব। অনেক ভাল লাগল। আমার শ্রদ্ধা গ্রহণ করবেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো। ভাল থাকবেন।
মামুনুর রশীদ ভূঁইয়া অনেক দিন পর কথা হলো তোমার সাথে-অনেকদিন পর কথা হলো পাঠকের কবির সাথে। মনে হলো এতোদিন পরে এলে আরেকটু বসো.... কবিতার ভাব পাঠককে স্মৃতিকাতর করে তুলে প্রেয়সীর আশায়। ভালো লাগল কবিতাটি। পছন্দ, ভোট ও শুভকামনা রইল। আসবেন আমার পাতায়।
সাদিক ইসলাম আহ্ সুন্দর আরেকটু বড় হলে আরো ভালো লাগতো। শুভ কামনা ও ভোট রইলো আমার কবিতা সময় পেলে পড়বেন।
সালসাবিলা নকি খুব ভালো লেগেছে কবিতাটা। 'কণ্ঠ' বানানটা 'ণ' দিয়ে হবে। আমার কবিতায় আপনাকে আমন্ত্রণ
ম নি র মো হা ম্ম দ অনেক কিছুই গোপন করে গেলুম আমি, তুমিও হয়তো করোনি কিছু কম।শুভকামনা নিরন্তর....সময় পেলে আসবেন এই অধমের কবিতাখানি একবার পড়ে আপনার মন্তব্য জানিয়ে অনুপ্রাণিত করবেন।
মোঃ নুরেআলম সিদ্দিকী ভালো লাগলো লেখা, তবে বেশি বেশি ভালো কবি লেখকের লেখা পড়তে হবে। শুভকামনা নিরন্তর
ধন্যবাদ, দোয়া রাখবেন।
কাজী জাহাঙ্গীর চর্চা চালিয়ে যান, আরেকটু নিয়মিত হোন। অনেক শুভকামনা।
ধন্যবাদ। দোয়া রাখবেন।
মোস্তফা হাসান দারুণ লাগল। মানুষক কে যে ভুলে থাকতেই হয়। আপনাকেও পারতে হবে!! শুভকামনা।

২১ অক্টোবর - ২০১৫ গল্প/কবিতা: ৬ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ভালবাসা”
কবিতার বিষয় "ভালবাসা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ জানুয়ারী,২০২৫